তসরিফার ২৭ শতাংশ শেয়ার লেনদেন

tasrifনিজস্ব প্রতিবেদক :

লেনদেন শুরুর প্রথম দিনে তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত শেয়ারের ২৭.০৪ শতাংশ লেনদেন হয়েছে। কোম্পানিটির ইস্যু করা ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ারের মধ্যে ৬৬ লাখ ৪৩ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৭ টাকা বা ৩৭.৩১ শতাংশ। ২৬ টাকা মূল্যের শেয়ারের দর বেড়ে দিনশেষে ৩৫.৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এ দিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৫০ টাকা এবং সর্বনিম্ন ৩৫.২ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইতে প্রথম দিনে লেনদেন ও দর বৃদ্ধিতে শীর্ষস্থান দখল করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় শেয়ার ইস্যু করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

সুহৃদের এজিএমকে হাইকোর্টের অবৈধ ঘোষণা

suridনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের সর্বশেষ বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গত ২২ ডিসেম্বর ওই এজিএম অনুষ্ঠিত হয়েছিল। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের করা একটি রিট মামলায় আদালত এ রায় দিয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার হাইকোর্টের এনএক্স-২৬ কোম্পানি বেঞ্চে বিচারক সৈয়দ রিফাত আহমেদ এ রায় দিয়েছেন।

সূত্র থেকে আরো জানা যায়, কোম্পানিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

কয়েকমাস আগে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডার নামধারী ভাড়াটে লোক দিয়ে কোম্পানির উদ্যোক্তাদের সরিয়ে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে একটি গ্রুপ। এমন অবস্থায় কোম্পানি কর্তৃপক্ষ এজিএম মূলতবী ঘোষণা করে। কিন্তু তারপরও গ্রুপটি তারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক (এমডি) ও চেয়ারম্যান আনিসুর রহমানকে সরিয়ে মো. তুহিন রেজাকে চেয়ারমান এবং প্রকৌশলী মাহমুদুল হাছানকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের শরনাপন্ন হন কোম্পানির অন্য উদ্যোক্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার দিন শেষে বেড়েছে সবগুলো মূল্যসূচক। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১০১৯ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৮৪৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ৪৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার হয়েছিল ৩৪ কোটি ৯১ লাখ টাকার লেনদেন। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৫৮ টির এবং ২৬ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের শীর্ষে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. তসরিফা ইন্ডাস্ট্রি
  2. গ্রামীনফোন লিমিটেড
  3. ইউনাইটেড এয়ার
  4. খুলনা পাওয়ার
  5. ফ্যামেলিটেক্স
  6. বেক্সিমকো লিমিটেড
  7. সামিট পাওয়ার
  8. এমজেএলবিডি
  9. ফার কেমিক্যাল
  10. স্কয়ার ফার্মা।

ডিএসইতে শেষ ৫ মিনিটে লেনদেন ৩৬ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতূর্থ দিন বুধবারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন অল্প শেয়ারের দর কমেছে আর বেড়েছে সব ধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনের শেষ হওয়ার ৫ মিনিট আগে বা ২টা ২৫ মিনিটে মোট লেনদেন হয় ৪১০ কোটি ৬৯ লাখ টাকা। যা দিনশেষে দাঁড়িয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকা। এহিসাবে শেষের ৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ২০০ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে – তসরিফা ইন্ডাস্ট্রি, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফ্যামেলিটেক্স, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, এমজেএলবিডি, ফার কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পরিচালকের ১১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক মোহাম্মদ আনোয়ার ১১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আনোয়ার ব্যাংকের এক উদ্যোক্তা ১১ লাখ শেয়ার বাজারদরে বিক্রয় করেছেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বর্তমান বাজার দরে বিক্রয় করবেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জনতা ইন্স্যুরেন্সের পরিচালকদের শেয়ার হস্তান্তর

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্সে লিমিটেডের পরিচালক হাসিনা বেগম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৪ ডিসেম্বর তারিখের বাংলাদেশ হাইকোর্টের রায় অনুযায়ী এই উদ্যোক্তা পরিচালক তার হাতে থাকা ১১ লাখ ৬২ হাজার ১৫৮ টি শেয়ার কোম্পানির আরেক পরিচালক ইফতেকহার আল জামিলকে হস্তান্তর করবেন।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতিতে শেয়ার হস্তান্তর করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রেনেটার পরিচালকের শেয়ার ক্রয়ের ঘােষণা

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির রেনেটা লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সইয়দ এস. কাউসার কবির নামে কোম্পানির এক উদ্যোক্তা ২ হাজার ১০০ শেয়ার বর্তমান বাজার দরে ক্রয় করবেন।

আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার  ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

তালিকাভুক্ত তিন বিমা কোম্পানিকে জরিমানা

idr-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি নন-লাইফ বা সাধারণ বিমা কোম্পানি এবং এসব কোম্পানির কর্মকর্তাদের আইন লঙ্ঘনের দায়ে ১ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কোম্পানিগুলো হচ্ছে সিটি জেনারেল ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স ও ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি। আইডিআরএ গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কোম্পানি ও কর্মকর্তা মিলিয়ে সিটি জেনারেলের জরিমানার পরিমাণ ২৪ লাখ টাকা, ফিনিক্স ইনস্যুরেন্সের ৫৪ লাখ টাকা এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে ১৪ জুন অনুষ্ঠিত এক শুনানি শেষে এ জরিমানা করা হয়। এর আগে কোম্পানিগুলোর বিভিন্ন শাখা পরিদর্শন করে আইডিআরএ। পরিদর্শনের সময় মানি রসিদ, ব্যাংকে জমার দলিল, ব্যাংক বিবরণী, কাভারনোট ও পলিসি পরীক্ষা করে বাকি ব্যবসা ও ট্যারিফ রেট লঙ্ঘনের প্রমাণ পায় সংস্থাটি।

তিন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ইস্টল্যান্ডের অরুণ কুমার সাহা, সিটি জেনারেলের নজিরুল ইসলাম, ফিনিক্সের জামিরুল ইসলামসহ কয়েকটি শাখার ব্যবস্থাপকদের জরিমানা করা হয়।

ফিনিক্স ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, আইনের দৃষ্টিতে আইডিআরএর পদক্ষেপ ঠিকই আছে। তবে বাস্তবতা ভিন্ন। বাকি ব্যবসা অনেক বন্ধ হয়েছে। আমরা চেষ্টা করছি পুরোপুরিই বন্ধ করতে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

৪ দিনে পরিচালকের ১০ লাখ শেয়ার ক্রয়

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক পূর্ববর্তী ঘোষণা মোতাবেক ১০ লাখ শেয়ার ৪ কার্যদিবসে ক্রয় সম্পন্ন করেছেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো. আনাউল হক ব্যাংকের এক উদ্যোক্তা এবার ১০ লাখ শেয়ার বাজারদরে ক্রয় করেছেন।

গত ১১ জুন মো. আনাউল হক ১০ লাখ শেয়ার ক্রয় করার ঘােষনা দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর