অকারণেই বাড়ছে অ্যারামিট সিমেন্টের দর

aramits-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অ্যারামিট সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার ৩৫.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ২৯ সেপ্টেম্বর ৪৪ টাকার একটু উপরে ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর উঠা নামা করে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ২৯ সেপ্টেম্বর অ্যারামিট সিমেন্ট মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ