লোকসানে উসমানিয়া গ্লাস

usmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যান্য খাতের প্রতিষ্ঠান উসমানিয়া গ্লাস জানু – মার্চ ১৫ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৫ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী লোকসান করেছে ৭১ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৫৩ লাখ ১০ হাজার টাকা।

গত বছরের জুলাই ১৪ – মার্চ ১৫ কোম্পানিটি কর পরবর্তী লোকসান করেছে ১ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা। যা শেয়ার প্রতি ১.০৪ পয়সা লোকসান। আগের বছর একই সময় কোম্পানিটি মুনাফা করেছিল ৩ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা। এই বছর কোম্পানিটির আয় ছিল ২ টাকা ৭৬ পয়সা।

৩১ মার্চ কোম্পানিটির লোকসানের পরিমান দাড়ায় ৩ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

আগা খান ফান্ডের আইপিডিসির শেয়ার বিক্রয়ের চুক্তি

ipdcস্টকমার্কট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) মেজরিটি শেয়ারহোল্ডার আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এসএ (একেএফইডি) শেয়ার বিক্রয় ও হস্তান্তরে ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার বিক্রয়ে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো- ব্র্যাক, আয়েশা ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেডট। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোম্পানিটি এ চুক্তি করে।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিকট হাতে থাকা আইপিডিসির ৬ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৪টি শেয়ারের মধ্যে ৫ কোটি ৫ লাখ ১৯০টি শেয়ার বিক্রয় ও হস্তান্তর করবে আগা খান ফান্ড। বাংলাদেশের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে শেয়ার বিক্রয় করা হবে।

তবে শেয়ারের বিক্রয় দর বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

এসআইবিএলের ১.৪০ কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম. কামাল উদ্দিন ব্যাংকটির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬৭৬টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এবং চলমান বাজারদরে ক্রয় করবেন।

গত ১০ সেপ্টেম্বর আরেক পরিচালক আলহাজ্ব নাসিরুদ্দিন তার সব শেয়ার (১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬৭৬টি)বিক্রির ঘোষণা দেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

চট্টগ্রামে পেনিনসুলা হোটেলের রেজিস্টার্ড অফিস

peninsulaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি পেনিনসুলা হোটেল ঢাকা থেকে পরিবর্তন করে চট্টগ্রামে রেজিস্টার্ড অফিস নিবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড চট্টগ্রামে নিজাম রোডে সিডিএ এভিনিউয়ে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির এই কার্যালয়টি ছিল রাজধানীর পান্থপথে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সিএসইতে সূচকের মিশ্রভাবে লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে মূল্য সূচকের মিশ্র ভাব ছিল।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে .২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স পয়েন্ট .৩৪ কমে ৮৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ২০ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড মিলস ও বিএসআরএম লিমিটেড।

দিনভর সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১ টির দাম বেড়েছে। কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ২৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

  1. বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস
  2. আমান ফিডস
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. এসিআই
  5. আলহাজ্জ টেক্সটাইল
  6. ফার কেমিক্যাল
  7. রেনেটা লিমিটেড
  8. মতিন স্পিনিং
  9. ইউনাইটেড-এয়ারওয়েজ
  10. এমারেল্ড অয়েল

ডিএসইতে প্রথম দিনে ইতিবাচক লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে ৪৭৬০ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১৪৩ টির। আর অপরিবর্তিত ছিল ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, আমান ফিডস, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, আলহাজ্জ টেক্সটাইল, ফার কেমিক্যাল, রেনেটা লিমিটেড, মতিন স্পিনিং, ইউনাইটেড-এয়ারওয়েজ ও এমারেল্ড অয়েল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

সব শেয়ার বিক্রি করবে দুই উদ্যোক্তা

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিন্যান্স খাতের কোম্পানি ফনেক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুইজন উদ্যোক্তা তাদের হাতে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ মাজহারুল হক এবং মোহাম্মদ হুমায়ন কবির নামে এই দুইজন উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাদের শেযারগুলো বিক্রয় করবেন।

জানা যায়, মোহাম্মদ মাজহারুল হকের হাতে কোম্পানিটির ৭ লাখ ২৬ হাজার ৯১৩ টি এবং মোহাম্মদ হুমায়ন কবিরের হাতে ৭ লাখ ৯২ হাজার ৯০১ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তাগণ তাদের এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফু-ওয়াং সিরামিকের জমি বিক্রির সিদ্ধান্ত

fuwanস্টকমার্কট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের ফু-ওয়াং সিরামিক বন্ধকী জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গাজীপুর জেলার মনিপুরের বোকরান এলাকায় অবস্থিত ৩.৯১ একর বন্ধকী জমি বিক্রি করবে। এ জমির দর ধরা হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৯৬১ টাকা।

কোম্পানিটির ব্যাংকের দায় পরিশোধ ও নতুন বিনিয়োগে এ জমি বিক্রয় করা হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সাবস্ক্রিপশনে সাড়া কম

simtex-smbdনিজস্ব প্রতিবেদক :

আইপিওতে আসা কোম্পানিগুলোতে বিনিয়োগকারীর আবেদনের ব্যাপক সাড়া থাকলেও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সাবস্ক্রিপশনে সাড়া কম। হাউজগুলোতে বিনিয়োগকারীদের আবেদন জমা দেয়া আগ্রহ নেই। অন্যদিকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আবেদনের জন্য আর বাকি আছে রবিবারসহ ২ দিন।ৃ

মতিঝিলে অবস্থিত হাউজগুলোর কর্মকর্তা ও বিনিয়োগকারীরা জানান, আবেদন শুরুর প্রথম দুদিন কম হারে আবেদন জমা পড়ে। তবে এখন কিছুটা বেড়েছে। সামনে ঈদ থাকায় অনেকেই এই আবেদন করতে পারছে না। আবার প্রিমিয়ামসহ এই খাতের কোম্পানির শেয়ারের দর ভালো হবে না বলে অনেকে আবেদন করছে না।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ব্রোকার হাউজের এক কর্মকর্তা বলেন, ঈদ ও পূজাকে সামনে রেখে বিনিয়োগকারীদের হাত শূন্য হওয়ায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওতে বিনিয়োগকারীদের তেমন সাড়া নেই। অথচ অন্যান্য কোম্পানির সাবস্ক্রিপশনের সময় বিনিয়োগকারীদের আবেদন এত বেশি জমা পড়া যে কথা বলার সময় পাওয়া যেত না। সে তুলনায় এখন অলস সময় পার করছি।

মতিঝিল, দিলকুশা, পল্টন, মধুমিতা সিনেমা হল ও দৈনিক বাংলা এলাকায় অবস্হিত ১৯-২০টি ব্রোকার হাউজে এ জরিপ চালানো হয়। গত বৃহস্পতিবার এসব হাউজে ২০০০ থেকে ৫০০০ পর্যন্ত আবেদন জমা পড়েছে।

এদিকে আবেদন সাড়া না পড়ার আশঙ্কায় ছিলেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারাও। তারা বিভিন্ন গণমাধ্যমে কোম্পানির সব ধরনের সুনাম প্রকাশ করেছেন।

এ বিষয়ে বিনিয়োগকারীদের একটি সংগঠনের শীর্ষ নেতা বলেন, দুর্বল ও প্রশ্নবিদ্ধ কোম্পানি হওয়ায় এ কোম্পানির আইপিও আবেদন থেকে বিরত রয়েছেন বিনিয়োগকারীরা। তিন মাস আগে ঋণ খেলাপিতে থাকা কোম্পানি বিভিন্ন কৌশল ব্যবহার করে আইপিওতে এসেছে।

তবে কোম্পানি পক্ষ থেকে স্টকমার্কেটবিডি কে জানানো হয়, সাবস্ক্রিপশনের পরিসংখ্যান তাদের জানা নেই। এই হিসাব পরে জানানো হবে।

জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) দেশি বিনিয়োগকারীদের আবেদনের শেষ দিন। প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/টিপু/বিএ