ডিএসইতে ট্যাক্স আদায় বেড়েছে

taxনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের জুলাই মাসে ডিএসইর ট্যাক্স আদায় বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৮ শতাংশ বেশি। যার পরিমাণ প্রায় ৯ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৭৭ টাকা। এ সময় তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ার বিক্রিতেও কর আদায়ের পরিমাণ বেড়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই মাসে যেখানে কর আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা, তা চলতি বছরে প্রায় ২৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা হয়েছে। স্পন্সরদের শেয়ার বিক্রির ওপরও ২০১৩-১৪ অর্থবছরের পর ২০১৪-১৫তে এসে কর আদায়ে বিশাল ধস নেমেছিল।

উভয় ধরনের শেয়ার বিক্রিতে কর আদায়ের পরিমাণ বাড়াতে হাউসগুলো আবার ঘুরে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। জানা যায়, ২০১৪ সালের জুলাই মাসে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা।

যা এর আগের বছরের অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় প্রায় ৭৩ শতাংশ কমে এসেছিল। ওই বছরে ডিএসই আয়কর আদায় করেছিল প্রায় ১৫ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এফ

গ্রীন ডেল্টা লাইফের শেয়ার ক্রয়-বিক্রয়

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালকরা কোম্পানিটির ৬০ হাজার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সাইদ বজলুর রহমান তার হাতের ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে মােট ১১ কোটি ২৮০ টি শেয়ার রয়েছে। এসব শেয়ার গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তিনি আরেক উদ্দ্যোক্তা নাসির উদ্দিন চৌধুরীর নিকট বিক্রি করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এবং চলমান বাজারদরে তারা এসব শেয়ার ক্রয়-বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

বিবিএসের বোর্ড সভা ২৭ আগষ্ট

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) লিমিটেড আগামী ২৭ আগষ্ট বৃহস্পতিবার বেলা তিন টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেম (বিবিএস) লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

সিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতূর্থ কার্যদিবসে ৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন মূল্য সূচক আগের দিনের চেয়ে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৭ পয়েন্ট কমে ৮৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১ টির দাম বেড়েছে। কমেছে ৯৮ টির, আর অপরিবর্তিত ছিল ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ৪৭ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ম্যারিকো বাংলাদেশ ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

  1. স্কয়ার ফার্মা
  2. এপেক্স টেনারি
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ইসলামী ব্যাংক
  5. আরএসআরএম স্টীল
  6. ফার কেমিক্যাল
  7. ফ্যামিলিটেক্স
  8. সিএনএ টেক্সটাইল
  9. সেন্ট্রাল ফার্মা
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

ডিএসইতে সূচকের বৃদ্ধি অব্যাহত

high indexনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতূর্থ কার্যদিবসেও মূল্য সূচকের বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বুধবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৭.৭০ পয়েন্ট বেড়ে ৪৮১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে এই সূচক ৪১.২৫ পয়েন্ট বেড়ে ৪৮০৯ পয়েন্টে দাঁড়ায়।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, এপেক্স টেনারি, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টীল, ফার কেমিক্যাল, ফ্যামিলিটেক্স, সিএনএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

ফ্যামিলি টেক্সের ২য় প্রান্তিকের ইপিএস কম

familyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। এসময় কোম্পানিটির ইপিএস এসেছে ৪২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১.০২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৫.৪৪ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ১৪.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/এম

মার্জিনধারীদের তালিকা চায় শাশা ডেনিমস

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। aslamkhan3012@gmail.com এই ঠিকানায় মার্জিন ঋণধারীদের এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

আগামী ২৩ আগষ্টের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএজে

ডেল্টা লাইফের ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ড. সাদিকুর রহমান মালিক ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির মোট ১০ লাখ ২৩ হাজার ৭২৫টি শেয়ার রয়েছে।

গত এক মাসের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০৬ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১১৭ টাকা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের হিসাব বছরে দেওয়া হয়েছে ১১ শতাংশ নগদ ও ২৫ বোনাস লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

index hস্টকমার্কেট ডেস্ক :

দেশের উভয় শেয়ারবাজারে বুধবার সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৪২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টি কোম্পানির। আর দর কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩০পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ‌১৪টির।

এ সময় স্টক এক্সচেঞ্জে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ