ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দরে প্রিমিয়ার সিমেন্ট

PREMIERCEMস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের দর গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্হানে রয়েছে। এ সময় শেয়ারটির দর বাড়ে ৩৯.৬০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্র জানা যায়।

বাজার বিশ্লেষনে দেখা যায়, গত ২৮ আগষ্ট এ শেয়ারের দর দাঁড়ায় ৯১ টাকা ১০ পয়সা। যা গত ছয় মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর। এ সময়ের মধ্যে সর্বনিম্ন দর ছিল মে মাসে ৫১ টাকা ৫০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে ৩৯ টাকা ৬০ পয়সা।

গত ২৮ আগষ্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৮৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩২ টাকা ২২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আগষ্ট মাসে ডিএসইতে ৯.৬৬% লেনদেন বৃদ্ধি

dse

স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আগষ্ট মাসে জুলাই মাসের চেয়ে ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনে শীর্ষ স্হানে ম্যানুফ্যাকচারিং খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত আগষ্টে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ হাজার ৯৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যা আগের জুলাই মাসে ছিল ৯ হাজার ৮২৭ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। এ হিসেবে সেখানে লেনদেন ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পায়।

গত আগস্টে ম্যানুফ্যাকচারিং খাতে লেনদেন হয়েছে ৭ হাজার ২৭৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। যা ডিএসসিতে মোট লেনদেনের ৫৬.২৫ শতাংশ। জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬৬৮ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।

দ্বিতীয় স্থানে সেবা ও বিবিধ খাতে ৩ হাজার ৫৯৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। যা ডিএসসিতে মোট লেনদেনের ২৭.৭৮ শতাংশ। জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার।

তৃতীয় স্হানে আর্থিক খাতে ২ হাজার ৬৫ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। যা ডিএসসিতে মোট লেনদেনের ১৫.৯৭ শতাংশ। এর আগে জুলাই মাসে সেখানে লেনদেন হয়েছিল ১ হাজার ১৬৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।

চতুর্থ স্হানে বন্ডে আগস্টে লেনদেন হয়েছে ৫৮ লাখ ১০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফার কেমিক্যাল

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষ স্হানে আছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৩ লাখ ১৮ হাজার ৮৩৩টি শেয়ারের লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৬ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৭৬ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের লেনদেন হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৯২টি শেয়ার ৫ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৬৫৯ টাকায়।

তালিকায় তৃতীয় স্থানে বিএসআরএম স্টিলের ৩ লাখ ২১ হাজার ৮১৭টি শেয়ার ৩ কোটি ৬ লাখ ১৪ হাজার ৮৫৮ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট ৩ কোটি ২ লাখ ৪১ হাজার ৩৬৭ টাকা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ২ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ১৩৪ টাকা, আমান ফিড ২ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৫৫ টাকা, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২৭৫ টাকা, গ্রামীণ ফোন ২ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৫৭৩ টাকা, ইউনাইটেড পাওয়ার ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৭৯২ টাকা, ইউনাইটেড এয়ারএয়েজ ২ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দর কমার শীর্ষে “এ” ক্যাটাগরির কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৮টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লুজারের তালিকার শীর্ষে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এ সময় ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৯৩ হাজার ৭৫০ টাকার। সপ্তাহজুড়ে ফান্ডটি লেনদেন করে ৩ লাখ ৭৫ টাকার।

লুজারে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জুট স্পিনারস। এ সময় কোম্পানির দর কমেছে ১০ দশমিক ‌১৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ৭৮ হাজার ৫০০ টাকার শেয়ার ।  সপ্তাহ জুড়ে কোম্পানিটি ৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৬৯ শতাংশ। এ সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ২ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে  লেনদেন করে ৯ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকার টাকার শেয়ার।

এছাড়া লুজারে থাকা ‘এ’ ক্যাটাগরির অপর কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং ৮ দশমিক ৬৭ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬২ শতাংশ, এপেক্স ট্যানারি ৭ দশমিক ৯৪ শতাংশ, এপেক্স ফুড ৭ দশমিক ৬৯ শতাংশ, নর্দাণ জুট ৭ দশমিক ২৮ শতাংশ এবং আরএকে সিরামিক ৭ দশমিক ১৩ শতাংশ শেয়ারের দর কমেছে। ৯ম স্হান দখল করে আছে “জেড’ ক্যাটাগরির ইমাম বাটন।এ সময় কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এবি ব্যাংকের বন্ডে দ্বিগুণ আবেদন

ab-smbdনিজস্ব প্রতিবেদক:

এবি ব্যাংকের সাব অর্ডিনেডেট বন্ড-২-তে চাহিদার চেয়ে দ্বিগুণ আবেদন হয়েছে। ৪০০ কোটি টাকার এ বন্ডটি কেনার জন্য প্রায় ৭৮০ কোটি টাকার আবেদন এসেছিল।

বন্ডটির চাহিদা বেশি থাকায় কোন সমস্যায় পড়তে হয়নি বন্ড ইস্যুর দায়িত্বে থাকা আরএসএ ক্যাপিটেলের। শেষ পর্যন্ত বন্ডটি চাহিদার ভিত্তিতে কয়েকটি ব্যাংককে ভাগ করে দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংক আবেদন করেও শেষ মুহূর্তে সরে দাড়াঁয়।

বন্ড ইস্যুর দায়িত্বে থাকা আরএসএ ক্যাপিটাল সূত্র জানায়, ৪০০ কোটি টাকার এ বন্ডে সোনালী ব্যাংক পেয়েছে ১০০ কোটি, রূপালী ব্যাংক পেয়েছে ১০০ কোটি, অগ্রণী ব্যাংক পেয়েছে ৫০ কোটি, জনতা ব্যাংক ৫০ কোটি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৩০ কোটি, উত্তরা ব্যাংক ৩০ কোটি, ব্র্যাক ব্যাংক ৩০ কোটি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে ১০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ঈদের পরের সপ্তাহে লেনদেন বেড়েছে

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঈদ পরে সপ্তাহে লেনদেন বেড়েছে তবে কমেছে শেয়ারের দর । এ সময় বেড়েছে অধিকাংশ মূল্য সূচক। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঈদের ছুটির পরে প্রথম সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৬৯৭ টাকার শেয়ার। ঈদের ছুটির আগের সপ্তাহে তিন কার্যদিবসে লেনদেন ১০৯ কোটি ৫ লাখ ২৬ হাজার ৯৫৩ টাকার শেয়ার ছিল।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ০১ শতাংশ বা ১৪৮৬৬ পয়েন্ট। সিএসই৩০ বেড়েছে দশমিক ১ শতাংশ বা ১২৯২৮ পয়েন্ট। সিএসসিএক্স বেড়েছে দশমিক ০২ শতাংশ বা ৯০৪৭ পয়েন্ট। সিএসই৫০ দশমিক ০ শতাংশ বা ১০৮৩ পয়েন্ট। সিএসআই কমেছে দশমিক ৯ শতাংশ বা ১০৪৩ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে ছিল ফার কেমিক্যাল ৬ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৭৬ টাকার শেয়ার। এরপর ২য় ও ৩য় স্হানে রয়েছে সাইফ পাওয়ারটেক ও বিএসআরএম স্টিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঋণ সিকিউরিটিজ আইন সংশোধন করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

ডেট (ঋণ) সিকিউরিটিজের প্রাইভেট প্লেসমেন্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান ‘দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’-এর চারটি উপধারা বাতিলের বিষয়ে জনমত চেয়ে গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

এ সংশোধনের মাধ্যমে বন্ড বা ঋণপত্র বা অন্য কোনো ধরনের ডেট সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচালনা পর্ষদকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমান বিধিমালার ৩(৮) উপধারা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সংশোধন প্রস্তাবে এ বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করেছে কমিশন। এ ছাড়া বিদ্যমান আইন অনুযায়ী, প্রস্তাবিত ডেট সিকিউরিটিজের মোট মূল্য কোনোক্রমে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদের ৬০ শতাংশ বেশি হওয়া যাবে না। সংশোধনে এ শর্ত প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এসব সংশোধনের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ বা আপত্তি থাকলে লিখিতভাবে আগামী ৬ অক্টোবরের মধ্যে কমিশনের দিলকুশা কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।