শাশা ডেনিমসের আইপিও ড্র ১৮ জানুয়ারি

Shasha-1নিজস্ব প্রতিবেদক :

শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ড্র ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিইটে এ অনুষ্ঠানটি হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শাশা ডেনিমসের আইপিওতে মোট পাঁচ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটে শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। এর মধ্যে মিউচুয়াল ফান্ডসহ স্থানীয় বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। আর গত ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন। যা কোম্পানির চাহিদার ৫.১৯ গুণ।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।

এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৯তম সভায় শাশা ডেনিমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বঙ্গজ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মো: আতিকুল ইসলাম শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৮৭ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আতিকুল ইসলামের কাছে কোম্পানির মোট ৫ লাখ ৪৯ হাজার ৭৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বেচবেন।

উল্লেখ, আজ বৃহস্পতিবার বঙ্গজের শেয়ার ২৯৬ থেকে ৩০৩ টাকায় লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

আরএসআরএম পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

RSRMস্টকমার্কেট ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) উদ্যোক্তা পরিচালক মো. ইউনুছ ভুইয়া হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী তিনি ৫ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনুছ ভুইয়া হাতে থাকা বিএসআরএমের ৫৪ লাখ ১৮ হাজার শেয়ারেরর মধ্যে থেকে ৫ লাখ শেয়ার বিক্রি করার ঘােষণা দেন।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করবেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো বেচবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

জিপিএইচ ইস্পাতের ৬৬ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোক্তারা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। চার পরিচালক মোট ৬৬ লাখ ১১ হাজার ৪০০ শেয়ার হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির ৭ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন তার ছেলে সোলায়মান কবিরের কাছে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।

মো. ইকবাল হোসেন নামে আরেক পরিচালক ৫ লাখ ৪০ হাজার ৪০০ শেয়ার তার ভাই জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৯ লাখ ৪০ হাজার ৪০০টি শেয়ার রয়েছে।

পরিচালক আলমাস শিমুল ৩৯ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী ফারজানা শারমিন মুক্তার কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।

সালাউদ্দিন রোমান নামে আরেক পরিচালক ১৩ লাখ ৫১ হাজার শেয়ার তার ভাই জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪৮ লাখ ৫১ হাজার টি শেয়ার রয়েছে।

এই পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতিতে শেয়ার হস্তান্তর করতে পারবেন

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দর বাড়ার কারণ নেই বিবিএস

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এই কোম্পানির ধারাবাহিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১০ কার্যদিবসের মধ্যে মাত্র ২ দিন শেয়ারটির মূল্য কমেছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ১৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

আজ বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৫৫.২০ টাকা হতে ৫৩.২০ টাকায় লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  2. আইডিএলসি ফিন্যান্স
  3. সাইফ পাওয়ারটেক
  4. একটিভ ফাইন
  5. ওয়েষ্টার্ণ মেরিণ
  6. তিতাস গ্যাস
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. এনভয় টেক্সটাইল
  9. মোজাফ্ফার স্পিনিং
  10. ফুয়ান ফুডস

ডিএসইতে এক ঘন্টায় ৭১ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের মিশ্র অবস্থায় লেনদেন হয়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এই বাজারে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির। আর দর কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৯৬ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনাইটেড পাওয়ারের এনআরবি ফর্ম বিতরণ

unitedনিজস্ব প্রতিবেদক :

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) বিদেশী বিনিয়োগকারীদের জন্য এনআররি আইপিও ফর্ম রাজধানীর মতিঝিলে এজিবি কোলনীতে বিতরণ করা হবে। আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের এফরম সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন কোম্পানিটি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি। তবে প্রবাসি বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ টাকা। কোম্পানির ১০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

এরআগে কোম্পানিটির প্রতিটি শেয়ারের ইনডিকেটিভ মূল্য ৬০ টাকা নির্ধারণ করা হয়। যা ৬ ক্যাটাগরির ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থিত হয়। পরবর্তীতে ৬৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিডিং এ অংশগ্রহনের মাধ্যমে ইনডিকেটিভ মূল্য ৭২ টাকা (২০ শতাংশ আপার ব্যান্ডসহ) নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর/

ওরিয়ন ইনফিউশন কারণ ছাড়াই বাড়ছে দর

orionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ

গত তিন কার্যদিবস ধরে শেয়ারের ৪ টাকা দর বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৬০ টাকা। শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে ওরিয়ন ইনফিউশন কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার ৪৫.৫০ টাকা থেকে ৪৫.৭০ টাকায় লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসই-৩০ তালিকায় পাঁচ কোম্পানিকে বাদ

DSE30নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু চিপ শেয়ারের তালিকা ডিএসই-৩০ থেকে তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশসহ মোট পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। আর এদের স্থলে যুক্ত হয়েছে নতুন পাঁচ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূচকের অর্ধবার্ষিক পুনর্বিন্যাসের পর তালিকা থেকে বাদ পড়ল ডেসকো ও পাওয়ার গ্রিড। এবার অবশ্য ব্লু চিপ তালিকায় কিছু পরিবর্তন এনেছে ডিএসই।

এবারের পুনর্বিন্যাসে ব্লু চিপ তালিকা থেকে বাদ পড়া ডেসকো ও পাওয়ার গ্রিড ছাড়া অন্য তিন প্রতিষ্ঠান হলো— ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও প্রাইম ব্যাংক।

অন্যদিকে এ তালিকায় অন্তর্ভুক্তি পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো— ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, আইডিএলসি, ইউনাইটেড এয়ারওয়েজ ও স্কয়ার টেক্সটাইলস।

ডিএসই কর্তৃপক্ষ এবার ডিএসই-৩০ তালিকায় অন্তর্ভুক্তির শর্ত পরিবর্তন করেছে। এর আগে খাত ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হতো না। তবে এ বছর থেকে খাতভিত্তিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর