১.৬৬ শতাংশ বেড়েছে পিই রেশিও

peস্টকমার্কেট ডেস্ক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেন হওয়া চার কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে ১০৬ টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সে হিসেবে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ১.৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.৭৩ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৫.৪৭-এ। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৬৬ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিওতে দেখা যায়, ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮.৮৫ পয়েন্টে, আর্থিক খাতের ২৮.৬৯, প্রকৌশল খাতের ২৯.৯৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৭.৬৫, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১৪.৩৮, পাট খাতের ১১৪.৮৭, বস্ত্র খাতের ১০.৪৮, ওষুধ ও রসায়ন খাতের ২২.৯৪, সেবা ও আবাসন খাতের ৩৭.৭৩, সিমেন্ট খাতের ১৬.৪৮, তথ্যপ্রযুক্তি খাতের ২১.৬৫, চামড়া খাতের ১০৯.৯০, সিরামিক খাতের ২৭.৫৯, বীমা খাতের ১৫.১৬, বিবিধ খাতের ২৫.৬৪, পেপার ও প্রকাশনা খাতের ১৩.২৮, টেলিযোগাযোগ খাতের ২১.৬৭, ভ্রমণ ও অবকাশ খাতের ১৬.১৪।

সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬.৪৮ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ১২২.৭০, ‘জেড’ ক্যাটাগরির ৭৪.৬৯ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ২৩.০৮ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

২০১৬ থেকে জুলাই-জুন অর্থবছর

budget smbস্টকমার্কেট ডেস্ক:
দেশের কোম্পানিগুলোর জন্য আগামী ২০১৬ সাস থেকে জুলাই থেকে জুন এই সময়টা অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে। ব্যাংক ও বীমা কোম্পানি এর আওতামুক্ত রাখা থাকবে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় সংসদে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, কিছু কোম্পানি বছরের যেকোনো সময়কে ধরে অর্থবছর হিসাব করে থাকে। করদাতা কোম্পানিগুলোর ক্ষেত্রে ২০১৬ সালের ১ জুলাই থেকে ‘জুলাই-জুন’ অর্থবছর হিসাবে বিবেচনা করা হবে। করদাতাদের এই নতুন আয় বছরের হিসাব বিবরণী প্রস্তুতির জন্য ১ বছর সময় দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেল তসরিফা

tasrifস্টকমার্কেট ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদ বৈঠকে কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করছে। গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮ তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন পায়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

বাজেট ও শেয়ারবাজার : বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

Budget 2015-16নিজস্ব প্রতিবেদক :

২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য বেশ কয়েকটি ইতিবাচক প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজার বিশেষজ্ঞরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

‘এবারের বাজেট শেয়ারবাজারবান্ধব হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অনেক চাওয়া পূরণ হয়েছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ সিদ্দিকী সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তিনি বলেন তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার ৪২ দশমিক ৫ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার ঘোষণায় বাজারে গতি ফিরে আসবে বলেন আশা প্রকাশ করেন  বলে মনে করেন ফারুক আহমেদ।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক এ প্রধান আরো বলেন, ‘বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বাজার কিছুটা খারাপ। করপোরেট করহার কমে এলে ব্যাংকের কর-পরবর্তী মুনাফার ওপর এর প্রভাব পড়বে। এতে লভ্যাংশও বাড়তে পারে। তবে বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক এখন আর্থিকভাবে দুর্বল অবস্থানে আছে। ব্যাংকের মতো মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার আড়াই শতাংশ কমানো হলে ভালো হতো। সব মিলিয়ে আগামী অর্থবছরের বাজেট শেয়ারবাজার সম্প্রসারণে সহায়ক হবে।’

অন্যদিকে সিডিবিএল ও প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন বলেন প্রস্তাবিত বাজেটে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে শেয়ারবাজার গতিশীল হবে, এতে কোনো সন্দেহ নেই। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের করহার কমিয়ে আনা হয়েছে। তবে বীমা খাতের জন্য বিআইএর পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা পাঠানো হয়েছিল, প্রস্তাবিত বাজেটে যার প্রতিফলন নেই। যদিও শেয়ারবাজারের উন্নয়নে ব্যাংকের পাশাপাশি বীমা কোম্পানিগুলোও বিরাট ভূমিকা রেখে চলেছে। তাই শেয়ারবাজারসহ সামগ্রিক অর্থনীতির স্বার্থে এ খাতের জন্য সরকারের তরফ থেকে কিছু প্রণোদনা জরুরি।

ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী বলেন ‘শুধু শেয়ারবাজার নয়, সার্বিকভাবেই ব্যবসাবান্ধব হয়েছে এবারের বাজেট। বেশি সংখ্যক কোম্পানি যাতে বাজারে আসতে পারে, সেদিকে নজর দিয়েছে সরকার। বেশির ভাগ ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য দেশে শিল্পায়ন শেয়ারবাজারনির্ভর হলেও আমাদের দেশে তা ব্যাংকনির্ভর। তবে এ অবস্থা পরিবর্তনের জন্য সরকারের আন্তরিকতার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে। বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বাজেটে বিশেষ কোনো প্রণোদনা না থাকাকে অস্বাভাবিক মনে করছেন না তিনি।

এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘সাধারণত বহুজাতিক কোম্পানিগুলো ভালো লভ্যাংশ দেয়। তাই এখন যে ভালো লভ্যাংশ দেবে, সে-ই প্রণোদনা পাবে। তাই সবকিছু বিবেচনায় বহুজাতিক কোম্পানিগুলোও প্রণোদনার বাইরে নেই।’

‘মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট করহার না কমলেও ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে শেয়ারবাজারের জন্য ‘বিশেষ কিছু’ বলাই যায়। বাজারের উন্নয়নে বেশকিছু প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান অধ্যাপক ড. মোহাম্মদ মুসা ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি আরো বলেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় উন্নীত করা, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তালিকাভুক্ত সব কোম্পানির করহার কমিয়ে আনা, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মূলধনি মুনাফার ওপর আরোপিত উেস কর কর্তনের দায়িত্ব থেকে ব্রোকারেজ হাউজগুলোকে অব্যাহতি দেয়া। সরকারের এসব সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এছাড়া আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়লে ওই কোম্পানির সংশ্লিষ্ট বছরের করপোরেট করের ওপর ১০ শতাংশ কর রেয়াতের যে প্রস্তাব করা হয়েছে, তা বাজারে নতুন কোম্পানি আকৃষ্ট করবে। এতে বাজারের গভীরতা বাড়বে।

অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আবু আহমেদ জানান, বাজেটে শেয়ারবাজারকে অগ্রাধিকার দিয়ে অর্থমন্ত্রী বেশকিছু ইতিবাচক প্রস্তাব করেছেন, যা শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনবে। এছাড়া করপোরেট কর কমায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিট মুনাফার পাশাপাশি তাদের লভ্যাংশও বাড়তে পারে।

তিনি বলেন ‘তবে বর্তমানে বাজারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ার। এজন্য বহুজাতিক কোম্পানিগুলোকে প্রণোদনা দিতে হবে, যা এবারের বাজেটে একদম অনুপস্থিত।’

আবু আহমেদ বলেন, এবারের বাজেট প্রস্তাবে সব সিগারেট প্রস্তুতকারী কোম্পানির করহার সমান করা হয়েছে। এটি উচিত হয়নি। তালিকাভুক্তিতে বাড়তি কোনো সুবিধা না থাকলে শেয়ারবাজারে আসতে আগ্রহ হারিয়ে ফেলবে অতালিকাভুক্ত তামাক কোম্পানিগুলো।এছাড়া মোবাইল কোম্পানিগুলোর জন্যও বাজেটে বিশেষ কোনো প্রণোদনা নেই।

এছাড়া আইপিওর মাধ্যমে ন্যূনতম ২০ শতাংশ শেয়ার ছাড়লে কোম্পানির সংশ্লিষ্ট বছরের প্রযোজ্য আয়করের ওপর যে ১০ শতাংশ কর রেয়াত সুবিধা দেয়া হয়েছে, তা কয়েক বছরের জন্য দেয়া উচিত বলে মনে করেন আবু আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

সাপ্তাহিক দর পতনের তালিকায় ইফাত অটোস

ifadনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় ১০ নম্বর স্থানে অবস্থান করছে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি ইফাত অটোস লিমিডেট। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭.৫২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে কোম্পানি প্রতিদিন গড়ে ৮৯ কোটি ৬৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানির ৩৫ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেখা যায়, গত ফেব্রুয়ারিতে লেনদেন শুরুর পর এক মাসে কোম্পানিটির শেয়ারদর ৭০ থেকে ৫০ টাকার ঘরে নেমে আসে। সেখান থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায় এর দরে। মে মাসের তৃতীয় সপ্তাহে এর দর ১২০ টাকার ঘরে উঠে যায়। গত সপ্তাহের দর সংশোধনে তা ১০৬ টাকার ঘরে নেমে আসে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমে যাওয়ার প্রভাব দেখা যাচ্ছে এর শেয়ারদরে। এছাড়া শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির জেরে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিয়ন্ত্রক সংস্থার জরিমানাও নতুন শেয়ারের ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক করেছে। এছাড়া স্বাভাবিক দর সংশোধনের বিষয়টিও এক্ষেত্রে কাজ করছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি হিসাব বছরের তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে এ কোম্পানির নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা, এক বছর আগে যা ছিল ১৮ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। এদিকে প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) মুনাফাও আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমে ১৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকায় নেমে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে