উসমানিয়া গ্লাসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

usmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাসের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে উসমানিয়া গ্লাস কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এর জবাব দিয়েছে কোম্পানিটি।

বিশ্লেষণে দেখা যায়, গত ১১ কার্যদিবসের মধ্যে মাত্র ২ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৯৬ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২০ টাকা বা ২১ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শাহজিবাজারের বোনাস শেয়ার বিওতে

sahjiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, শাহজিবাজার ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস (স্টক) ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শাশা ডেনিমসের শেয়ার বিওতে পাঠিয়েছে সিডিবিএল

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি আইপিও সম্পন্ন করা কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড সমাপ্ত অর্থবছরের আইপিও শেয়ার আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, শাশা ডেনিমসের আইপিওতে প্রায় সাড়ে ৫ গুন আবেদন জমা পড়ে। পরে লটারির মাধ্যমে নির্বাচিত বিনিয়োগকারীদের এই শেয়ার দেয় কোম্পানিটি।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৫২ টাকা ৯৫ পয়সা ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইস্টার্ণ ব্যাংকের বোর্ড সভা আগামীকাল

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ইস্টার্ণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ