এনসিসি ব্যাংকের ৭৩ হাজার শেয়ার ক্রয়

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের একজন উদ্যোক্তা কোম্পানিটির ৭৩ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

খন্দকার জাকারিয়া মাহমুদ নামে এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বাংলাদেশ সাবমেরিন স্পট মার্কেটে

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২৮ সেপ্টেম্বর সোমবার স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির রেকর্ড তারিখ ২৯ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট/ব্লক মার্কেটে হবে।ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, কোম্পানিটি ২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের বার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারিদের জন্য ১০% লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

 

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

OLYMPICস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ সেপ্টেম্বরে এ শেয়ারের দর ছিল ২৭৫ টাকা এবং গতকাল ২০ সেপ্টেম্বর এ শেয়ারের দর দাঁড়ায় ৩১০ টাকা। এসময় মোট ৭ কার্যদবস কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে। আর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কেএণ্ডকিউয়ের দর বাড়ার কারণ নেই

knqস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেএণ্ডকিউয়ের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ আগস্ট এ শেয়ারের দর ছিল ১১.৩০ টাকা এবং ২০ সেপ্টেম্বর এ শেয়ারের দর দাঁড়ায় ১৫.৪০ টাকা। এসময় কোম্পানিটির শেয়ারের দর উঠানামা করে। উক্ত কার্যদিবসের মধ্যে দর বেড়েছে ৪.১০ টাকা। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিচ হ্যাচারির বোর্ড সভা আজ

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সোমবার বেলা ৩ টায় কোম্পানিটি বোর্ডসভার নতুন সময় নির্ধারন করেছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর কোম্পানিটি বোর্ড সভা আহবান করে আর ঐ দিন তা বাতিল করে।

আসন্ন বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেল্টা ব্র্যাক ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ সেপ্টেম্বর

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা আড়াইটা কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ