‘আর্থিক প্রতিবেদনে গরমিলের জন্য নিরীক্ষক দায়ী’

duনিজস্ব প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদনে যেকোনো ধরনের গরমিলের জন্য নিরীক্ষক দায়ী বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ আয়োজিত ‘এ্যাকাউন্টিং ফর ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গরমিল থাকা সত্ত্বেও আর্থিক প্রতিবেদন ট্রু এ্যান্ড ফেয়ার (সত্য ও বস্তুনিষ্ঠ) বলে একজন নিরীক্ষক সত্যায়িত করলে তার জন্য ওই নিরীক্ষকই দায়ী।

দেশের অধিকাংশ নিরীক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানিতে পরামর্শক হিসেবে কাজ করে। পাশাপাশি নিরীক্ষা কাজও করে। কিন্তু পরামর্শক হিসেবে কাজ করার কারণে নিরীক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়। আর একই সঙ্গে দু’টি কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অধ্যাপক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্টের অধীনে (এফআরসি) ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউটেন্ট অব বাংলাদেশের (আইসিএবি) কাউকে চেয়ারম্যান করা হলে তা যৌক্তিক হবে না বলে মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, নিরীক্ষকের অডিট মান যাচাই নিয়ে কাজ করার জন্য এফআরসি গঠন করা হচ্ছে। সেখানে আইসিএবি থেকে এফআরসির চেয়ারম্যান নিয়োগ করা হলে আশানুরূপ ফল পাওয়া যাবে না।

পারিবারিক পরিচালনা পর্ষদের কোম্পানিগুলোতে আর্থিক প্রতিবেদনে তথ্য গোপন করার প্রবণতা বেশী বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মাত্র ১৫ মিনিটে শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভার প্রধান আয়োজক ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারীরা অন্যের কথা শুনে শেয়ার কেনেন। পুঁজিবাজারের স্বার্থে বিনিয়োগকারীদের এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। এ ছাড়া সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটর এ্যাসোসিয়েশন ও ডিমিউচুয়ালাইজেশন আরও অনেক আগে হওয়া উচিত ছিল বলে জানান তিনি।

শেয়ারবাজারে কোনো কেলেঙ্কারি হলে তার যথাযথ বিচার হয় না বলে জানান জামাল উদ্দিন আহমেদ। তার মতে, এ কারণে আরেকটি দুর্ঘটনার সম্ভাবনা থাকে।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, মমতাজ উদ্দিন আহমেদ, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদসহ বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ফিডের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

natinalস্টকমার্কেট ডেস্ক :

সদ্য লেনদেনে আসা তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটি আগের প্রান্তিকের তুলনায় ভালো মুনাফা করেছে।

গত ২০১৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির আইপিওতে আসার আগে একই সময়ে ইপিএস ছিল .৫৬ টাকা আর পরে ইপিএস দাঁড়িয়েছে .৩৮ টাকা।

এর আগে একই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ৯৫ লাখ। এসময় ইপিএস ছিল ১.০৩ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিওতে

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রাইম লাইফ ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ২০ নভেম্বর প্রাইম লাইফের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই বোনাস লাভ করবে।

গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই লভ্যাংশ অনুমোদন করে প্রাইম লাইফের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এলকে

  1. সিভিও পেট্রো
  2. আইডিএলসি
  3. বিবিএস
  4. অগ্নি সিস্টেমস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. সাইফ পাওয়ারটেক
  7. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  8. গ্রামীণফোন
  9. ফার্মা এইডস
  10. জেএমআই সিরিঞ্জ

সিএ্যান্ডএ টেক্সটাইল লেনদেনে আসছে বুধবার

cnaস্টকমার্কেট ডেস্ক :

সকল প্রক্রিয়া শেষ করে আগামী ২১ জানুয়ারি থেকে দেশের উভয় শেয়ারবাজারে সি এ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ‘এন’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির ট্রেডিং কোড হবে CNATEX এবং কোম্পানি কোড ১৭৪৬৫। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে গত ৬ জানুয়ারি এ কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির অনুমোদন দেয়।

সি এ্যান্ড এ টেক্সটাইল ৪৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে গত ৯ নভেম্বর আবেদন নেওয়া শুরু করে। যা চলমান ছিল ১৩ নভেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ২২ নভেম্বর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ধারাবাহিকভাবে কমছে সূচক ও লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ধারাবাহিকভাবে সূচক কমছেই। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের সাথে লেনদেনও কমেছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইএক্স বা প্রধান সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ পয়েন্টে।

ডিএসইতে ২৫১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি ৬৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি, বিবিএস, অগ্নি সিস্টেমস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ফার্মা এইডস এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

আবারও পরিচালক হলেন শাকিল রিজভী

sakilনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দ্বিতীয় দফা নির্বাচনে আবারও পরিচালক হলেন সদ্য বিদায়ী পরিচালক মো. শাকিল রিজভী। বেধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনের লক্ষ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি পরিচালক পদে আবারও নির্বাচিত হলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী ডিএসইর পরিচালক পদে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে শাকিল রিজভী গত ১৫ জানুয়ারি মনোনয়পত্র সংগ্রহ করেন। ডিএসইর নির্বাচনী তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহের শেষ সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়পত্র সংগ্রহ না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকছে না।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে ডিএসইর তিন শেয়ারহোল্ডার পরিচালকের সঙ্গে আলোচনা করে পরিচালক শাকিল রিজভী বর্তমান পদ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে শাকিল রিজভীকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান অধিকাংশ স্টেকহোল্ডার ও বর্তমান পরিচালকরা, যার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে শাকিল রিজভী জানান।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

শাশা ডেনিমসের আইপিও লটারির ফলাফল প্রকাশ

Shasha-1নিজস্ব প্রতিবেদক :

শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিইটে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি হয়েছে।

লটারির ড্র অনুষ্ঠানে শাশা ডেনিমসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সকাল ৯ টা থেকে এখানে উপস্থিত হতে থাকে সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর ১২ টা নাগাদ লটারি ড্র শেষ হলেও তা সাংবাদিক বিলম্বে হস্তান্তর করে।

সাধারণ বিনিয়োগকারী  ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী  ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগকারী  ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড  ক্লিক করুন

ব্যাংক কোড  ক্লিক করুন

শাশা ডেনিমসের আইপিওতে মোট পাঁচ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটে শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। এর মধ্যে মিউচুয়াল ফান্ডসহ স্থানীয় বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। আর গত ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন। যা কোম্পানির চাহিদার ৫.১৯ গুণ।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

  1. সিভিও পেট্রো
  2. আইডিএলসি ফিন্যান্স
  3. সাইফ পাওয়ারটেক
  4. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  5. তিতাস গ্যাস
  6. জেএমআই
  7. অল টেক্সটাইল
  8. এনভয় টেক্সটাইল
  9. ফার্মা এইড
  10. অগ্নি সিস্টেমস।

প্রথম দিবসের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৬ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৪ পয়েন্টে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টি কোম্পানির। আর দর কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এসময় লেনদনে এগিয়ে- সিভিও পেট্রো, আইডিএলসি ফিন্যান্স, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, তিতাস গ্যাস, জেএমআই, অল টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ফার্মা এইড ও অগ্নি সিস্টেমস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১২৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর