চিক টেক্সটাইলের রায় আগামীকাল

bishes tribunalনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি চিক টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা শেয়ার কেলেঙ্কারি মামলার রায়ের তারিখ ঘোষনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল।

বিচারক হুমায়ন কবীর রায়ের তারিখ আগামীকাল ৩১ আগস্ট ধার্য করেছেন।

ট্রাইবুনাল সূত্রে জানা যায়, এই মামলাটির আংশিক যুক্তিতর্ক গত মঙ্গলবার উপস্থাপিত হয়েছিল। চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিজ্ঞ আদালত এই মামলার তারিখ ঘোষনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক

সায়হাম কটনের ১০% বোনাস ও ৫% নগদ লভ্যাংশ

saihamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ১৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

বাংলাদেশ বিল্ডিংয়ের ২০% লভ্যাংশ ঘোষণা

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস) বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের এজিএমের দিন পরিবর্তন

bifcস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানী লিমিটেডের ১৯ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ সকাল ১০:০০ টায় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ৩ সেপ্টেম্বর এজিএমটি অনুষ্ঠিত হবে না। আগামী ১৬ সেপ্টেম্বর এজিএমের নতুন তারিখ নির্ধারণ করা হলেও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

  1. স্কয়ার ফার্মা
  2. ইসলামী ব্যাংক
  3. শাহজিবাজার পাওয়ার
  4. লাফার্জ সুরমা
  5. খান ব্রাদার্স
  6. গ্রামীনফোন
  7. ফার কেমিক্যাল
  8. বেক্সিমকো ফার্মা
  9. ন্যাশনাল ব্যাংক
  10. সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেড।

ডিএসইতে শেষের দিন লেনদেন কম

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন প্রধান সূচকসহ সবগুলো সূচক বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২১ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৭.১৬ পয়েন্ট বেড়ে ৪৮১২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল বুধবার ডিএসইতে এই সূচক ১২.৭২ পয়েন্ট কমে ৪৮০৫ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে এদিন ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১০৫ টির, আর অপরিবর্তিত ছিল ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, খান ব্রাদার্স, গ্রামীনফোন, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক ও সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এন.এ

এনসিসি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা ব্যাংকটির ১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আসলাম-উল-করিম নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ১ লাখ শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ১০ লাখ ২৯ হাজার ৪১১ টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এন.এ

আল-আরাফাহ্ ব্যাংকের ৮ লাখ শেয়ার বিক্রি

al-arafaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা ব্যাংকটির ৮ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ড. বাহাউদ্দিন মোহাম্মদ ইউসূফ নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ৮ লাখ শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ৩৪ লাখ ৭৬ হাজার ৮০২ টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এন.এ

পরিচালকের ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্সুরেন্স লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ আব্দুস সালাম নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ২ লাখ শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ৩ লাখ ১৪ হাজার ২৬৬ টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এন.এ

কারণ ছাড়াই বাড়ছে সমরিতার দর

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটালস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানায়। ডিএসই সূত্রে এ তথ্র জানা যায়।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ আগষ্ট শেয়ারটির দর ছিল ৮০ টাকা। যা গতকাল ২৬ আগষ্ট দাঁড়িয়েছে ৯২ টাকার উপরে। এসময ২৩ ও ২৪ আগষ্ট কোম্পানিটির দর কমেছে। বাকি কার্যদিবসের শেয়ারটির দর টানা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২৬ আগষ্ট ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সমরিতা হসপিটালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ