ব্যাংকে মাত্র ৪ দিনের টাকা

downloadস্টকমার্কেট ডেস্ক :

গ্রিস ধুঁকছে অনেক দিন ধরে। বিপুল ঋণের দেনা নিয়ে ইউরো অঞ্চলের দেশটির অর্থনীতি নাজুক অবস্থায় এখন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে সভ্যতার ইতিহাসের অন্যতম সূতিকাগার দেশটি এখন দেউলিয়াপ্রায়। ছয় বছরের বেশি সময় ধরে চলা সংকটে এবার জনগণ ভুগছে।

সর্বশেষ অর্থনীতি পুনরুদ্ধারে বেইলআউট প্যাকেজের কঠিন শর্ত প্রত্যাখ্যান করে ‘না’ ভোট দেওয়ার পর আরও আতঙ্কের মধ্যে রয়েছেন নাগরিকরা। এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পর আগামী সোমবার পর্যন্ত ব্যাংক বন্ধ রাখা হয়েছে। নগদ টাকার হাহাকার হতে পারে বলে এখন দৈনিক ৬০ ইউরোর বেশি কেউ এটিএম বুথ থেকে তুলতে পারছেন না। দেশের বাইরে অর্থ পাঠানোও বন্ধ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে জনগণ আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। কেননা সমস্যা জর্জরিত গ্রিসের সমগ্র ব্যাংক ব্যবস্থায় মাত্র চার দিনের নগদ অর্থ রয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রধান লৌকা কাটসেলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এমন খবর প্রকাশ করেছে।

গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ব্যাংকিং ব্যবস্থায় আর মাত্র ৫০ কোটি ইউরো রয়েছে। চারদিকে অর্থ নেই, অর্থ নেই রব ওঠার পর থেকে সবাই নগদ অর্থ যেমন তুলে রাখছেন, তেমনি সব ধরনের নিত্যপণ্য মজুদ করছেন।

তারা ভবিষ্যতের সঞ্চয় আর তুলতে পারবেন না এমন আশঙ্কা থেকে রান্না সামগ্রী, ডিশওয়াশার, ওভেন ও রেফ্রিজারেটরের মতো ভারী গৃহস্থালি পণ্যসামগ্রী কিনছেন দেদার। দেশজুড়ে এমন চিত্র উঠে এসেছে গণমাধ্যমে।

সূত্র : রয়টার্স ও বিজনেস ইনসাইডার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

কেন্দ্রীয় ব্যাংকের আপত্তিতেও এমডির মেয়াদ বৃদ্ধি

bbনিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংককে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তবে ঋণ বিতরণে অনিয়ম-দুর্নীতি করায় এমডি সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করেই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার এক চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকের এমডির এ মেয়াদ বাড়ায়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, সৈয়দ আবদুল হামিদকে এমডি হিসেবে এক বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে কোনো কথা বলতে চাননি তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি ছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে এমডি নিয়োগের বিধান নেই। ব্যাংক কোম্পানি আইনের ১৫ (৪) ধারায় বলা হয়েছে, ‘বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যেকোনো ব্যাংক-কোম্পানিকে তার পরিচালক, এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্তি বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।’

অর্থ মন্ত্রণালয় এত দিন তা মেনেও আসছিল। কিন্তু অগ্রণী ব্যাংকের এমডির বেলায়ই ব্যতিক্রম উদাহরণ তৈরি করা হলো। সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ব্যাংক খাতের সার্বিক বিষয়ে আলোচনার জন্য আগামী রবিবার বাংলাদেশ ব্যাংক একটি বৈঠক ডেকেছিল। গতকালকের এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ওই বৈঠকটি বাতিল করেছে।

শেষবারের মতো সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বলেছে, ‘১১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য অগ্রণী ব্যাংকের এমডি পদে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেওয়া হলো। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণের প্রয়োজন নেই।’

সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের তিন এমডির এক বছর করে মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে গত মাসে ব্যাংকগুলোর পর্ষদে চিঠি পাঠায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র পেলে তিন ব্যাংকের পর্ষদ এমডি পদে তাঁদের আবারও নিয়োগ দিতে পারে।

বাংলাদেশ ব্যাংক একাধিকবার অগ্রণী ব্যাংকের এমডির অনিয়ম-দুর্নীতির চিত্র জানালেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। উল্টো তাঁকে চতুর্থবারের মতো এমডি হিসেবে নিয়োগের পক্ষে সুপারিশ করে

স্টকমার্কেটবিডি.কম/এম

মিরাকল ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদে ঋণমান ‘বিবিবি+’

miracleস্টকমার্কেট ডেস্ক :
দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’; যার অর্থ ঋণঝুঁকি সক্ষমতায় মাঝারি অবস্থানে রয়েছে কোম্পানিটি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, টানা সাতদিন পতনের পর গতকাল বেড়েছে এ শেয়ারের দর। ডিএসইতে গতকাল এর দর বাড়ে ২ দশমিক ৭৪ শতাংশ বা ৪০ পয়সা। দিনভর দর ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকায়। লেনদেন শেষে দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা; যা আগের কার্যদিবসে ছিল ১৪ টাকা ৬০ পয়সা। এদিন ২৬৬ বারে এ কোম্পানির মোট ১ লাখ ৭৮ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়।

২০১৪ সালের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ কোম্পানি। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয় ২৪ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৬৫ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৫৮ লাখ ৩০ হাজার টাকা। এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বেড়েছে সাপ্তাহিক লেনদেন ও সূচক

dse1নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে বেড়েছে বেশি শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টি কোম্পানির। আর দর কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ১ দশমিক ৫০ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১২ দশমিক ৩৯ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬০ শতাংশ বা ২৭ দশমিক ৩৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২২ দশমিক ৩৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ বা ১২ দশমিক ৬৯ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড