আইপিও অর্থ দিয়ে অতিরিক্ত ঋণ পরিশোধ করায় এ্যাপোলো ইস্পাতকে জড়িমানা

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করে সেই টাকা দিয়ে অতিরিক্ত ঋণ পরিশোধ করায় এ্যাপোলো ইস্পাতকে জড়িমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৫৫৪তম সভায় কোম্পানিটিকে এই জড়িমানা করা হয়। বিএসইরি নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এজন্য এ্যাপোলো ইস্পাতের প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা্ জড়িমানা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি আইপিও অর্থ থেকে পূর্ব-ঘোষিত অর্থের চেয়ে ৫৮.১২ কোটি টাকা কোম্পানির ঋণ পরিশোধে ব্যয় করেছে। যা কোম্পানিটির প্রতিবেদনে উঠে এসেছে।

কোম্পানিটির এধরণের কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অডিনেন্স-১৯৬৯ এ ২সিসি এর পার্ট-২ এর আদেশ লঙ্ঘনের শামিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

আইপিওর মাধ্যমে ১২ কোটি টাকা নিবে আইটিসি

ITC-Logo-230x155স্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইটিসি)।

মঙ্গলবার বিএসইসির ৫৫৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইরি নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে আইটিসি। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা।

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

মামলার সাক্ষীদের নতুন করে জেরা

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

দেশের আলোচিত ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার সাক্ষীদের আবারো জেরা করা হবে। আর এ মামলার চার আসামিকে আইনজীবীর জিম্মায় স্থায়ী জামিন দেওয়া হয়েছে।

শেয়ারবাজারের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির গত রবিবার সাক্ষীদের নতুন করে জেরা ও আসামিদের স্থায়ী জামিনের জন্য আসামিপক্ষের করা আবেদন মঞ্জুর করেন। তবে আদালত আসামিপক্ষের আইনজীবীদের সতর্ক করে বলেছেন, যদি জামিনের ন্যূনতম অপব্যবহার হয়, তাহলে তা বাতিল করা হবে।

এ মামলার আসামিরা হলেন দেশের শীর্ষপর্যায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপ ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, মসিউর রহমান ও অনু জায়গিরদার। আসামিরা ১৯৯৬ সালে প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন।

আর সাক্ষী হলেন ’৯৬-এর কেলেঙ্কারির পর গঠিত তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমীরুল ইসলাম চৌধুরীসহ কমিটির একাধিক সদস্য, মামলার বাদী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালকসহ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একাধিক কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, আসামিদের অনুপস্থিতিতে এক দফায় এ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। এর মধ্যে ৮ ও ৯ সেপ্টেম্বর আসামিরা আদালতে হাজির হয়ে জামিন ও নতুন করে জেরা শুরুর আবেদন করেন। আদালত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আর পুনরায় জেরা শুরুর বিষয়ে আদেশ দেন গতকাল। পাশাপাশি এদিন আসামিদের স্থায়ী জামিনও দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

  1. বিএসআরএম স্টিলস
  2. খুলনা পাওয়ার
  3. বিএসআরএম লিমিটেড
  4. লাফার্জ সুরমা
  5. ইউনাইটেড এ্যায়ারওয়েজ
  6. বেক্সিমকো ফার্মা
  7. আমান ফিড
  8. এসিআই
  9. শাহাজিবাজার পাওয়ার
  10. কাশেম ড্রাইসেল

সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় সব সূচকের উর্দ্ধমূখী লক্ষ্য করা গেছে। দিন শেষে সিএসইতে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি পেলেও গত দিনের চেয়ে লেনদেন কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৪ লাখ টাকা। সোমবার ছিল সেখানে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস ও ইবিএসআরএম স্টিলস।

মঙ্গলবার সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত ছিল ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে ঈদের আগে সূচক উর্দ্ধমূখী

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। এ দিন অধিকাংশ শেয়ারের দর গতদিনের চেয়ে বাড়া সত্বেও লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে এই সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪৮৪১ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৬৯ লাখ টাকা। সোমবার সেখানে ৫১৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে ১৫৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ৮২ টির। আর অপরিবর্তিত ছিল ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বিএসআরএম স্টিলস, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা, ইউনাইটেড এ্যায়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, এসিআই, শাহাজিবাজার পাওয়ার ও কাশেম ড্রাইসেল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি সার্ভিসেস ও এনবিএলের বোনাস পাঠিয়েছে সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার এই দুই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে বাংলাদেশ সারভিস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

বাংলাদেশ সারভিস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে । এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৩ জুলাই।

অন্যদিকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ বোনাস শতাংশ লভ্যাংশ দিয়েছে।
ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ জন্য রেকর্ড ডেট ছিল ৩০ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইস্টার্ণ হাউজিংয়ের বোর্ডসভা ৩০ সেপ্টেম্বর

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেডের বোর্ডসভা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বুধবার বেলা ৩ টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ জুলাই ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে বোর্ডসভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫% ও বোনাস ৫% লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আগামীকাল থেকে বন্ধ শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহার জন্য টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। আগামীকাল বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

সরকারী ছুটির কারণে লেনদেনসহ স্টক এক্সচেঞ্জের যাবতীয় কার্যক্রমও আগামী ৫ দিন বন্ধ থাকবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে উভয় স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

মডার্ণ ডায়িংয়ের লেনদেন বন্ধ

modernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ণ ডায়িং লিমিটেড আগামি ২৮ সেপ্টেম্বর সোমবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই দিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ১৫ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ