প্যারামাউন্ট টেক্সটাইলের নতুন মেশিন

paramountস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় নতুন মেশিন সংযোজন করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য তাই্ওয়ার থেকে স্বয়ংক্রিয় লুম মেশিন কিনবে তারা। মেশিনটির দাম পড়বে ৫৯ হাজার ডলার। আর ১২ হাজার ৫০০ ডলার দিয়ে চীনা মেশিন একটি গোলফ কার এণ্ড ইলেক্ট্রিক বেড ক্রয় করবে।

এক্ষেত্রে কোম্পানিটিকে আর্থিক সহযোগিতা করবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

প্রথম ঘণ্টায় লেনদেন দেড়’শ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (২৯ জুলাই) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমেছে। আর লেনদেন হয়েছে দেড়’শ কোটি টাকার কিছু বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।

আগের দিন বুধবার (২৯ জুলাই) সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে উভয় বাজারে লেনদেন শেষ হয়। লেনদেনে শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে ১৯ পয়েন্ট। সিএসইতে সিএসইএক্স সূচক কমে ৪১ পয়েন্ট। আর ডিএসইতে আগের দিনের (মঙ্গলবার) তুলনায় লেনদেন কম হয় প্রায় ৯০ কোটি টাকা। সিএসইতে লেনদেন কম হয় ৩ কোটি টাকার ওপরে।

বৃহস্পতিবার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৩ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়।

অবশ্য এর ৫ মিনিটের ব্যবধানেই ঋণাত্মক হয়ে পড়ে সূচক। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৩ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ১৩ পয়েন্ট। বেলা ১১টায় কমে ১৩ পয়েন্ট।

এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ২০ মিনিটে বাড়ে ১ পয়েন্ট।

এরপর বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৪ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১২৯টি ও অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- শাশা ডেনিম, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলেম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো লি., গ্রামীণফোন, ইফাদ অটোস, আইডিএলসি, কাশেম ড্রাইসেল ও বেক্সিমকো ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা ১১টা ৪৫ মিনিটে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টি, কমেছে ৭৫টি ও অপরিবর্তীত রয়েছে ৩২টি।

স্টকমার্কেটবিডি.কম

ইউনাইটেড পাওয়ারের ইপিএস ২.৪৮ টাকা

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

গত ৬ মাসে (জানু,১৫ – জুন,১৫) তসরিফা ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৩ টাকা ২২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

শাশা ডেনিমসের ইপিএস ১.৫৪ টাকা

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের সম্বলিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলমান বছরে দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।

গত ৬ মাসে (জানু,১৫ – জুন,১৫) তসরিফা ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

নোটিসেও থামছে না জাহিন স্পিনিংয়ের দর বৃদ্ধি

zahin

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। এবিষয়ে নোটিস করা হলেও থামছে না এই শেয়ারটির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নোটিস করার দুই দিন পর দর বৃদ্দি অব্যহত থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চেয়েছে। এই দুই দিনে শেয়ারের দর প্রায় ৩ টাকা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২০.৬০ টাকা। গতকাল ২৯ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়।

পরে কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসইও। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। বৃহস্পতিবার জাহিন স্পিনিংয়ের পক্ষ থেকে ডিএসই কেও জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

এর আগে গত ২৭ জুলাই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই) এ কথা জানানো হয়। সে সময় বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২০.৩০ টাকা। যা ২৭ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ২৪.৩০ টাকায়। এসময় দুই কার্য দিবসে শেয়ারটির দর অপরিবর্তিত থাকলেও তিন দিন দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকেও (সিএসই)।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি