বিডি সার্ভিস এ থেকে জেড ক্যাটগরিতে

bd servi-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত ৬ মাস ধরে উৎপাদন বন্ধ থাকার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসের ‘এ’ ক্যাটাগরি’ থেকে ‘জেড’ ক্যাটগরিতে নামানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই ক্যাটাগরি থেকে কোম্পানিটির লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ‘জেড’ ক্যাটাগরিতে পরিবর্তনের কারণে আগামীকাল থেকে কোম্পানির শেয়ার ক্রয়ে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা থাকবে না। এই শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, বিডি সার্ভিসের মালিকানাধীন রূপসী বাংলা হোটেলের পুনর্নির্মাণ কাজ চলছে। এ জন্য বিডি সার্ভিসের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (এশিয়া প্যাসেফিক) সঙ্গে ২০১২ সালে একটি চুক্তি স্বাক্ষর হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে হোটেলটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। মূলত নির্মাণ কাজের জন্য গত বছরের আগস্ট মাস থেকে হোটেলটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে।

পুনর্নির্মিত হওয়ার পর রূপসী বাংলা হোটেলটি ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে পরিচিত হবে। এর আগে ‘হোটেল শেরাটন’ নামে এ হোটেলটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

তথ্য ছাড়াই দর বেড়েছে শাহজিবাজারের

sahjiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে ১ মার্চ রবিবার কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত মাসের ২২ তারিখ থেকে শেয়ারটির দর বাড়া শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দরবৃদ্ধি অব্যহত ছিল। এসময় শেয়ারটির দর প্রায় ৪২ টাকা বেড়ে ১৪৬.১০ টাকা থেকে প্রায় ১৮৮.১০ টাকায় দাঁড়িয়েছে। এরমধ্যে ২২ ও ২৫ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। গত ২২ ফেব্রুয়ারি শেয়ারটির দর প্রায় ১৫ টাকা ও ২৫ ফেব্রুয়ারি প্রায় ১৬ টাকা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সোনালি আঁশের দর বাড়ার তথ্য নেই

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালি আঁশ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে ১ মার্চ রবিবার কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত মাসের ২৬ তারিখে অস্বাভাবিকহারে শেয়ারটির দর বেড়েছে। এদিন শেয়ারটির দর প্রায় ১০ টাকা বেড়ে ১০৪ (প্রায়) টাকা থেকে প্রায় ১১৪ টাকায় দাঁড়িয়েছে। এদিকে ১লা মার্চেও শেয়ারটির দর প্রায় ৪ টাকা বেড়ে ১১৪ (প্রায়) টাকা থেকে ১১৮.১০ টাকায় উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্যবসার নতুন দিগন্তে বঙ্গোজ

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গোজ লিমিটেড ব্যবসা বাড়াচ্ছে। এ নিয়ে এক্সিমপো ইন্টারন্যাশনাল নামের কোলকাতার একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বঙ্গোজ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, এক্সিমপো ইন্টারন্যাশনালের কাছে বিস্কুট-সামগ্রী রফতানী করবে বঙ্গোজ। আর একমাত্র আমদানীকারক ও সরবরাহকারী হিসেবে এক্সিমপো ইন্টারন্যাশনাল পশ্চিমবঙ্গে এসব পণ্য বাজারজাত করবে।

ব্যবসার এ নতুন দিক উম্মোচিত হওয়ায় অদূর ভবিষ্যতে বঙ্গোজ অধিক মুনাফা ও সমৃদ্ধি অর্জন করবে বলে আশা করছে কোম্পানিটি (বঙ্গোজ)।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভা মঙ্গলবার

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৩ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের বছর ২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

হাইডেলবার্গের ৩৮০% নগদ লভ্যাংশ ঘোষণা

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শেষ হওয়া ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি কনসুলেটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।

আগামী ১৫ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ওয়েস্টার্ন মেরিনের পরিচালকদের শেয়ার বিক্রি

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দুইজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালক শাখাওয়াত হোসেন তার কাছে থাকা ৫৯ লাখ ৮৯ হাজার ৩৯৭ শেয়ারের মধ্যে  ৫ লাখ ৪৪ হাজার ৪৯০ শেয়ার বিক্রি করবেন। আর সাইদুল ইসলাম তার কাছে  থাকা ৩৫ লাখ ৭৭ হাজার ৪১৮ শেয়ারের মধ্যে ৩ লাখ ২৫ হাজার ২১৯ শেয়ার বিক্রি করবেন।

এই দুজন পরিচালকই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এবং চলমান বাজার দরে শেয়ার বিক্রি করতে পারবেন।

আজ রবিবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সর্বশেষ লেনদেন হয় ৪৩.৮০ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. হাইডেলবার্গ সিমেন্ট
  2. লাফার্জ সুরমা
  3. শাহজিবাজার পাওয়ার
  4. এসআইবিএল
  5. সিঙ্গারবিডি
  6. সামিট অ্যালায়েন্স পোর্ট
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  8. এমজেএলবিডি
  9. এসিআই
  10. আইডিএলসি।

সূচকের পতনে বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

উভয় শেয়ারবাজার সূচকের পতন হয়েছে। তবে সপ্তাহের প্রথম দিবসে বেড়েছে লেনদেন।

আজ রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স ২৩.৫৬ কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এসময়ে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত ৩৫টির।

আগেরদিন ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, এসআইবিএল, সিঙ্গারবিডি, সামিট অ্যালায়েন্স পোর্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এমজেএলবিডি, এসিআই, ও আইডিএলসি।

অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ দিন লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রাইম ব্যাংকের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেষ হওয়া ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি কনসুলেটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ১৮ পয়সা।

আগামী ৩০ মার্চ ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর