দুলামিয়া কটন হল্টেডে লেনদেন

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন মিলস লিমিটেড মঙ্গলবার লেনদেনের বিক্রেতা ছিল না। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। এতে শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে দুলামিয়া কটন মিলস লিমিটেডের স্ক্রীনে সর্বশেষ ১ হাজার শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। ৭ টাকা ৭০ পয়সা দরে এই প্রস্তাব দেয় ক্রেতারা।

কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৭ টাকা ৮০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

অলটেক্সের টানা দর পতন : ডিএসইতে ভূল বার্তা

Alltex-Homtextileফিরোজ আহমেদ :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে টানা দরপতন হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানির শেয়ারের দর বাড়ার কারণ জানতে চেয়ে ভূল একটি বার্তা প্রকাশ করেছে। আজ মঙ্গলবার এ ঘটনাটি ঘটে।

লেনদেনের শুরু আগে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে অলটেক্স ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য প্রচার করে। কোনো কোম্পানির দর বাড়লে এই নোটিস জানায় ডিএসইর পক্ষ থেকে এই নোটিস জানানো হয়। অথচ অলটেক্স ইন্ডাস্ট্রিজের দর টানা কয়েকদিন ধরেই কমছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৬.৪০ টাকা ছিল। গতকাল ১০ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬.৬০ টাকা। এসময় মাত্র একদিন শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। বাকি ৭ কার্য দিবসেই টানা দর পতন হয়েছে কোম্পানিটির।

পরে বেলা ১২ টায় ডিএসই জানায়, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বৃদ্ধির নোটিসটি ভূল:বশত প্রকাশিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

অ্যাকটিভ ফাইনের জমি কেনার সিদ্ধান্ত

activeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই জমি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি খুলনার বটিয়াঘাটায় ৩২ ডেসিমেল জমি কিনবে।

জানা গেছে, রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া কোম্পানির এই জমি কিনতে ১৫ লাখ ৪ হাজার টাকা ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য গত হিসাব বছরের জন্য সাড়ে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ফান্ডের ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ইউনিটহোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

এনএলআই ফান্ডের ১৩% লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ফান্ডের ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ইউনিটহোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

তিন দিন দর বাড়াতে নোটিস

FARCHEMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টানা তিন দিন দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে নোটিস করলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ৫১ টাকার কাছাকাছি ছিল। গতকাল ১০ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৭ টাকা। এসময় ৩ দিন টানা শেয়ারটির দর বেড়েছে। গত ৫ আগষ্টের আগে টানা ৩ তিন দিন কোম্পানিটির দর কমেছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় ফার কেমিক্যালের এর পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

জাহিনটেক্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২২ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১৬.৭০ টাকা ছিল। গতকাল ১০ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০.৭০ টাকা। এসময় ৩ দিন দর কমলেও বাকি দিনগুলোতে টানা শেয়ারটির দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের এর পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম