ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২০% লভ্যাংশ

eastland-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। কোম্পানির মোট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৫৫ পয়সা।

আগামী ৩১ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২পয়সা।

আগামী ২৬ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. এসিআই
  2. গ্রামীণফোন
  3. মবিল যমুনা
  4. শাশা ডেনিমস
  5. খুলনা পাওয়ার
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. এসিআই ফরমুলেশন্স
  8. শাহজিবাজার পাওয়ার
  9. যমুনা অয়েল
  10. স্কয়ার ফার্মা।

ডিএসইতে লেনদেন প্রায় ৪০০ কোটি

index upনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। দিনশেষে লেনদেনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩৯৩ কোটি টাকায়। চলতি বছরে এটি তৃতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগে ১২ জানুয়ারিতে বছরের সর্বোচ্চ ৪১৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ১৩ জানুয়ারি দ্বিতীয় সর্বোচ্চ ৪০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে।

রবিবার লেনদেনের পাশাপাশি সূচকেও বড় ধরনের উত্থান হয়েছে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বুধবারের তুলনায় ৪৮.৭৭ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৫৫৮.০৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। বুধবার সূচক বেড়েছিল ১৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া বেশীরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

রবিবার লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই, গ্রামীণফোন, মবিল যমুনা, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশন্স,শাহজিবাজার পাওয়ার, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ১৩০.৩৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৪৬৮.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

যমুনা ব্যাংকের বোর্ড সভা ৩১ মার্চ

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের যমুনা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটি আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

রূপালী ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ ঘোষণা

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩.১৮ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.৩৯ টাকা।

আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

প্রিমিয়ার ব্যাংকের ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে । ঢাকার বনানী মডেল টাউনে ফ্লোর কিনবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংকটি রাজধানীর বনানী মডেল টাউনে প্লট ৯৮/এ, রোড-৭ এবং ব্লক এফে ২১ কাঠা , ১ শতক ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য খরচ বাদ দিয়ে এর মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি টাকা।

উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংক তার শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধার করতে ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

আজিজ পাইপসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Aziz-Pipies-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজ পাইপসের শেয়ারের দর গত ৩ কার্যদিবসে টানা বেড়েছে। গত ২২ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৫.২০ টাকা। ২৫ মার্চ কোম্পানিটির শেয়ারের দর গিয়ে দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫.৭০ টাকা বা ৩৭.৫ শতাংশ। অবশ্য এর আগে কোম্পানিটির শেয়ারের দরের টানা পতন হয়েছিল। কিন্তু টানা পতনের কারণ জানতে চাওয়া না হলেও দর বাড়ার কারণ জানতে চেয়েছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

ইস্টার্ন কেবলসের নতুন মেশিনারিজ ক্রয়

eastern cableস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস নতুন মেশিনারিজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য কোম্পানিটি স্থানীয় এজেন্ট সাথে ইতোমধ্যে একটি চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ার ড্রয়িং মেশিন এবং কোপার ওয়ার ড্রয়িং মেশিন কিনবে। এই মেশিনারিজ চীনা কোম্পানি জুন রং মেশিনারি ইকুয়েপমেন্ট লিমিটেডের তৈরি।

এসব মেশিনারিজ কিনতে ইস্টার্ন ক্যাবলসের ৪ লাখ ৩৪ হাজার ৮২০ ডলার খরচ হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। এ সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬ দশমিক ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৯২ শতাংশ বা ৪১ দশমিক ২৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ বা ২৭ দশমিক ‌১৯ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩ কোটি ৪১ লাখ ৭ হাজার ৪৪৭ টাকার শেয়ার। এ সপ্তাহে চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ৫১ লাখ ৩ হাজার ৮৬২ টাকার।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৭৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির। আর দর কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এএআর