শেয়ারবাজারে লবিষ্ট গ্রুপ চায় আইসিবি

icb-2নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতার জন্য স্পেশাল ফান্ড চান মার্চেন্ট ব্যাংকাররা। একই সঙ্গে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শেয়ারবাজারের ওপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বাজারে লবিষ্ট গ্রুপের সম্পৃক্ততা চায় আইসিবি।

রোববার দুপুরে রাজধানীর ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) নিজস্ব কার্যালয়ে আইসিবি ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, শেয়ারবাজার উন্নয়নের জন্য আলাদাভাবে একটা বন্ড গঠন করা যেতে পারে। এটা গঠন করা হলে মার্চেন্ট ব্যাংকগুলো এই বন্ড থেকে উপকৃত হবেন। একটা লবিষ্ট গ্রুপ থাকা দরকার। যারা দুরাবস্থার সময়ে শেয়ারবাজারের জন্য সুবিধা আনতে পারবে।

তিনি বলেন, দেশে সংকটময় কোনো পরিস্থিতিতে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন (বিজিএমইএ) যেমন লবিষ্ট গ্রুপের মাধ্যমে সুবিধা নিয়ে যায়, তেমনি শেয়ারবাজারের জন্য থাকা উচিত । আমরা যখন নতুন কোনো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাজারে আনি তখন ন্যূনতম প্রিমিয়াম যাতে থাকে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করি।

মার্চেন্ট ব্যাংকগুলোর মতো শিগগিরই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে শেয়ারবাজার নিয়ে বসা হবে। সেখানে আরও আলোচনা করা হবে। এসব প্রচেষ্টার মাধ্যমে যাতে বাজারে লিকিউডিটি বাড়ানো যায় সে ব্যপারে কাজ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে শেয়ারবাজার বিষয়ে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. এসিআই লিমিটেড
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. শাহজিবাজার পাওয়ার
  4. এসিআই ফরমুলেশনস
  5. ইফাদ অটোস
  6. বেক্সিমকো
  7. অগ্নি সিস্টেমস
  8. এমজেএল বাংলাদেশ
  9. গ্রামীণফোন
  10. শাশা ডেনিমস।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। রবিবার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের চেয়ে বেশি লেনদেন হয়েছে।

এদিন ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২১ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

ডিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ১৯ লাখ টাকা। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ১৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফরমুলেশনস, ইফাদ অটোস, বেক্সিমকো, অগ্নি সিস্টেমস, এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন এবং শাশা ডেনিমস।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৭৬.২১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩৭৬.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অলিম্পিক এক্সেসরিজের আইপিও জমা ১৯ এপ্রিল

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ১৯ এপ্রিল। এই আবেদন চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ রয়েছে ২ মে পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৩৯তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করা হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে নতুন ফ্যাক্টরি ভবন তৈরী, মেশিনারিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করা হবে।

শেষ হওয়া ৩০ জুন ২০১৪ অর্থবছরে কোম্পানিটিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৪ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আর এ কে সিরামিকসের এজিএম স্থগিত

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আর এ কে সিরামিকসের বার্ষিক সাধারণ সভা (এজিএম)স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৫ মার্চ কোম্পাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত: কোম্পানিটির সভা দুটি স্থগিত করা হয়েছে বলে। সভার তারিখ, সময় এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

আর এ কে সিরামিকস ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

৫ মাসে বাজারমূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

অনিশ্চিত গন্তব্যে শেয়ারবাজার। উধাও হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের পুঁজি। গত পাঁচ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা। এ সময়ে মূল্যসূচক কমেছে প্রায় এক হাজার পয়েন্ট। বহুজাতিক কোম্পানির বাজারমূলধন ধরে রেখেছে বিনিয়োগকারীদের আস্থা।

২৭ অক্টোবর ডিএসইর বাজারমূলধন ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার পর্যন্ত তা কমে ৩ লাখ ১০ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এ হিসাবে পাঁচ মাসের ব্যবধানে বাজারমূলধন ৩০ হাজার কোটি টাকা কমেছে। তবে আলোচ্য সময়ে ১৩ কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কোম্পানিগুলোর বাজারমূলধন ৬ হাজার ২০৮ কোটি টাকা। এই মূলধন বাদ দিলে ৫ মাসে ডিএসইর বাজারমূলধন ৩৬ হাজার কোটি টাকা কমেছে।

এ সময়ে মূল্যসূচক ৫ হাজার ১৫৭ পয়েন্ট থেকে কমে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে নেমে এসেছে। পাঁচ মাসে সূচক ৬৯০ পয়েন্ট কমেছে। তবে ১৩ কোম্পানি বাদ দিলে সূচক প্রায় এক হাজার পয়েন্ট কমেছে।

সূত্র জানায়, সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিসহ সরকারি আরও কয়েকটি প্রতিষ্ঠান লাইফ সাপোর্ট দিয়ে বাজার ধরে রেখেছে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় এ দুরাবস্থা মানুষের নজরে আসছে না। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক কারণে বাজারে আস্থাহীনতা চলছে। আর রাজনৈতিক সংকট না কাটলে বাজার ইতিবাচক হওয়ার সম্ভাবনা কম।

বাজারে ডিবেঞ্চার এবং ট্রেজারি বন্ড বাদে বাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩৩৮টি। কিন্তু অন্যান্য খাতের কোম্পানির শেয়ারমূল্যে বড় পতন হলেও তেমন কোনো প্রভাব পড়েনি বহুজাতিক কোম্পানির শেয়ারে। বর্তমানে এ খাতের ১৩ কোম্পানির পরিশোধিত মূলধন ২ হাজার ৯৬৫ কোটি টাকা। তবে বাজারমূলধন ৯৬ হাজার কোটি টাকা।

অর্থাৎ অভিহিত মূল্যের চেয়ে শেয়ারের দাম গড়ে ৩২ গুণ বেশি। আর এ বাজারমূলধন ডিএসই’র মোট মূলধনের প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে শুধু গ্রামীণফোনের বাজারমূলধন ৪৬ হাজার কোটি টাকা, যা মোট বাজারমূলধনের ১৪ শতাংশ। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১৮ হাজার কোটি টাকা এবং লাফার্জ সুরমা সিমেন্ট ১৩ হাজার কোটি টাকা। বহুজাতিক কোম্পানি বাদ দিলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম তলানিতে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

উত্তরা ব্যাংকের ২০% লভ্যাংশ ঘোষণা

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৫১ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।

আগামী ২৩ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইসলামি ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

islamiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৪৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮.৯৩ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমান হচ্ছে ৩১.৩৯ টাকা।

আগামী ১৩ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর