1. ইফাদ অটোস
  2. এসিআই লিমিটেড
  3. এমজেএলবিডি
  4. স্কয়ার ফার্মা
  5. গ্রামীণফোন
  6. এসিআই ফরমুলেশন
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. সিঙ্গার বিডি
  9. আমরা টেকনোলজিস
  10. ন্যাশনাল ব্যাংকের

মুনাফা কমেছে ঢাকা ডাইংয়ের

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ঢাকা ডাইং অ্যান্ড মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৪ (জুলাই-ডিসেম্বর) সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকের কোম্পানির মুনাফা এবং আয় আগের বছর একই সময় থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্ধবার্ষিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৬ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা। অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ০.৮৩ টাকা।

এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ৪ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা। উল্লেখিত তিন মাসে কোম্পানির ইপিএস হয়েছে ০.১৮ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ০.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইফাদ অটোসের ইপিএস কমেছে

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৯৭ পয়সা। যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ কমেছে। কোম্পানির অর্ধবার্ষিকী (জুলাই’১৪-ডিসেম্বর’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১৪ কোটি ৮৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৮ পয়সা।

গত ৩ মাসে (অক্টোবর, ১৪ –ডিসেম্বর, ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৪ কোটি ৭৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৫০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লংকাবাংলার বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষনা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলো।

আর্থিক খাতের এ কোম্পানিটি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৩০০ কোটি টাকা এবং ২১৮ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৩৮.৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬১.৪৪ শতাংশ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে এদিন লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে আজ ২৬৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২২১ কোটি টাকা।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, এসিআই, এমজেলবিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, আমরা টেকনোলজিস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ম্যাকসন্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ ফেব্রুয়ারি

macksonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বাের্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

রাইট শেয়ার ছাড়বে সামিট পোর্ট

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রাইট শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে লিমিটেডের পরিচালনা পর্ষদ। রবিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৫:১ হারে রাইট ইস্যু করবে। অর্থাৎ প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে।

জানা গেছে,কোম্পানিটি মুঞ্জিগঞ্জে একটি পোর্ট করবে। এ পোর্টের জন্য ব্যয় হবে প্রায় ৪৫০ কোটি টাকার মতো। এ পোর্টের জন্য কোম্পানিটি বিদেশ থেকে ঋণ গ্রহণ করবে। প্রাথমিক ব্যয় মিটানোর জন্য তারা রাইট ছেড়ে বাজার থেকে কিছু টাকা তুলবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে প্রতি ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

রাইট শেয়ারের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম নেবে কোম্পানিটি। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ২৫ টাকা।

আগামী ১৪ মার্চ অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে নিয়ন্ত্রক সংস্থার কাছে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন চেয়ে আবেদন করা হবে। বিএসইসি অনুমোদন দিলে শেয়ারহোল্ডারদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে।

বর্তমানে কোম্পানিটির ১৬ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ১৭২টি শেয়ার রয়েছে। ৫ টি শেয়াররে বিপরীতে একটি রাইট দিলে নতুন শেয়ারের সংখ্যা হবে ৩ কোটি ২৭ লাখ ১৬ হাজার ৬৩৪ টি। প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্য নির্ধারণ করেছে পরিচালনা পর্ষদ। এ হিসাবে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৮১ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৮৬০ টাকা তুলতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

বস্ত্র খাতের ৪৮ ভাগ কোম্পানির মুনাফা কমেছে

textileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৪৮ ভাগ কোম্পানির সর্বশেষ প্রান্তিকে মুনাফা কমেছে। তালিকাভুক্ত ৩৮ কোম্পানির মধ্যে ২১ কোম্পানি অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে মুনাফা কমেছে ১০, বেড়েছে ৬, লোকসান করেছে ৩টি এবং ১ কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। বাকি কোম্পানিগুলোর অর্থবছর ডিসেম্বরে শেষ হওয়ার কারণে লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় রয়েছে। ফলে ১৭ কোম্পানি বিবেচনায় আসেনি।

কোম্পানিগুলোর অর্ধবার্ষিকী (জুন ’১৪-ডিসেম্বর ’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিশ্লেষণ করলে এমনই চিত্র পাওয়া গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৬ মাসে সবচেয়ে বেশি মুনাফা কমেছে আলহাজ টেক্সটাইলের। এই কোম্পানি বছরের শেষ হওয়া প্রান্তিকে মুনাফা করেছে ৭৫ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির মুনাফা ছিল ১ কোটি ৩০ লাখ টাকা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএসও কমেছে আলহাজ টেক্সটাইলের। এই সময়ে কোম্পানিটি ইপিএস করেছে ৪৯ পয়সা; যা আগের বছর ছিল ৮৬ পয়সা।

বছরের প্রথমার্ধে হামিদ ফেব্রিক্স মুনাফা করেছে ৮ কোটি ১৮ লাখ টাকা; যা আগের বছরের তুলনায় ৫ কোটি ৪২ লাখ টাকা বা ৩৯ শতাংশ কম। আগের বছর একই সময়ে এই কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ৬১ লাখ টাকা।

আলোচিত সময়ে হামিদ ফেব্রিক্স শেয়ারপ্রতি আয় করেছে ১ টাকা ৪ পয়সা; যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৯ পয়সা।

হা-ওয়েল টেক্সটাইল মুনাফা করেছে ৭ কোটি ৪৬ লাখ টাকা; যা আগের বছর একই সময়ে ছিল ৮ কোটি ৮৩ লাখ টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল মুনাফা করেছে ১০ কোটি ১৩ লাখ টাকা; যা আগের বছর একই সময়ে ছিল ১০ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া অন্য কোম্পানির মধ্যে অনালিমা ইয়ার্ন ৭১ লাখ টাকা থেকে কমে ৬৬ লাখ, মালেক স্পিনিং ২১ কোটি টাকা থেকে কমে ১৬ কোটি টাকা, মেট্রো স্পিনিং ও প্রাইম টেক্সটাইলের ২ কোটি টাকা থেকে কমে ১ কোটি টাকা এবং সায়হাম টেক্সটাইলের ১১ কোটি টাকা থেকে কমে ৯ কোটি টাকা মুনাফা হয়েছে। সর্বশেষ প্রান্তিকে নতুন করে লোকসান করেছে মডার্ন ডায়িং ও তাল্লু স্পিনিং।

অর্ধবার্ষিকীতে তাল্লু স্পিনিং নামের কোম্পানিটির মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩০ হাজার টাকা। অর্থাৎ কোম্পানিটির প্রতিটি শেয়ারের লোকসানের পরিমাণ দাঁড়ায় ২৫ পয়সা। যেখানে আগের বছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের লাভের পরিমাণ ছিল ১ দশমিক ৮০ টাকা।

বিশ্লেষকদের মতে, গত বছর হঠাৎ করেই বিশ্ববাজারে তুলার দাম কমে যায়। এতে চড়া দামে আমদানি করা তুলা থেকে সুতার দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। এর ফলে সর্বশেষ প্রান্তিকে বেশিরভাগ কোম্পানির মুনাফায় ধস নেমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

গ্রামীণফোনের লভ্যাংশ দাঁড়িয়েছে ১৬০%

grameenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) ৬৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে ২০১৪ সালের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে ১৬০%।

গতকাল রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে কোম্পানিটি ৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে ২০১৪ সালের জন্য ঘোষিত লভ্যাংশ দাঁড়িয়েছে ১৬০%। গত বছর কোম্পানিটি ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

পর্ষদ বৈঠকে বিদায়ী হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা।আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা ২৩ পয়সা।

আগামী ২১ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর