নরওয়েতে টেলিনর সদর দপ্তরে কর্মরত এক ব্যক্তিকে প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) নিয়োগ দিয়েছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, টেলিনর এর সদরদপ্তর এইচআর গভর্নেন্স শাখার ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত মো. শরিফুল ইসলামকে প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী অগাস্টে তিনি কাজী মোহাম্মদ শাহেদের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশের নাগরিক শরিফুল ৯ বছর ধরে গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে এমবিএ এবং উইচিটা স্টেট ইউনিভার্সিটি ক্যানসাস থেকে অর্থনীতিতে বিবিএ ডিগ্রি নেন শরিফুল।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর