বৈদেশিক ঋণ নিতে যাচ্ছে সামিট অ্যালায়েন্স

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পনি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড বৈদেশিক ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় যে, কোম্পানিটি ৩ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার বৈদেশিক ঋণ সহায়তা গ্রহণ করবে। বাংলাদেশী মুদ্রা হিসাবে এর পরিমাণ হচ্ছে ২৩৭ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ঋণ সংক্রান্ত চুক্তির শর্ত ও প্রয়োজনীয় বিষয়াদির অনুমোদন দেওয়া হয়েছে।

রিভার টার্মিনাল প্রজেক্ট বাস্তবায়নে সামিট অ্যালায়েন্স এ ঋণ গ্রহণ করবে। নেদারল্যান্ডের ঋণদান সংস্থা এফএমও এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল) থেকে এ ঋণ সহায়তা নিবে সামিট অ্যালায়েন্স। এ জন্য প্রতি বছর লাইবরের সঙ্গে আরও অতিরিক্ত ৪.২৫ শতাংশ সুদ দিতে হবে।

তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ঋণচুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং ইতোমধ্যে এটি কার্যকর হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রথম দিনেই বেড়েছে লেনদেন ও সূচক

dseনিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। গত সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই সূচকের পতনের পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচক বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ রবিবার দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৯.৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৯ পয়েন্টে।

ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩৪০ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের কার্যদিবস বৃহস্পতিবার ছিল ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৫৬ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, এএফসি এগ্রো, গ্রামীনফোন, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ফনিক্স ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়

phonixস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা মোবারক আলী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক ২ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে তিনি এ সব শেযার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বে-লিজিংয়ের লভ্যাংশ পত্র বিতরণ বুধবার

bey-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের লভ্যাংশ পত্র বিতরণ আগামী ১ জুলাই বুধবার হতে ৫ জুলাই রবিবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৪ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। নির্ধারিত দিনে বিনিয়োগকারীরা সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত রাজধানীর মতিঝিলে দিলকুসা বানিজ্যিক এলাকায় অবস্থিত ইউনুস টাওয়ার হতে এই লভ্যাংশ পত্র সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে। তবে এ ক্ষেত্রে সকল ঝুকি ও দায়-দায়িত্ব বিনিয়োগকারিদের থাকবে বলে সিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিরাকলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ কার্যদিবসে আরএন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে প্রায় ৩.২০ টাকা । গত ১৪ জুন এ শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা এবং গত বৃহস্পতিবার ২৫ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৫.৭০ টাকা।

গত ৯ কার্যদিবসে শেয়ারটির দর ৮ দিনই বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে মিরাকল জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর