আইসিবি প্রথম মিউচুয়াল ফান্ডের লেনদেন চালু থাকবে

icbনিজস্ব প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত প্রথম মিউচুয়াল ফান্ডের লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সর্বশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ফান্ডটির অবসায়ন/রূপান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন/পর্যালোচনাধীন রয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের দুই স্টক এক্সচেঞ্জে ফান্ডটির লেনদেন চালু অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর কমিশন আইসিবি পরিচালিত প্রথম মিউচুয়াল ফান্ডের মেয়াদ চলতি বছরের অর্থাৎ ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্দিষ্ট করে দেয়। এ সময়ের মধ্যে ফান্ডটিকে অবসায়ন বা বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের নির্দেশ দেয়া হয়েছিল।

কিন্তু সে কার্যক্রম শুরু করেনি আইসিবি। ১৯৮০ সালে আইসিবি মিউচুয়াল ফান্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ ফান্ডটির পরিশোধিত মূলধনের পরিমাণ হচ্ছে ৮০ লাখ টাকা। ২০০৯ সালে বিএসইসি এক নির্দেশে মেয়াদী ফান্ডগুলোর মেয়াদ ১০ বছর নির্দিষ্ট করে দেয় এবং আইসিবি পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর পার করার পর ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে গুটিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু আইসিবির আবেদনের পরে আবারও ফান্ডগুলোর মেয়াদ বাড়ানো হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সাথে কমেছে সব ধরনের সূচক। এসপ্তাহে ডিএসইতে লেনদেন আগের ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১২৬ পয়েন্ট বা ২ দশমিক ৮২ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ।

এর আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১১৩ কোটি ৫২ লাখ টাকার। এসপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮১ কোটি ৫৪ লাখ টাকার। আর এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৫ কোটি ৬ লাখ  টাকার শেয়ার।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭০ দশমিক ২৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ১৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ দশমিক ২০ শতাংশ। আর ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ২৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। আর ২টি কোম্পানির লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

পপুলার লাইফের ৪০% লভ্যাংশ

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বীমাটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

আগামী ১১ জুন বীমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর