তাকাফুল ইন্স্যুরেন্সের বোনাস পাঠিয়েছে সিডিবিএল

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার আজ সোমবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ঢাকা ব্যাংকের মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড ৩০০ কোটি টাকার সাবর্ডিনেট বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির উল্লেখিত এই এজিএমটির তারিখ ঘোষণা করলেও রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

গ্রামীনের ২ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীনের দুইটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি তাদের ইউনিটহোল্ডারদের জন্য ২০১৪-১৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ফান্ডের সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব লভ্যাংশ অনুমোদন করা হয়।

সূত্র জানায়, গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮২ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ফান্ডের লভ্যাংশের রেকর্ড তারিখ।

গ্রামীণ টু মিউচ্যুয়াল ফান্ডের ৩৫ শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি