পাইওনিয়ার ইন্সুরেন্স উদ্যোক্তার শেয়ার বিক্রয়

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ২০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ নাসিরউল্লা নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ৩ লাখ ৬২ হাজার ১২৮ টি শেয়ার রয়েছে। এই শেয়ার থেকে তিনি ২০ হাজার শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেল্টা-লাইফের সাড়ে তিন লাখ শেয়ার বিক্রয়

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মাহমুদ হাসান নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ২০ লাখ ৬২ হাজার ৫০০ টি শেয়ার রয়েছে। এই শেয়ার থেকে তিনি ৩ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরো ফ্লোর ক্রয়ে ডেল্টা ব্র্যাকের চুক্তি

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং কর্পোরেশন লিমিটেড আরো ফ্লোর স্পেস ক্রয় করার সিন্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকার  উত্তরা মডেল টাউন, সোনারগাঁ জনপদ রোডে  ১০৩৭.৫০ স্কয়ার ফিট গাড়ি পার্কিংসহ এ ফ্লোর স্পেস ক্রয় করবে কোম্পানিটি।

ফ্লোরটির নিবন্ধন ব্যয় সহ মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা খরচ হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট চট্টগ্রামে গাড়ি পাকিংসহ ৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে কোম্পানিটি ফ্লোর স্পেস ক্রয় করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩৭ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উদ্ধমূখী লক্ষ্য করা গেছে। দিন শেষে সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৫১ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকা। বুধবার ছিল সেখানে ২৮ কোটি ৫ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।

বৃহস্পতিবার সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫ টির দাম বেড়েছে, কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত ছিল ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. ইসলামি ব্যাংক
  3. ইউনাইটেড পাওয়ার
  4. আমান ফিডস
  5. বিএসআরএম স্টিলস
  6. গ্রামীণফোন
  7. ইফাদ অটোস
  8. বালাদেশ স্টিল রি-রোলিং মিলস
  9. আরএকে সিরামিক
  10. বেক্সিমকো লিমিটেড

ডিএসই’র সূচক ৪৮০০ পয়েন্টে শক্ত অবস্থান

index upনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস সূচক বেড়ে পুনরায় ৪৮০০ পয়েন্ট অতিক্রম করেছে। এ দিন বিনিয়োগকারীদের সতর্কাবস্থানে মধ্যে শেষ হয় দিনের লেনদেন। দিন শেষে প্রধান সূচকসহ অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।

ঈদের আগে ডিএসইর সার্বিক সূচক অবস্হান ৪৮০০ পয়েন্ট অতিক্রম হওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন সাধারণ বিনিয়োগকারীরা। সূচকের এই শক্ত অবস্হান বজায় থাকলে ঈদের পর শেয়ারবাজার আরো আস্হাবান হবে বলে ধারণা করছেন এসব বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৪৮১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে এই সূচক ৪ পয়েন্ট কমে ৪৭৯৬ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকা। বুধবার সেখানে ৪২৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ৯৬ টির। আর অপরিবর্তিত ছিল ৫০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, ইসলামি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, আমান ফিডস, বিএসআরএম স্টিলস, গ্রামীণফোন, ইফাদ অটোস, বালাদেশ স্টিল রি-রোলিং মিলস, আরএকে সিরামিক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ফনিক্স ফাইন্যান্স উদ্যোক্তার শেয়ার বিক্রয়

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের একজন উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ৭ লাখ ২৬ হাজার ৮৬৩টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

রিয়াজুল ইসলাম খান নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জিপিএইচ ইস্পাত ও বিবিএসের লেনদেন বন্ধ

suspendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং বাংলাদেশ বিল্ডিং সিসটেম লিমিটেড আগামী ২০ সেপ্টেম্বর রবিবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ২০ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

গত ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী জিপিএইচ ইস্পাত লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৭% লভ্যাংশ ঘোষণা করেছে। বাংলাদেশ বিল্ডিং সিসটেম লিমিটেড ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের পাশাপাশি ২০% লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

তুং-হাইয়ের বোনাস দিল সিডিবিএল

Tung haiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি তুং-হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দেওয়া হয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। গত বছর অর্থাৎ ২০১৩ অর্থবছরেও কোম্পানিটি ১০% বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

শেষ দিনে সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে মিশ্র ধারায়। আজ এ বাজারে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি কোম্পানির। আর দর কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ