লাফার্জ সুরমার বোর্ড সভা আহ্বান

lafarzস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ সুরমার বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৫ মার্চ বিকেল ৩টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ইস্টার্ণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

লাফার্জ সুরমা সিমেন্ট ২০১৪ সালের অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২০% লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.১২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৩.১২ টাকা।

আগামী ৩০ মার্চ বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরা, জোয়ার সাহারায় সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গ্লাক্সো স্মিথক্লাইনের ৪২০% লভ্যাংশ ঘোষণা

glascoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইনের শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬৮ টাকা ৬৩ পয়সা।

গ্লাক্সো স্মিথের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্যাংক এশিয়ার বোর্ড সভা আগামীকাল

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ইস্টার্ণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ব্যাংক এশিয়া বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা প্রক্রিয়া শুরু

Budgetনিজস্ব প্রতিবেদক :

আসছে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট হবে ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে বাজেট প্রণয়নের কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ইতিমধ্যে ব্যবসায়ীদের কাছে বাজেট প্রস্তাবনা চাওয়া হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের মূল লক্ষ্য হলো জনবান্ধব তথা ব্যবসা-বান্ধব বাজেট প্রস্তুত করা ও আধুনিক কর প্রশাসন গড়ে তোলা। রাজস্ব আহরণের সব খাতের কর্মকর্তাদের অংশীজনের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে কর আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। কর আদায়ে ভালো কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে।

নজিবুর রহমান আরো জানান, বিশ্বের বিভিন্ন দেশে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সূচক এগিয়ে। ফলে রাজনৈতিক অচলাবস্থা থাকলেও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কোনো সংশয় নেই। তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে অনেকেই মনে করছেন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হবে না। আমরা এ বিষয়টি মাথায় রেখেই কাজ করে যাচ্ছি। মাঠপর্যায়ে সব কর, মূসক ও শুল্ক কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা ও শ্লথগতির মধ্যেও আমাদের অর্থনীতির বিভিন্ন সূচক এগিয়ে থাকায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় করছি না।

মুক্তিযোদ্ধা ও আর্তমানবতায় বিশেষ ছাড়ের কথা জানিয়ে নজিবুর রহমান বলেন, যেসব প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায় কাজ করে তাদের আয়কর মওকুফ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গাড়ির রেজিস্ট্রেশন/ফিটনেস নবায়নকালে প্রদেয় উৎসে অগ্রিম করও মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর