আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

icb-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আট মিউচুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হিসাব অনুযায়ী ১০ টাকা ফেসভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ২৩১.৭৭ টাকা আর বাজার মূল্য অনুসারে ১৭১৩.৭২ টাকা, দ্বিতীয় আইসিবির এনএভি ক্রয় মূল্য অনুসারে ১০৫.৫৬ টাকা এবং বাজার মূল্য অনুসারে ৩০০.১১ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৭৩.২৬ টাকা আর বাজার মূল্য অনুসারে ৩৬০.৩৮ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৮১.২৫ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৮৪.০৩ টাকা, পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৬২.৬৭ টাকা আর বাজার মূল্য অনুসারে ২৪৪.২৯ টাকা, ষষ্ঠটির ক্রয় মূল্য অনুসারে ২৭.৯০ টাকা আর বাজার মূল্য অনুসারে ৫৮.৭৫ টাকা, সপ্তমটির ক্রয় মূল্য অনুসারে ৩৯.৮৯ টাকা আর বাজার মূল্য অনুসারে ১০৬.৪২ টাকা এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩৪.৬৬ টাকা আর বাজার মূল্য অনুসারে ৭০.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ব্যাটবিসির এজিএম ১২ এপ্রিল

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

২০১৪ হিসাব বছরে এরই মধ্যে ১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সব মিলিয়ে গেল হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিতে যাচ্ছে এ কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ফারইস্ট ইন্স্যুরেন্সকে ৮০০ কোটি টাকার বন্ড কেনার নির্দেশ

farest lifeনিজস্ব প্রতিবেদক :

বীমা আইন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের বিনিয়োগযোগ্য তহবিলের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। আইনে বাধ্যবাধকতা থাকলেও সরকারের বন্ডে কোনো বিনিয়োগ নেই তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। সম্প্রতি বিষয়টি নজরে পড়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)। শুনানিতে ডেকে কোম্পানিটিকে ৮০০ কোটি টাকার সরকারি বন্ড কেনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, সরকারি বন্ডে এ কোম্পানির কোনো বিনিয়োগ নেই। তাই বীমা আইন অনুযায়ী তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের শীর্ষ এই ইসলামী জীবন বীমা কোম্পানির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে শেয়ার ও বন্ডে বিনিয়োগ রয়েছে ২০২ কোটি টাকা। আইডিআরএ সূত্রে জানা গেছে, এ বিনিয়োগের প্রায় পুরোটাই শেয়ারবাজারে।

তহবিলের অর্থ জমি-স্থাপনার মতো খাতগুলোয় বিনিয়োগ করলেও সরকারি বন্ডে বিনিয়োগে অনীহা এ কোম্পানির। এছাড়া গ্রাহকদের ঝুঁকিতে ফেলে জীবন বীমা তহবিল বন্ধক রেখে সম্পত্তি কেনার জন্য ঋণ নেয়ারও রেকর্ড আছে কোম্পানিটির। আইডিআরএ কর্মকর্তারা বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

জানা গেছে, ২০১২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে মোট ১৫১ কোটি টাকা ঋণ নেয়। নিয়মের বাইরে গিয়ে কোম্পানিটির এ বিশাল অঙ্কের ঋণের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। বিষয়টিকে রহস্যজনক মনে করছেন বীমা নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর