প্রাইম লাইফের ১৫% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২৭ জুন শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ৩১ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই ।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

‘শেয়ারবাজার স্থিতিশীলতা রাখতে সরকারের পদক্ষেপ অব্যাহত’

muhit-smbdস্টকমার্কেট ডেস্ক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অব্যাহত রাখতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। সরকারের নানামুখী উদ্যোগে বর্তমানে দেশের বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে।

আজ শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সংসদকে এই কথা বলেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের শেয়ারবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ১০ বছরের ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের পর তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জসগুলোতে ট্রেড পরবর্তী ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ফাংশনের জন্য একটি পৃথক ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠা করা হলে বন্ড মার্কেট প্রসার হবে এবং বাজারের ঝুঁকি হ্রাস পাবে। শেয়ারবাজারে ডেরিভেটিভ ‘প্রডাক্টস’ চালু করার জন্য ধারণাপত্র প্রস্তুত করা হচ্ছে। ‘এক্সচেঞ্জ ট্রেড ফান্ড’ চালুর মাধ্যমে ‘অন্তর্বর্তীকালীন’ রিপোর্ট প্রণয়ন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, এডিবির অর্থায়নে ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-থ্রি’র পিপিটিএ বাস্তবায়ন প্রক্রিয়া চলমান। স্টক এক্সচেঞ্জে ‘সিপারেট স্মল ক্যাপ ট্রেডিং বোর্ড’ গঠন এবং রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার শেয়ারবাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে শেয়ারবাজারের জন্য ‘ভলনেরেবিলিটি অ্যাসেসমেন্ট’ করণ, ‘রিস্ক-বেসড ক্যাপিটাল রিক্যুইরমেন্ট’ ব্যবস্থা চালু করা এবং বাজার মধ্যস্থতাকারীদের ‘রিস্ক-বেসড সুপারভিসিন অ্যাপ্রোচের’ আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘ন্যাশনাল পলিসি অন ফাইন্যান্সিয়াল লিটারেসি’ প্রণয়ন এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্স প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ফলে শেয়ারবাজার খাতে সুশাসন প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অব্যাহত, অধিক হারে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টসহ আন্তর্জাতিক মান (আইওএসসিও) মান বজায় রাখার মাধ্যমে দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

সূত্র: বাসস

চার কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ

price-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি সাম্প্রতিক অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ জানতে চাইলে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে।

গত ২৪ জুন বুধবার আনলিমা ইয়ার্ন লিমিটেড জানায় কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

গত ২৩ জুন মঙ্গলবার আরএন স্পিনিং লিমিটেড এবং ২২ জুন সোমবার সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ঢাকা ডায়িং লিমিটেড ডিএসইর নিকট মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সপ্তাহে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।  ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।

উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

গোল্ডেনসনের এজিএম ও ইজিএম আজ

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজরে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৭ টাকা ৯ পয়সা।

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে কারখানা ও অন্যান্য সম্পদ বন্ধক রেখে ঋণ নেয়ার সুযোগ চায় কোম্পানিটি। পরিচালনা পর্ষদের নেয়া এ সিদ্ধান্তের ব্যাপারে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতেই আজ ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি।

এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ কমে ৩০ পয়সায় নেমে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পিপলস্ ইন্স্যুরেন্সের লভ্যাংশ পত্র বিতরণ আজ

people-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস্ ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশ পত্র বিতরণ আজ ২৮ জুন রবিবার শুরু  হতে যাচ্ছে। এটা চলবে আগামী ৬ জুলাই সোমবার পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৪ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। বিনিয়োগকারীরা নির্ধারিত দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত রাজধানীর দিলকুসায়(সি/এ) অবস্থিত পিপলস্ ইন্স্যুরেন্স ভবনের ১৫ তলায় কোম্পানীর প্রধান অফিস থেকে এই লভ্যাংশ পত্র সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে। তবে এ ক্ষেত্রে সকল ঝুকি ও দায়-দায়িত্ব বিনিয়োগকারিদের থাকবে বলে সিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এক দিনের লেনদেনে শীর্ষ তালিকায় অলিম্পিক

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। যদিও সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র এক দিন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এন ক্যাটাগরিতে লেনদেন করে। প্রথম দিনেই কোম্পানিটির ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় ৮ম অবস্থানে উঠে আসে অলিম্পিক এক্সেসরিজ।

গত বৃহষ্পতিবার ডিএসইতে অলিম্পিক এক্সেসরিজের ৮৭ লাখ ২১ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়। যার মূল্য ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। শেয়ারটির দর ৩৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৯ টাকা ১০ পয়সা দরে।

প্রথম দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে রয়েছে সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির মোট ৭৭ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা মোট লেনদেনের ৪.২১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বেক্স-ফার্মা ও স্কয়ার ফার্মা। কোম্পানি দুটির যথাক্রমে ৫৮ ও ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীন ফোন, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস ও এএফসি এগ্রো।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই কমেছে

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিওর অবস্থান ছিল ১৫ দশমিক ৪১ পয়েন্টে; যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৫৫ পয়েন্ট। এ হিসাবে দেখা যায়,গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ।

সপ্তাহ শেষে খাত ভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, পাট খাতের ১৫৪ দশমিক ৭ পয়েন্ট, সিরামিক খাতের ৪৫ দশমিক ৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ৩০ দশমিক ৩ পয়েন্ট, প্রকৌশল খাতের ২২ দশমিক ৯ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩ দশমিক ৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৩ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩৬ দশমিক ৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ৩ পয়েন্ট, কাগজ খাতের ৮ দশমিক ৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১২ দশমিক ১ পয়েন্ট, চামড়া খাতের ২৩ পয়েন্ট,ভ্রমণ ও অবকাশ খাতের ২৫ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে এবং বিবিধ খাতের ৩২ দশমিক ৪ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সন্ধানী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ দুপুরে

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ২৮ জুন রবিবার দুপুরে বেলা ২ টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সন্ধানী ইন্সুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ২৭ জুন শনিবার বেলা ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে