শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, বছরের প্রথম ৫ মাস তথা গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ের ব্যবসায়িক পারফরমেন্সের ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানিটির হিসাববছর শুরু হয় ১ জানুয়ারি, শেষ হয় ৩১ ডিসেম্বর।
২০১৪ সালেও কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। পরবর্তীতে আরও ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। সে বছর কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা। এ বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৫০ পয়সা।