এবছরও ইষ্টার্ণ হাউজিংয়ের ২০% লভ্যাংশ ঘোষণা

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেড গত বছরের মতো এবছরও বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩১ জুলাই ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ১২ নভেম্বর।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরও শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫% ও বোনাস ৫% লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বন্দর-নগরীতে সিএসইর মেলা ৮ ও ৯ অক্টোবর

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে দু’দিনব্যাপী ৫ম পুঁজিবাজার মেলা-২০১৫ অক্টাবরে অনুষ্ঠিত হবে।

৮ ও ৯ অক্টোবর বন্দর-নগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলায় স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি-যেমন ব্যাংক, এনবিএফআই, বিমা কোম্পানি এবং মিউচুয়্যাল ফান্ডগুলো অংশ নিবে বলে জানা গেছে।

এছাড়াও অন্যান্য সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানি যেমন- বস্ত্রশিল্প, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, প্রকৌশল, চামড়াশিল্প, কাগজ ও মুদ্রণ, জ্বালানি এবং আইসিটি ও টেলিকমিউনিকেশন সেক্টরগুলিও মেলায় অংশ নেবে।

এই মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হলো গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এস আলম গ্রুপ, সিভিও পেট্রোক্যামিকেল এবং ক্রাউন সিমেন্ট।

এছাড়া মেলার আইটি পার্টনার হিসেবে সহযোগিতা দিচ্ছে আমরা টেকনোলজিস এবং মিডিয়া পার্টনার হিসেবে প্রচারনায় সহযোগিতা করছে একুশে টেলিভিশন এবং রেডিও টুডে।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন আরো জানান মেলার স্টল বরাদ্দ প্রায় শেষ। শেয়ারবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই মেলায় স্টল বরাদ্দ নিয়েছে। মেলায় এই প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শন ছাড়াও সময়োপযোগী সেমিনারের আয়োজন করা হয়েছে। সিএসই দৃঢ়ভাবে বিশ্বাস করে বিনিয়োগকারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মেলা সফল হবে।

মেলা চলাকালে বিনিয়োগকারীরা বিও অ্যাকাউন্ট খোলা, পিই অনুপাত, ডিভিডেন্ড ইয়েল্ড, ইপিএস, ইন্টারনেট ট্রেডিং সার্ভিস, ব্রোকারদের ওয়ার্কস্টেশন ইত্যাদি জানতেও বিনিয়োগকারীরা মেলার সময় স্টক ব্রোকার/ডিলারদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।

সিএসই এ মেলায় ২০,০০০ দর্শনার্থীর সমাবেশ হবে বলে প্রত্যাশা করছেন। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে দু’দিনব্যাপী, বাংলাদেশে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), বাংলাদেশ স্টক মার্কেট-জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা, তালিকাভূক্ত কোম্পানিতে কর্পোরেট গভর্ন্যান্সের গুরুত্ব, বাংলাদেশে শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্যে নিয়ন্ত্রকদের ভূমিকা- এরকম বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে সেমিনার অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. গ্রামীনফোন
  2. সাইফ পাওয়ারটেক
  3. স্কয়ার ফার্মা
  4. ইসলামী ব্যাংক
  5. ফার কেমিক্যাল
  6. বিএসআরএম স্টিল
  7. এ্যাপেলো ইস্পাত
  8. বেক্স-ফার্মা
  9. আইডিএলসি
  10. লংকা বাংলা।

ডিএসইতে সূচকের সামান্য পতন : লেনদেন ৪৯৫ কোটি

dseনিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহার ছুটির পর তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি টাকারও বেশি।

দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.০৯ পয়েন্ট কমে চার হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৫.১৭ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬.০৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার স্বাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

প্রিমিয়াম সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে দায়ের করা মামলায় স্বাক্ষীদের পুনরায় জেরার জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৫ অক্টোবর শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে এ জেরা অনুষ্ঠিত হবে।

বুধবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স ভবনে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার স্বাক্ষীর জেরার জন্য এ দিন ধার্য করেন বিচারক।

জানা যায়, প্রিমিয়াম সিকিউরিটিজ মামলার আসামী এমএ রউফ চৌধুরীর বুধবার আদালতে জবানবন্দি নেয়ার কথা ছিলো। কিন্তু তিনি শাররিক অসুস্থ থাকায় জবানবন্দি পরবর্তীতে নেয়ার জন্য আদালতের কাছে সময় আবেদন করেন তার আইনজীবী। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর এ মামলার রায় স্থগিত করেছিলো আদালত । একই সাথে আবেদনের প্রেক্ষিতে আসামিদের স্থায়ী জামিন দেয় আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষিকে পুনরায় জেরার আবেদন করলে আদালত সিআরপিসি ৫৪০ মোতাবেক আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলো।

এ মামলার সাক্ষীরা হলেন, বাদী বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এমএ রশিদ খান, তদন্ত কমিটির চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদ, প্রফেসর জহুরুল হক, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল খালেক ও সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন। আর আসামীরা হলেন, এমএ রউফ চৌধুরী, সাঈদ এইচ চৌধুরী, প্রিমিয়ার সিকিউরিটিজের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক আনু জাগিরদার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। আলোচ্য সময়ে তারা মিতা টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, বাটা সুজ ও বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন করেছেন।

সান লাইফের ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সান লাইফ ইন্স্যুরেন্সের তিনজন উদ্যোক্তা নিজেদের হাতের ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বীমাটির উদ্যোক্তা আলহাজ্ব মফিজুর রহমান হাতে থাকা ১৪ লাখ ১৩ হাজার ৬৭৯ টি শেয়ারের মধ্যে ৮০ হাজার শেয়ার বিক্রি করবেন। রুবিনা হামিদ তার ২১ লাখ ৯১ হাজার ৩৮২ টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার ও এ্যাড. শায়লা ফেরদৌস শান্তাস বানু ১২ লাখ ৭৫ হাজার ৩২৩ টি শেয়ারের মধ্যে ৭০ হাজার শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে তারা এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

কাশেম ড্রাইসেলসের বোর্ড সভা আজ

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাশেম ড্রাইসেলস কোম্পানির বোর্ডসভা আজ ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২ টা ৩৫ মিনিটে কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফারইস্ট লাইফের ৩ উদ্যোক্তার শেয়ার বিক্রি

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তিনজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্স্যুরেন্সের উদ্যোক্তা জহুরুল ইসলাম চৌধুরি হাতে থাকা ২ লাখ ২৩ হাজার ৭৩৪ টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। সাজ্জাদুল ইসলাম তানভীর তার ৫৫ হাজার শেয়ারের মধ্যে ৫ হাজার শেয়ার ও তাজুল ইসলাম ১ লাখ ৬৫ হাজার শেয়ারের মধ্যে ১৫ হাজার শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে তারা এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

গোল্ডেন সনের অফিস পরিবর্তন

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির এই অফিস রাজধানীর মিরপুরে ডিওএইচএসের ৭ নম্বর রোডে ১০৫৮ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী ৪ অক্টোবর থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

ইস্টার্ণ হাউজিংয়ের বোর্ডসভা বুধবার

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের বোর্ডসভা আজ ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বুধবার বেলা ৩ টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ জুলাই ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫% ও বোনাস ৫% লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ