১ দিনের ব্যবধানে পরিচালকের শেয়ার ক্রয়

phonixস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্দোক্তা মোবারক আলী আবারো শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক এবার ১ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে তিনি এ সব শেযার ক্রয় করবেন।

এর আগে গত ২৮ তারিখে তিনি আরো ২ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি অটোকারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি অটোকার লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ কার্যদিবসে বিডি অটোকার লিমিটেডের শেয়ার দর বেড়েছে প্রায় ৫.৭০ টাকা । গত ১৭ জুন এ শেয়ারের দর ছিল ১৭.৭০ টাকা এবং গত ২৯ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৩.৪০ টাকা।

গত ৮ কার্যদিবসে শেয়ারটির দর ৭ দিনই বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে বিডি অটোকার লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিডি সার্ভিসের ১৫% লভ্যাংশ ঘোষণা

bd serv-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সার্ভিস লিমিটেডের গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ হিসাব বছরের জন্য এ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

উক্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা আর নেট এসেস্ট ভ্যালু ১৮.৬৬ টাকা হয়েছে।

আগামী ২ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে