অনিয়মের দায়ে এলআর গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা

LR-Global-smbdনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ অনিয়মের দায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এলআর গ্লোবালকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আগামী ১ বছরের মধ্যে কোনো মিউচ্যুয়াল ফান্ড ইস্যু করতে পারবে না শেয়ারবাজারে। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা জারি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বিএসইসির ৫৩৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় এলআর গ্লোবালের সাথে এর ট্রাস্টি ও অডিটরকে জরিমানা করা হয়. বিএসইসির সূত্র মতে, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবালের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদনে সিকিউরিটিজ আইন ভঙ্গের বিষয়টি স্পষ্ট হয়েছে।

প্রতিষ্ঠানটি কমিশনের অনুমোদনহীণ কয়েকটি কোম্পানিতে মোট ৯৫ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। ৩০ জুন ২০১৪ তারিখে চারটি প্রাইভেট কোম্পানিতে মোট বিনিয়োগের স্থির পরিমাণ দাঁড়ায় ৪৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকায়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অবৈধভাবে ‘অফিস ও প্রশাসনিক ব্যয় বাবদ’ ৫ কোটি ৯৪ লাখ টাকা ও ‘আইন সংক্রান্ত খরচ’ বাবদ যে ৩১ লাখ ৬২ হাজার ৯১০ টাকা নিয়েছে তা আগামী ৩০ জুনের মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিধি বহির্ভূতভাবে প্রাইভেট কোম্পানিতে বিনিয়োগকৃত টাকা আগামী ৩০ জুনের মধ্যে ফান্ডগুলোতে ফিরিয়ে আনার নির্দেশ। আর এই টাকা ফিরিয়ে আনতে কোন ব্যয় হলে তা এলআর গ্লোবালের বা পরিচালকদের নিজস্ব হিসাব থেকে পূরণের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ৩০ জুন ২০১৪ তারিখে ৪৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা নিয়ম বহির্ভূত বিনিয়োগ। তুলনামূলক কম হারে ব্যাংক হিসাব খুলে লেনদেন ও এফডিআর হিসাবে সঞ্চিত রাখা হিসাব বন্ধের নির্দেশ। ট্রাস্টির সাথে আলোচনা সাপেক্ষে উচ্চ সুদ পাওয়া যায় এমন ব্যাংকে হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ অপরাধের জন্য আগামী এক বছর নতুন কোনো ফান্ড বা স্কিম গঠনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সম্পদ ব্যবস্থাপক হিসাবে এলআর গ্লোবালের ব্যবস্থাধীনে পরিচালিত ফান্ডগুলো নিয়মকানুন ভঙ্গ করায় ট্রাস্টি বিজিআইসিও সমভাবে দায়ী। যে কারণে কমিশন বিজিআইসিকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে। ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদনে অফিস ও প্রশাসনিক ব্যয় নিয়ে ক্লিন অডিট রিপোর্ট প্রদান করায় অডিটর হুদা ভাসি চৌধুরী এ্যান্ড কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। ফান্ডগুলোর সকল সম্পদ নিরাপদ হেফাজতে না রাখার কারণে কাস্টোডিয়ান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সতর্ক করেছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

বিএসআরএম স্টীলের বোর্ড সভা মঙ্গলবার

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের বিএসআরএম স্টীল মিলস লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

সিঙ্গারবিডির এজিএমের তারিখ পরিবর্তন

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার (বাংলাদেশ) লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে । চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল সকাল ১০টায় গুলশানে অবস্থিত স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ এপ্রিল কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ কারণে এজিএমের তারিখ পেছানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে নগদ ১৯৫ শতাংশ এবং বোনাস ২৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ন্যাশনাল হাউজিংয়ে বোর্ড সভা বৃহস্পতিবার

NHFL-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৩০ মার্চ সোমবার সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ২ এপ্রিল

standardস্টকমার্কেট ডেস্ক :শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর