1. ইউনাইটেড পাওয়ার
  2. বাংলাদেশ সাবমেরিন
  3. আরকে সিরামিকস
  4. কেপিসিএল
  5. সাইফ পাওয়ার
  6. এসিআই ফর্মূ.
  7. এমজেএলবিডি
  8. ওয়েষ্টার্ণ মেরিন
  9. বিডি থাই
  10. বারাকা পাওয়ার।

বাংলাদেশ সাবমেরিন দর বৃদ্ধির শীর্ষে

bsclস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষর উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হতকাল বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১৩৮.১ টাকা। আজ দিনশেষে শেয়ারের দর দাঁড়িয়েছে ১৫১.৯ টাকায়। দিনভর ১৪৩ থেকে ১৫১.৯ টাকায় শেয়ারের দর উঠানামা করে।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো— আরএকে সিরামিকসের ৯.৯৮%, পাওয়ারগ্রিডের ৯.৩৭%, সাইফ পাওয়ারটেকের ৮.১৯%, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৭.৮৫%, খুলনা পাওয়ার কোম্পানির ৬.৯৩%, সেন্ট্রাল ফার্মার ৬.৭১%, এমআই সিমেন্টের ৫.৭৪%, ওরিয়ন ইনফিউশনের ৫.৭১%, লিরায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৭০% দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এবারো লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

sonargoan-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের লোকসান করেই যাচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের কোম্পানিটির রোকসানের পরিমান আরো বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি, সোনারগাঁও টেক্সটাইলের লােকসান হয়েছে ১ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এলোকসান আরো বেড়েছে।

এর আগের বছর একই প্রান্তিকে লোকসানে পরিমাণ ছিল ৫৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ২৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আইপিওতে অলিম্পিক এক্সেসরিজের আবেদন ৫০ গুন

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৫০ গুণ আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, কোম্পানির আইপিওতে ২০ কোটি টাকার বিপরীতে মোট ১,১১৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ৩২ টাকার আবেদন জমা হয়েছে। এহিসাবে আবেদন জমা পড়েছে ৫০.৬৭ গুন।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে আবেদন পড়েছে ৬০১ কোটি টাকা, ক্ষতিগ্রস্তদের ৬৭ কোটি, প্রবাসীদের ৪৩ কোটি আর মিউচুয়াল ফান্ডের ৩০০ কোটি টাকার।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম কমিশন সভায়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে নতুন ফ্যাক্টরি ভবন তৈরী, মেশিনারিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করা হবে।

শেষ হওয়া ৩০ জুন ২০১৪ অর্থবছরে কোম্পানিটিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৪ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম এ্যাডভাইজারি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে ৭০০ ও সিএসইতে লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিন রবিবার সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাঁড়িয়েছে। আর সিএসইতে এদিন ১০২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ১.১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। তবে এদিন ডিএসইতে ৭১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন এখানে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন, আরকে সিরামিকস, কেপিসিএল, সাইফ পাওয়ার, এসিআই ফর্মূ., এমজেএলবিডি, ওয়েষ্টার্ণ মেরিন, বিডি থাই ও বারাকা পাওয়ার।

এদিন বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ১০২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত দিন সেখানে ৫৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

আরএন স্পিনিংয়ের ইপিএস ১১ পয়সা

rn spinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আরএন স্পিনিংয়ের লিমিটেডের প্রথম প্রান্তিকের ইপিএস বা আয় হয়েছে ১১ পয়সা। যা আগের বছরের একই প্রান্তিেকর চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি, আরএন স্পিনিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১১ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৭৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

জিকিউ বলপেনের ১ম প্রান্তিকে আয় কমেছে

gq pen-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন লিমিটেডের প্রথম প্রান্তিকের মুনাফা ও ইপিএস বা আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি, জিকিউ বলপেন কর পরবর্তী মুনাফা হয়েছে ৩২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৮৯ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১ টাকা ০১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বিএসআরএম স্টিলের আয় কমেছে

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের মুনাফা ও ইপিএস বা আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি বিএসআরএম স্টিলের কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় ও মুনাফা কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১ টাকা ১৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউনিক হোটেলের মুনাফা ও আয় বেড়েছে

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের প্রতিষ্ঠান  ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের মুনাফা ও ইপিএস বা আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি ইউনিক হোটিলের কর পরবর্তী মুনাফা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় ও মুনাফা বেড়েছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ২০ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৭১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এমজেএলবিডির ১ম প্রান্তিকে আয় কমেছে

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের (এমজেএলবিডি) আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি মবিল যমুনার কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৮২ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ২৮ কোটি ১৯ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.১৮ টাকা।

সে হিসাবে আগের বছরের এপ্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে সাড়ে ৩০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর