রামপুরা, বাড্ডা, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় ‘আফতাব নগর বনশ্রী হাউজিং’ প্রজেক্টের ভেতরে জলাশয়-জলাভূমি দখল ও মাটি ভরাট করে পানিপ্রবাহ বন্ধ করায় ইস্টার্ন হাউজিংয়ের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
আগামী তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এ নির্দেশ বাস্তবায়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে হলফনামা সহকারে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর