লেনদেনের শীর্ষ স্থানে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রবিবার দেশের উভয় শেয়ার বাজারেই লেনদেনের শীর্ষ স্থান ধরে রেখেছে শেয়ার বাজারে নতুন আসা কোম্পানি ইফাদ অটোস।

উলেখ্য, গত বৃহস্পতিবার থেকে শেয়ার বাজারে লেনদেন শুরু করে ইফাদ-অটোস এবং লেনদেনের প্রথম দিনেই দেশের উভয় শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছিল কোম্পানিটি । তারই ধারাবাহিকতায় আজও কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) তে মোট লেনদেনের হিসাবে সবার উপরে অবস্থান করছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৬৭ টাকা ৭০ পয়সায় লেনদেন শুরু করে। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ৭৫ টাকা ৯০ পয়সা দরে।

তবে দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাড়িয়েছে ৬৯ টাকায়। এদিন কোম্পানির ১৯ লাখ ৫৪ হাজার ৫৭৮ টি শেয়ার সর্বোমট ১১ হাজার ৩২০ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১৪ কোটি ১৯ লক্ষ টাকা ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সুত্র অনুযায়ী আজ কম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়াসা বেড়ে ৬৯ টাকা ২০ পয়সায় অবস্থান করছে।। এদিন সিএসই তে ইফাদ অটোসের মোট লেনদেনের পরিমান ছিল ৩ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা

ইফাদ অটোসের অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৫ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৫০ লাখ

স্টকমার্কেটবিডি.কম/এলকে

লুজারের শীর্ষে জিএসপি ফিন্যান্স

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লুজারের শীর্ষে অবস্থান করছে জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারের দর ৯ টাকা ২০ পয়সা কমেছে। আর শতকরা হারে দর পতন হয়েছে ৩৫ দশমিক ৩৮ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে এই কোম্পানির ১২ লাখ ৭২ হাজার ৬৩টি শেয়ার ১ হাজার ৭ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা।

লুজারের ২য় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল। এই কোম্পানির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। এদিন কোম্পানির মোট ২৪ লাখ ৭৩ হাজার ৮৭৭ শেয়ার ১ হাজার ৯৩৮বার লেনদেন হয়। এর বাজার মূল্য ছিল ৫ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা।

আজিজ পাইপস তালিকার ৩য় স্থানে রয়েছে। এই কোম্পানির শেয়ার দর দশমিক ৯০ পয়সা বা ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে।

লুজারে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৯২ শতাংশ, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ৫৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩ দশমিক ২৮ শতাংশ, জেমিনি সি ফুডের ২ দশমিক ৯০ শতাংশ, পূবালী ব্যাংকের ২ দশমিক ৮৮ শতাংশ, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮৭ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির ২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. ইফাদ অটোস
  2. লাফার্জ সুরমা সিমেন্টে
  3. গ্রামীণফোন
  4. এমজেএলবিডি
  5. এসিআই লিমিটেড
  6. সামিট এলায়েন্স
  7. এনবিএল
  8. সিএ্যান্ডএ টেক্সটাইল
  9. আমরা টেকনোলজিস
  10. অগ্নি সিস্টেমস।

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

একটানা চতুর্থ কার্যদিবস শেয়ারবাজারের মূল্য সূচক বেড়েছে। আজ রবিবার টাকার অংকে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেশি হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ দিন ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্টে, গ্রামীণফোন, এমজেএলবিডি, এসিআই লিমিটেড, সামিট এলায়েন্স, এনবিএল, সিএ্যান্ডএ টেক্সটাইল, আমরা টেকনোলজিস ও অগ্নি সিস্টেমস।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৬ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সামিটের ১০% নগদ ও ৫% বোনাস লভ্যাংশ

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রবিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

২০১৩ সালে সামিটের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এসময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৮৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অর্ধবার্ষিকীতে ওয়েস্টার্ন মেরিনের ইপিএস কম

weastaernস্টকমার্কেট ডেস্ক :

সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মুনাফা বাড়লেও  ইপিএস কমেছে অর্ধবার্ষিকীতে।  এই প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। অপরদিকে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে প্রায় ১২ শতাংশ।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের করপরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৬০ ‍লাখ ৪০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৮৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা ও ১ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’১৪-ডিসেম্বর’১৪) ওয়েস্টার্ন মেরিনের করপরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা ও ০.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ার বিক্রি করবেন এপোলো ইস্পাতের পরিচালক

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এপোলো ইস্পাতের মনোনীত পরিচালক (মেসার্স আর্ট ইন্টারন্যাশনালের প্রতিনিধি) মমতাজুর রহমান। ঘোষণা অনুযায়ী তিনি নিজ প্রতিষ্ঠানের ১১ লাখ ১০ হাজার বোনাস শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মেসার্স আর্ট ইন্টারন্যাশনালের পোর্টফলিওতে এপোলো ইস্পাতের ৮৫ লাখ ১০ হাজার শেয়ার রয়েছে। ঘোষণা অনুযায়ী বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বেচা শেষ করবেন মমতাজুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে ভিন্নভাব

dse cseস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। আর দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ