ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার বিক্রির ঘোষণা

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের এক উদ্দোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তাজরিনা শিকদার নামে এই পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে তার ৫ লাখ শেযার বিক্রয় করবেন।

পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির মোট ১০ লাখ ৬৮ হাজার ৭৪৪ টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এই ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

mutualস্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ড আগামী ১৬ আগষ্ট ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণ ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৬ আগষ্ট রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪-২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রামীণ ২য় মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা একই দিনের একই সময়ে অনুষ্ঠিত হবে। এ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

কারণ ছাড়াই বাড়ছে রেনকিউজারের দর

RENWICKJAস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনকিউজার বাংলাদেশ লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৪৩ টাকা। গত ৬ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৯২ টাকা। এসময় শেয়ারটির দর প্রতিদিন টানা বৃদ্ধি পায়।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গত ৬ আগষ্ট দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় রেনকিউজারের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আহ্বান

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের মিউচুয়াল ফান্ড নিজেদের ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাষ্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইষ্টার্ণ ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা একই দিনের একই সময়ে অনুষ্ঠিত হবে। এ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

এপেক্স ট্যানারীর বোর্ড সভা ১৬ আগষ্ট

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ট্যানারী আগামী ১৬ আগষ্ট রবিবার বেলা সাড়ে ৪ টায় বোর্ড সভা আহ্বান করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এপেক্স ট্যানারী লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ