সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন আগামীকাল

simtex-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ তুলতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আবেদন গ্রহণ আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হবে। চলবে আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।

উল্লেখ্য, এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এ সপ্তাহেই আসছে দুই কোম্পানির লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসছে চলতি সপ্তাহেই। আগামী ২৭ আগস্ট তালিকাভুক্ত এই দুই কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি দুটি হলো জিপিএইচ ইস্পাত ও বাংলাদেশ (বিডি) বিল্ডিং সিস্টেমস।

আসন্ন বোর্ড সভায় কোম্পানিগুলোর পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জিপিএইচ ইস্পাত : কোম্পানিটির পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

বিডি বিল্ডিং : কোম্পানির পর্ষদ সভা একই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সিএসইতে সপ্তাহের লেনদেনে ম্যারিকো

maricoস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের লেনদেনের শীর্ষে অবস্থান করছে এ ক্যাটিগরির কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এসময়ে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন এণ্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ টাকা, ব্রিটিস আমেরিকা টোবাকো লিমিটেডের লেনদেন হয়েছে ১০ কোটি ৩২ লাখ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন হয়েছে ৯ কোটি ২৬ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকা, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেডের লেনদেন হয়েছে ৬ কোটি ৬২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা এবং বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে প্রায় ৬ কোটি ৪ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

স্টাইলক্রাফটের এজিএম ২৭ আগস্ট

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল অবকাশে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ৩০ জুলাই।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ৬২ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৭২ টাকা ৭০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বি

মূলত: নোটিসের পরেই এপেক্স ফুডের দর বৃদ্ধি

APEXFOODSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে খাদ্য খাতের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডসের সামান্য দর বৃদ্ধির পরেই নোটিস করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আর কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য চাওয়ার পরেই মূলত: দর বাড়ছে কোম্পানিটির।

তথ্য পর্য়ালোচনায় দেখা যায়, গত ৩০ জুলাই ডিএসইর ওয়েবসাইটে এপেক্স ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়। সেদিন শেয়ারটির দর সামান্য কমে। লেনদেন হয় ১২০-১২৫ টাকায়। এর আগে ২২-২৮ জুলাই কোম্পানির শেয়ারের দর ১১০ টাকার নিচে অবস্থান করলেও হঠাৎ করেই মূল্য সংবেদনশীল তথ্য চাওয়া হয় কোম্পানিটির কাছে।

সংশ্লিষ্টদের দাবি, গত ১২ আগস্ট থেকে বাড়ছে কোম্পানিটির শেয়ারের দর। গত এক মাসে সর্বনিম্ন দর ছিল ১০৪ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ৮০ পয়সা। ছয় মাসে এর সর্বনিম্ন দর ৮৭ টাকা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ৮০ পয়সা।

বৃহস্পতিবার ডিএসইতে এপেক্স ফুডস শেয়ারের দর বেড়েছে ১ দশমিক ৬৮ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা। দিনভর দর ১৬৫ টাকা থেকে ১৮১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ ১৭৬ টাকায় এর লেনদেন হয়।

এদিকে গত ১৬ আগষ্ট ডিএসইতে জানানো হয়, কোম্পানিটির লভ্যাংশ নির্ধারণী সভা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। এদিন এর পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। মূলত এ খবরেই এ শেয়ারের দর বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত সপ্তাহে কোশ্পনিটির দর বেড়েছে ২৮ দশমিক ৮৪ শতাংশ। ফলে কোম্পানিটি উঠে আসে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ২১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইন্ডিয়ান অয়েলের শেয়ার ছাড়বে ভারত

indiaস্টকমার্কেট ডেস্ক :

সরকার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ১০% শেয়ার বিক্রি করবে ভারতের সরকার। বর্তমান দরে প্রায় ২৪.২৭ কোটি শেয়ার বেচে সরকারের ৯,৫০০ কোটি টাকারও বেশি আসবে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার থেকে এ শেয়ার বিক্রি শুরু হবে।

বর্তমানে সরকারের নিকট সংস্থাটির ৬৮.৬% শেয়ার রয়েছে। তারা জানিয়েছে, বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের ২০% রাখা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য।

সর্বোচ্চ ২ লক্ষ টাকার শেয়ার কিনতে আবেদন করতে পারবেন তারা। দামে পাবেন ৫% ছাড়ও। মিউচুয়াল ফান্ড এবং বিমা সংস্থা ছাড়া আর কেউ ২৫ শতাংশের বেশি শেয়ার কেনার সুযোগ পাবে না।

সূত্র : বর্তমান.কম

স্টকমার্কেটবিডি.কম/বি

সিএসইতে সাপ্তাহিক লেনদেন ৩৪ কোটি টাকা কম

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে। এ সময় কমেছে মূল্য সূচকও। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৬১ কোটি ৮৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০২ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি টাকা।

গত সপ্তােহ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৮ শতাংশ কমে অবস্থান করছে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২ টির, দর কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে পিই .০৭% কম

dseস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ৩৮ শতাংশ বা দশমিক ০৭ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৬২ পয়েন্টে। এর আগের সপ্তাহে এই পিই রেশিও ছিল ১৬ দশমিক ৬৯ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৬ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৬ দশমিক ৮ পয়েন্ট, সিরামিক খাতের ৪০ দশমিক ৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ৩১ দশমিক ২ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৫ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ১৮ দশমিক ৩ পয়েন্টে, পাট খাতের মাইনাস ২৯ পয়েন্ট, বিবিধ খাতের ৩২ দশমিক ৩ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৯ দশমিক ৩ পয়েন্টে, কাগজ খাতের ১২ দশমিক ৯ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ২ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩২ পয়েন্ট, চামড়া খাতের ২৮ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২২ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১৩ দশমিক ৭ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি