সাফকো স্পিনিংয়ে মুনাফা ও আয় কমেছে

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং লিমিটেডের প্রথম প্রান্তিকের মুনাফা ও ইপিএস বা আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি সাফকো স্পিনিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় ও মুনাফা কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী এই মুনাফার পরিমাণ ছিল ৬৬ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৩০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ৪ পয়সা

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের মুনাফা ও ইপিএস বা আয় কমেছে। এসময় ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি মার্কেন্টাইল ব্যাংকের কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় ও মুনাফা দুটোই কমেছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী এই মুনাফার পরিমাণ ছিল ২১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা ও আয় বেড়েছে

standardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মুনাফা ও ইপিএস বা আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি স্ট্যান্ডার্ড ব্যাংকের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭ পয়সা। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় ও মুনাফা বেড়েছে।

এর আগের বছর একই প্রান্তিকে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৩ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শাহজালাল ব্যাংকের এজিএম তারিখ পরিবর্তন

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। আগামী ৭ জুনে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১০ জুন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ৭ জুন এজিএম অনুষ্ঠিত হবে না। আগামী ১০ জুন এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৪ সালের সমাপ্ত অর্থবছরের এই ১৪তম এজিএমটি রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বিডি ওয়েল্ডিংয়ের ৫% লভ্যাংশ ঘোষণা

bd-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.১৮ টাকা।

আগামী ২৫ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

মার্জিন ঋণধারী হিসাবের তালিকা পাঠানোর নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

রাইট ইস্যুর ক্ষেত্রে মার্জিন ঋণ নেই এমন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টধারীদের অনাকাক্সিক্ষত হয়রানি ঠেকাতে ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণধারী বিও এ্যাকাউন্টের তালিকা সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানি ও এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সব সিকিউরিটিজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেয়। এর আগে গত ১২ মে বিএসইসির ৫৪৩তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্দেশনা সংক্রান্ত এ চিঠিতে বলা হয়, মার্জিন গ্রাহক স্টক ব্রোকারের অনুমতি ছাড়া রাইট শেয়ার রিনানসিয়েট করতে পারবে না। তাই কোন মার্জিন গ্রাহক কোন কোম্পানির রাইট শেয়ার নিতে না চাইলে সেক্ষেত্রে স্টক ব্রোকারের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে স্টক ব্রোকার সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানি এবং এ্যাসেট ম্যানেজারকে তাদের মার্জিন গ্রাহকের তালিকা প্রদান করবে।

সিদ্ধান্তে বলা হয়, ইস্যুয়ার কোম্পানি ও মিউচুয়াল ফান্ড লভ্যাংশ অথবা ভগ্নাংশ বোনাসের বিক্রয়লব্ধ অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন শ্রেণীভুক্ত গ্রাহকদের বিও হিসাবসমূহের লভ্যাংশের অর্থ একত্রে উক্ত বিও হিসাবসমূহের তালিকাসহ একটি চেক বা ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট ডিপিকে প্রেরণ করবে। উক্ত ডিপি পরবর্তীতে তালিকা অনুযায়ী তা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে বণ্টন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ