চলতি মাসের শেষ কার্যদিবসে গতকাল শুক্রবার আর্থিক খাতের শেয়ারের লেনদেন কমায় ব্যাপক সূচক পতন হয়েছে আমেরিকার শেয়ারবাজারে। এদিন আর্থিক খাতের শেয়ারের দাম কমেছে ০.৯৫ শতাংশ। যার প্রভাবে সার্বিক সূচকও ছিল নিম্নগামী। সূত্র:ফাইনান্সিয়াল টাইমস
গতকাল দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৮৭.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৩২৯.৭৩ পয়েন্ট, TR-US INDEX ১.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮১.৭৩ পয়েন্টে। এছাড়া S&P 500 ইন্ডেক্স ৭.৪৯ পয়েন্ট কমে ২,০১৩.৭৬ পয়েন্টে অবস্থান করছে। যদিও গত বৃহস্পতিবার বাজারে সূচক ছিল যথেষ্ট উর্দ্ধমূখী তবুও সপ্তাহের শেষ দিনে বড় ধরনের পতন দেখল হলো মার্কিন বিনিয়োগকারীদের।
তবে উদ্বেগের বিষয় হলো জ্বালানী এবং বেসিক ম্যাটেরিয়াল খাত ছাড়া শিল্প, স্বাস্থ, ইউটিলিটি, টেলিকম, ও টেকনোলজি সহ প্রায় সব গুরুত্বপূর্ন খাতের শেয়ারের দাম কমেছে।
একসাথে এতগুলো খাতের শেয়ারের দাম কমে যাওয়ায় এটাকে নেতিবাচক ভাবে দেখছেন বিশ্লেষকরা। নিউয়ার্কের রোসেনবোল্ট সিকিউরিটিসের মহা-ব্যবস্থাপক জোসেপ বেনান্ট বলেন, বাজারে সূচক পতন অস্বাভাবিক কিছু নয়। তবে পতনের ধরণ আমাদেরকে ভাবিয়ে তুলছে। একসাথে এতসব গুরুত্বপুর্ণ খাতের সূচক পতন সত্যিই আশংকাজনক এবং এটা কাটিয়ে উঠতে দরকার সময় ও উপযুক্ত পলিসি।
স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে