নাভানা সিএনজির ১৫% লভ্যাংশ ঘোষণা

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৬ সেপ্টেম্বর নাভানা সিএনজির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

সান লাইফের ৬% লভ্যাংশ ঘোষণা

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৮ আগষ্ট সান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

লংকাবাংলা সিকিউরিটিজ ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগী কোম্পানি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে বন্ড ইস্যু করবে সিকিউরিটিজ হাউসটি। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদনসাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

প্রসঙ্গত, লংকাবাংলা ফাইন্যান্সের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ। সিকিউরিটিজ হাউসটির ৯০.৯১ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ

বীমা উদ্দোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা নিজ হাতের কোম্পানির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলহাজ্ব আহমেদ শাফি নামে এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে তার ৯০ হাজার শেযার বিক্রয় করবেন।

পিরচালকের কাছে বীমাটির মোট ১২ লাখ ৩০ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এ ৯০ হাজার শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেডএ

সিএইতেও বেড়েছে সূচক ও লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে সিএএসএসপিআই সূচক আগের দিনের তুলনায় ১০১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৮,৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

দিন শেষে সিএসইতে ৫৪ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়। হতকাল সোমবার সেখানে ৪৬ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

  1. স্কয়ার ফার্মা
  2. লাফার্জ সুরমা
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বেক্সিমকো ফার্মা
  5. খুলনা পাওয়ার
  6. গ্রামীন ফোন
  7. বেক্স-ফার্মা
  8. আরএকে সিরামিকস
  9. অলিম্পিক এক্সেসরিজ
  10. আইডিএলসি ।

আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার

index hনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে আজ মঙ্গলবার আবার ইতিবাচক ধারায় শুরু হয়েছে দুই শেয়ারবাজারের লেনদেন। দিনের শুরু থেকে উভয় শেয়ারবাজারেই বেশির ভাগ শেয়ারের দাম বাড়তির দিকে ছিল।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১.৮৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৭৯৭.১৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুইদিন সূচকের নিম্মুনখী প্রবণতায় শেষ হয়েছে দিনের লেনদেন।

বেলা সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ২১ দশমিক ছয় পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৯৬। মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকারও বেশি।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২০ কোটি ১২ লাখ টাকা। গতকাল সোমবার ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে তুলনায় আজ লেনদেন কমেছে।

দিনভর লেনদেনে অংশ নেয়া ৩১৮ টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৮৬ টির দর বেড়েছে, কমছে ১০৩ ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা , লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার, গ্রামীন ফোন, বেক্স-ফার্মা, আরএকে সিরামিকস, অলিম্পিক এক্সেসরিজ ও আইডিএলসি ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইস্টার্ন ব্যাংকের ইপিএস ২.০৩ টাকা

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। যা আগের বছরের তুলনায় কম। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ১.৫৫ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকের অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০.৯৭ শতাংশ।

গত ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

প্রাইম ইন্স্যুরেন্সের হেড অফিস পরিবর্তন

primস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হেড অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ই্গউনিক হাইটস নামে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১লা আগষ্ট থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল মতিঝিলের দিলকুশায় ৬৩ নম্বর ভবনে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

আইডিএলসির অর্ধবর্ষের ইপিএস বেড়েছে

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ। আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় চলতি বছরের অর্ধবর্ষে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি আয় (কনসলিডেটেড) করেছে ৩.২৫ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.২২ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৬৬.৩৯ শতাংশ।

অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী আইডিএলসির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৭ টাকা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৪০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি