1. খুলনা পাওয়ার কোম্পানি
  2. আরকে সিরামিকস
  3. ফার কেমিক্যাল
  4. ইউনাইটেড এয়ার
  5. সামিট এলায়েন্স
  6. সাইফ পাওয়ার
  7. তসরিফা ইন্ডা.
  8. এএফসি এগ্রাে
  9. ফ্যামেলিটেক্স
  10. বেক্সিমকো লিমিটেড।

সিএসইতে লেনদেন ২৪ কোটি টাকা

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২৪ কোটি টাকা। এ দিন কমেছে সবগুলো মূল্যসূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১০১৫ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন কমেছে সিএসই৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১১ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার হয়েছিল ৩১ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন। এ হিসাবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ১০১ টির এবং ৩১ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের শীর্ষে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল সাইফ পাওয়ারটেক ও ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে লেনদেন ৩০৮ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রবিবার দিন শেষে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা। এ দিন কমেছে প্রধান মূল্যসূচক তবে বেড়েছে ডিএসই এস সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে আজ এক ঘন্টা কম সময় লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসে ছিল ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৩১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৩ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৩৫ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে –
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আরকে সিরামিকস, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, সামিট এলায়েন্স পোর্ট, সাইফ পাওয়ার, তসরিফা ইন্ডা., এএফসি এগ্রাে, ফ্যামেলিটেক্স, বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

চট্টগ্রাম বন্দরে আবারো সমালোচনায় সাইফ পাওয়ার

saifনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) দুটি বার্থ পরিচালনার দরপত্র মূল্যায়নে শেষ পর্যন্ত যোগ্য বিবেচিত হলো সাইফ পাওয়ারটেক লিমিটেড। মোট তিনটি দরপত্র জমা পড়লেও আরোপিত শর্ত পূরণের যোগ্যতা ছিল একমাত্র ঐ প্রতিষ্ঠানটিরই। ফলে দরপত্রগুলোর টেকনিক্যাল ও আর্থিক প্রস্তাব যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠানটিকে যোগ্য বিবেচনা করেছে টেন্ডার মূল্যায়ন কমিটি।

যৌথভাবে দাখিল করা টেন্ডারে যোগ্যতায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মেসার্স এমএইচ চৌধুরী ও মেসার্স এ এ্যান্ড জে ট্রেডার্স। বন্দর কর্তৃপক্ষ শীঘ্রই মূল্যায়ন কমিটির প্রতিবেদন ও সুপারিশ নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করছে বলে জানা গেছে। এদিকে, টেন্ডারের শর্তে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের উত্তীর্ণ হওয়ার সুযোগ নিশ্চিত করায় এনসিটিতে অপারেটর নিয়োগের পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট অন্য বার্থ অপারেটরদের অভিযোগ পছন্দের প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দেয়ার জন্য বিশেষ কৌশলের আশ্রয় নেয়া হয়েছে। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে পাশ কাটাতে এনসিটির চারটি বার্থে অপারেটর নিয়োগের প্রক্রিয়াটি একসঙ্গে সম্পন্ন না করে আলাদা আলাদাভাবে দরপত্র গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন থাকায় অত্যন্ত দ্রুততার সঙ্গে এনসিটির দুটি বার্থে অপারেটর নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ টেন্ডারের শর্তের কারণে দরপত্রে অংশগ্রহণের সুযোগ বঞ্চিত প্রতিষ্ঠানগুলোর।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এনসিটির ৪ ও ৫ নম্বর বার্থের জন্য যৌথ টেন্ডারে সাইফ পাওয়ার টেক, এমএইচ চৌধুরী এবং এ এ্যান্ড জে ট্রেডার্স দর প্রদান করেছে ৪৯ কোটি ৬৪ লাখ টাকা। টেকনিক্যাল অফার যাচাই বাছাইয়েও উত্তীর্ণ হয়েছে এই যৌথ দরপত্রটি।

অপারেটর নিয়োগের জন্য যোগ্যতার শর্তে টার্মিনাল অপারেশনের অভিজ্ঞতা চাওয়ায় অন্য বার্থ অপারেটরগুলোর যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ নেই। তবে যৌথ টেন্ডারে অপর দুই প্রতিষ্ঠান মেসার্স এমএইচ চৌধুরী ও মেসার্স এ এ্যান্ড জে ট্রেডার্স বিবেচিত হওয়ায় প্রশ্ন উঠেছে।

সাইফ পাওয়ার টেক লিমিটেড টার্মিনাল অপারেটর হলেও আওয়ামী লীগের এ দুই নেতার প্রতিষ্ঠানের টার্মিনাল অপারেশনের অভিজ্ঞতা নেই। ফলে বার্থ অপারেটর হয়েও এই দুই প্রতিষ্ঠান কিভাবে বিবেচিত হয় তা নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা। একাধিক বার্থ অপারেটর ক্ষোভের সঙ্গে জানান, পুরো প্রক্রিয়াটিই অস্বচ্ছ। যৌথভাবে এই টেন্ডারে অংশগ্রহণের সুযোগ নেই বলেও অভিমত তাদের।

বন্দর ও বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, আলোচিত সাইফ পাওয়ারটেককে এনসিটি অপারেশনের দায়িত্ব প্রদানের জন্য টেন্ডার প্রক্রিয়াটি ছিল স্রেফ আইওয়াশ। বাকি ছিল শুধুমাত্র লোক দেখানো একটি প্রক্রিয়ার। এনসিটির চারটি বার্থের জন্য দু’দফায় আলাদাভাবে দরপত্র গ্রহণের কৌশলটিও মূলত সে কারণে। কারণ একসঙ্গে চারটি বার্থের জন্য দরপত্র গ্রহণ করা হলে তা যেত একেবারে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত। পৃথকভাবে দরপত্র জমা নিয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে পাশ কাটানোর চেষ্টাই করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওরিয়ন ফার্মার ঋণমান এ-‌১

orion-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ শিল্প খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-১’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রাব)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মে পর্যন্ত ব্যাংকের হালনাগাদ উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

২০১৫ সালের জানুয়ারি হতে মার্চ প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মোট মুনাফা ছিল ৩৩ কোটি ২ লাখ টাকা আর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১.৪১ পয়সা। যা আগের বছর একই সময়ে এ মুনাফা ছিল ৩৮ কোটি ৮৮ লাখ ও ইপিএস ১.৬৩ পয়সা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লিগাসী ফুটের দর বৃদ্ধির কারণ নেই

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগাসী ফুটওয়ার লিমিটেডের শেয়ার সাম্প্রতিক দর  বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের দর বৃদ্ধির কারণ নেই নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবসে টানা লিগাসী ফুটওয়ারের শেয়ার দর বেড়েছে প্রায় ৫ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ১৮ টাকা এবং গত ১৮ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২২.৭০ টাকা। আজ রবিবার এ শেয়ার সর্বোচ্চ ২৪.৮০ টাকায় লেনদেন হয়েছে।

গত ৪ কার্যদিবসের মধ্যে ৪ দিনই শেয়ারটির টানা দর বেড়েছে। আর শেয়ারটির দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে কোম্পানিটি জানায়, কোনো রকম তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মুন্নু সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

munnuস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবসে মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে প্রায় ৩ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ২২.৬০ টাকা এবং গত ১৮ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৬০ টাকা। আজ রবিবার এ শেয়ার সর্বোচ্চ ২৭.৫০ টাকায় লেনদেন হয়েছে।

গত ৪ কার্যদিবসের মধ্যে ৩ দিন শেয়ারটির দর বেড়েছে। আর শেয়ারটির দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর