নবম বছরে পা দিল ইউনাইটেড এয়ার

united airনিজস্ব প্রতিবেদক :

নবম বছরে পা দিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ও শেয়ারবাজারে তালিকাবুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ। গতকাল শুক্রবার ছিল এ সংস্থার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

ইউনাইটেড এয়ারওয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাত্রী, শুভাকাঙ্ক্ষী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, সব ধরনের সংবাদমাধ্যমের আন্তরিক সহযোগিতার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের ১০ জুলাই ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউনাইটেড যাত্রা শুরু করে। বাংলাদেশের শেয়ারবাজারে বিমান খাতে একমাত্র বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। গত আট বছরে ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৫০ হাজার ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে এবং এরই মধ্যে প্রায় ২৪ লাখ যাত্রী এবং পাঁচ হাজার ৫০০ টন কার্গো পরিবহন করেছে বিভিন্ন গন্তব্যে। এ ছাড়া ইউনাইটেড এয়ারওয়েজ এরই মধ্যে এক হাজার ব্যক্তির চাকরির সুযোগ সৃষ্টি করেছে।

ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর, কলকাতা, মাসকট, দোহা, জেদ্দা, দুবাই, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিদেশী ঋণকে সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল। এখন থেকে বিদেশ থেকে ঋণ নিতে ব্যাংক গ্যারান্টি ছাড়া অন্যান্য গ্যারান্টির (কর্পোরেট গ্যারান্টি, ব্যক্তিগত গ্যারান্টি ও তৃতীয়পক্ষীয় গ্যারান্টি) জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়ার দরকার হবে না।

বাংলাদেশ ব্যাংক গত বুধবার এক সার্কুলার জারি করে দেশে কার্যরত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশী ঋণ দাতার অনুকূলে ঋণ গ্রহীতা কর্তৃক প্রদেয় গ্যারান্টি যেমন কর্পোরেট গ্যারান্টি, ব্যক্তিগত গ্যারান্টি, তৃতীয় পক্ষীয় গ্যারান্টি ইত্যাদির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। এর আগে বিদেশী ঋণদাতার পক্ষে জামানত তত্ত্বাবধান সেবা দেয়ার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য অনুমোদনের আবশ্যকতা প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংক ঋণের সুদ হার কমিয়ে আনার জন্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েক বছর ধরে বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিদেশ থেকে ঋণ নেয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এসব ঋণ আবেদন প্রক্রিয়া হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এই ঋণ অনুমোদন করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন।

গত পাঁচ বছরে এই কমিটি দেশের বিভিন্ন কোম্পানিকে বিদেশ থেকে প্রায় ১০ বিলিয়ন ডলারের ঋণ আনার অনুমোদন দেয়। এসব ঋণের সুদ হার সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দুই বীমার এজিএম আজ

insurence-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের দুই কোম্পানি এশিয়া ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৪ হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এর এজিএম অনুষ্ঠিত হবে।

গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দেবে। আজ বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফারস হোটেলে এর এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরে এ কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৫ পয়সা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭ পয়সা।

২০১৩ সালেও কোম্পানিটি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.৮২%

PEস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ০.৮২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.৯৯ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.৮৬-এ। অর্থাৎ সপ্তাহে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৩ পয়েন্ট বা ০.৮২ শতাংশ।

বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮.৬৫ পয়েন্টে, আর্থিক খাতের ২৯.০৯, প্রকৌশল খাতের ৩০.৪৬, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮.৮৯, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৪৩, পাট খাতের ১১৬.৪৫।

এছাড়া বস্ত্র খাতের ১০.৯১, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৬২, সেবা ও আবাসন খাতের ৩৪.৫৮, সিমেন্ট খাতের ৩৪.৪০, তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৭৩, চামড়া খাতের ১২৩.২৯, সিরামিক খাতের ২৭.৯২, বীমা খাতের ১৪.৭০, বিবিধ খাতের ২৭.৭৮, পেপার ও প্রকাশনা খাতের ১৯.৬৬, টেলিযোগাযোগ খাতের ২২.২৫, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৯৫।

এদিকে ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৭.১২ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৬৯.৬০, ‘জেড’ ক্যাটাগরির -২৫.৩৭ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ২৩.৪৭ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড