ন্যাশনাল ব্যাংক ফ্লোর স্পেস বিক্রি করবে

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড বন্দরনগরী চট্টগ্রামে ভবনের ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চট্ট্রগামের আগ্রাবাদ বানিজ্যিক এলাকায় এনবিএল টাওয়ারে ২য় তলায় অবস্থিত ৮,৪৪৫ স্কয়ার ফুটের ফ্লোরটির দাম নির্ধারিত হয়েছে ১২ হাজার টাকা প্রতি স্কয়ার ফুট।

এই ফ্লোরটি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

প্যারামাউন্টের এজিএমের তারিখ পরিবর্তন

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ২৫ জুনে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ২৫ জুন এজিএম অনুষ্ঠিত হবে না। আগামী ৫ জুলাই এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৪ সালের সমাপ্ত অর্থবছরের ১৬তম এজিএমটি রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

খুলনা পাওয়ারের বোর্ড সভা ১৯ মে

kpplস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৯মে মঙ্গলবার বিকাল ৫ টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

খুলনা পাওয়ার আগের বছর ২০১৩ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর