প্যারাগন লেদারের মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ

tribunal-picস্টকমার্কেট ডেস্ক :

প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেটের প্রতারণা মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইবুন্যালে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতে সাক্ষ্য দেন পাবলিক সাক্ষী জামিউল ইসলাম ও আজিজুর রহমান। এর আগে গত ১৩ আগস্ট সাক্ষী দিতে না আসায় আজিজুর রহমানের নামে ওয়ারেন্ট অব উইটনেস (ডব্লিউ ডব্লিউ) এবং জামিউল ইসলামের নামে সমন জারি করেছিলেন আদালত।

গত ৯ আগস্ট এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বাদী ও আসামি পক্ষের কেউ প্রস্তত না থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৩ আগস্ট মামলার তারিখ নির্ধারণ করেছিলেন।

১৩ আগস্ট সন্ধানী ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভের ম্যানেজার মিজানুর রহমান ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ডিএমডি সিরাজুল ইসলাম সাক্ষ্য দেন। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা করেন।

স্টকমার্কেটবিডি.কম/

এপেক্স ফুডের ২০% লভ্যাংশ ঘোষণা

apexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুড লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ১৩ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/

হঠাৎ করে স্থগিত সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সিএফও আশিশ কুমার স্টকমার্কেটবিডিকে এ তথ্য জানান। তিনি বলেন, তারা এ বিষয়ে আগামীকাল সোমবার কমিশনের নিকট যাবে।

আগামীকাল সোমবার থেকে এ আবেদন ও টাকা জমা নেওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবেদন গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেয়। এ নির্দেশ দুই স্টক এক্সচেঞ্জের কাছেও পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

পপুলার লাইফ ছাড়ছেন নাসিম উদ্দিন

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এ এন মো: নাসিম উদ্দিন মোল্লা নিজ প্রতিষ্ঠানের সবগুলো শেয়ার অপর পরিচালকের নিকট হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তার কাছে বীমাটির ১ লাখ ৬ হাজার ৫৭৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে সবগুলো শেয়ারই কোম্পানির অপর পরিচালক ও তার পুত্র এমতিয়াজ উদ্দিন মোল্লার কাছে লেনদেনের বাইরে থেকেই হস্তান্তর করবেন ।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

মডার্ণ ডায়িংয়ের বোর্ড সভা ২ সেপ্টেম্বর

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

  1. শাহজিবাজার পাওয়ার
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. ফার কেমিক্যাল
  4. সিটি ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. বাংলাদেশ বিল্ডার্স
  7. বারাকা পাওয়ার
  8. ইসলামী ব্যাংক
  9. এপেক্স টেনারী
  10. ইউনাইটেড পাওয়ার।

ডিএসইতে বেশিরভাগ সময় মন্থরগতিতে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসের বেশিরভাগ সময় লেনদেনের গতি মন্থর ছিল। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে কমেছে।

দিনের শুরু থেকেই লেনদেনে তেমন গতি ছিল না। লেনদেন শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৪১১ কোটি টাকার লেনদেন হয়। হঠাৎ করেই শেষের ১৫ মিনিটে বেশ গতি পায় ডিএসই।

দিন শেষে সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৫৯৬ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ রবিবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৮.৪৪ পয়েন্ট কমে ৪৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ২৩.১৮ পয়েন্ট বেড়ে ৪৮৪০ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৭১ টির, আর অপরিবর্তিত ছিল ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডার্স, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, এপেক্স টেনারী ও ইউনাইটেড পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি

১ম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা

indexস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৪৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে মিশ্র প্রবণতায়। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এ স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩‌১টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্বের শেয়ারবাজারে বছরের সবচেয়ে বেশি দরপতন

worldস্টকমার্কেট ডেস্ক :

চীনের অর্থনীতির শ্লথগতির সঙ্গে সঙ্গে দ্বিতীয় দিনের মতো বিশ্বের শেয়ারবাজারে দরপতন হয়েছে। দিনশেষে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের দরপতন হয়েছে তিন শতাংশেরও বেশি। ইউরোপ আর এশিয়ার প্রধান বাজারগুলোতেও একই প্রবণতা দেখা গেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিট শেয়ারবাজারে দরপতন ঘটে ৩ শতাংশ, চীনের সাংহাই শেয়ারবাজারে দরপতন ঘটে ৪.২৭ শতাংশ। ওই দিনসহ পুরো সপ্তাহে সাংহাই শেয়ারবাজারে ১১.৫ শতাংশ দরপতন ঘটে। এশিয়ার অন্যান্য বাজারের মধ্যে টোকিও শেয়ারবাজারে দর পড়ে ২.৯৮ শতাংশ, হংকংয়ে ১.৫৩ শতাংশ, লন্ডন বেঞ্চমার্ক এফটিএসই-১০০ সূচক পড়ে ২.৮৩ শতাংশ, প্যারিসের ক্যাক-৪০ সূচক পড়ে ৩.১৯ শতাংশ, ফ্রাংকফ্রুটস ড্যাক্স-৩০ সূচক পড়ে ২.৯৫ শতাংশ। ওই দিন ব্লু-চিপ দাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ পড়ে ৩.১২ শতাংশ। পুরো সপ্তাহে এ সূচক পড়ে ৫.৮২ শতাংশ। সিঙ্গাপুর ও সিডনি সূচক পড়ে ১.৩ শতাংশ করে।

বিশ্লেষকরা বলছেন, বছরজুড়েই ধীর অর্থনীতিতে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ চীন। এ অবস্থায় দেশটি রপ্তানি বাড়াতে গত সপ্তাহে মুদ্রার অবমূল্যায়ন ঘটায়। যা উদীয়মান বাজারে নেতিবাচক প্রভাব ফেলে ও বিশ্ব শেয়ারবাজারে উদ্বেগ তৈরি করে। এ প্রসঙ্গে সিএমসি মার্কেট ইউকের বিশ্লেষক জ্যাসপার লোলার বলেন, বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতনের মূল কারণই হচ্ছে চীনের মুদ্রার অবমূল্যায়ন। সেই সঙ্গে যোগ হয়েছে শিল্প কর্মকাণ্ড কমার নেতিবাচক খবর।

চীনের অর্থনীতি গত বছর ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা ১৯৯০ সালের পর থেকে সর্বনিম্ন। এ বছর এ গতি আরো শ্লথ হয়ে পড়েছে। চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে চীনের অর্থনীতি ৭ শতাংশ করে প্রবৃদ্ধি অর্জন করেছে।

এএফপি, রয়টার্স।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রামীন ফোনের অভ্যন্তরীণ লভ্যাংশ বিতরণ

grameenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের গত ২০১৫ অর্থবছরের জন্য ঘোষিত অভ্যন্তরীণ নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীন ফোন লিমিটেডের চলতি ২০১৫ অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডটি বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা হয়েছে। গত ১২ আগষ্ট এই লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে বলা হয়েছে।

কোম্পানিটি ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি