আইপিডিসির নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির (আইপিডিসি) নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে।

কোম্পানিটি গত ৩১ মে লভ্যাংশের টাকা পাঠিয়েছে। এছাড়া যাদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে এখনো পৌঁছায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

কোম্পানিটি গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

ব্রোকারেজ হাউসে লেনদেনের চার্জ কমলো

houseস্টকমার্কেট ডেস্ক :

ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের ওপর চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কর্তৃপক্ষ। মঙ্গলবার সিডিবিএলের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো লেনদেনের ওপর ০.০১৭৫ শতাংশ হারে কমিশন দেয় সিডিবিএলকে। কমিশনের এ হার ০.০১৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির গনমাধ্যমকে বলেন, লেনদেনের ওপর চার্জ কমানো ব্রোকারেজ হাউসগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। তাদের দাবির পরিপেক্ষিতে এ চার্জ কমানো হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসায় বিবেচনায় নেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন এ হার কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

দর বৃদ্ধির শীর্ষে সামিট পাওয়ার

summitস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সামিট পাওয়ার। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৬.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সামিট পাওয়ারের দর ছিল ৪২.৮ টাকা। আজ দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ৪৫.৬ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো -শাশা ডেনিমসের ৪.৫১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৩.৯২ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ, লিব্রা ইনফিউশন্সের ৩.৩৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.১০ শতাংশ, থার্ড আইসিবির ৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ২.৯২ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিএসইতে কমেছে অধিকাংশ শেয়ারের দর

cseনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে। এদিন সূচক ও লেনদেনও কমেছে।

মঙ্গলবার দিনশেষে সিএসইতে লেনদেনে হওয়া ২৩৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৫৯ টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির দর।

এ বাজারে সূচক ৮৬ পয়েন্ট কমে দিনশেষে সিএসইএক্স সূচক গিয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ পয়েন্টে।

এদিন সিএসইতে ৬০ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়। সেখানে গতকাল সোমবার ৭৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছিল।

টাকার পরিমানে সিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. সামিট পাওয়ার
  2. বেক্সিমকো
  3. ট্রাস্ট ব্যাংক
  4. ইউনাইটেড এয়ার
  5. শাশা ডেনিমস
  6. এপোলাে ইস্পাত
  7. ফ্যামিলি টেক্স
  8. খুলনা পাওয়ার কোম্পানি
  9. বারাকা পাওয়ার
  10. ফার কেমিক্যাল লিমিটেড।

ডিএসইতে কমেছে লেনদেন ও সূচক

indexনিজস্ব প্রতিবেদক :

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ালেও আজ কমেছে। এদিন কমেছে সাধারণ সূচকও।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৭২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় কম। গতকাল সোমবার ডিএসইতে ১ হাজার ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৩ কোটি ৯১ লাখ টাকা বেশি ছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট কম ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৭ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-
সামিট পাওয়ার, বেক্সিমকো, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড এয়ার, শাশা ডেনিমস, এপোলাে ইস্পাত, ফ্যামিলি টেক্স, খুলনা পাওয়ার কোম্পানি, বারাকা পাওয়ার ও ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডিএসইতে দুই ঘণ্টায় ৪০০ কোটি টাকার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

দেশের শেয়ারবাজারের লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

এদিকে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ১২.৪৯ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচকের অবস্থান ছিল ৪৬৩৬.১২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে জ্বালানী খাতের সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

বারাকা পতেঙ্গা আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ করবে

baraka-patenga-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। সোমবার বারাকা পতেঙ্গার এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন করেছে বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বারাকা পতেঙ্গা লিমিটেডের পরিচালনা পর্ষদ ইতোপূর্বে কোম্পানির পরিশোধিত মূলধন ৯৪ কোটি ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুসারে আইপিও মাধ্যমে কোম্পানিটি বাজারে নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি আইপিওতে ২ কোটি ৫৫ লাখ শেয়ার ইস্যু করবে। এ কোম্পানির ৫১ ভাগ মালিকানা বারাকা পাওয়ার লিমিটেডের।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ডেল্টা লাইফের স্বাভাবিক লেনদেন ৪ জুন

deltaস্টকমার্কেট ডেস্ক :

বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রেকর্ড ডেটের পর স্বাভাবিক লেনদেন আগামী ৪ জুন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে শেয়ারটির লেনদেন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার ৩১ মে রোববার ও ১ জুন সোমবার স্পট মার্কেটে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

শবে-বরাত উপলক্ষে বুধবার শেয়ারবাজার বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

আগামীকাল বুধবার মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ‘ঈদ-ই মিলাদুন্নবী’ উপলক্ষে দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ‘শবে-বরাত’ উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এজন্য ৩  জুন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ৩ জুন ‘শবে-বরাত’ উদযাপনের কথা জানান।

পবিতে আজকের এই রাতে মানুষের জন্ম-মৃত্যুসহ দুনিয়াধারীর ভাগ্য নির্ধারণ হয় বলে মসুলমানরা বিশ্বাস করেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে