রবি-এয়ারটেল একত্রিত হওয়ার খবরে কমছে গ্রামীণফোনের দর

grameenনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের দর কমছে। দর কমার পিছনে সংবেদনশীল তথ্য রয়েছে বলে দাবি করছেন বিনিয়োগকারীরা।

গত একমাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে গ্রামীণফোনের শেয়ার দর কমেছে সাড়ে ১৭ শতাংশ; যে কারণে কোম্পানিটির বাজার মূলধন কমেছে সাত হাজার কোটি টাকারও বেশি।

কোম্পানিটির অর্ধবার্ষিক মুনাফা কমে যাওয়া শেয়ার দরে প্রভাব ফেলেছে বলে মনে করছেন একজন বিশেষজ্ঞ।

গত ৮ সেপ্টেম্বর হতে শেয়ারটির দর কমেছে ৫৫ টাকা। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার দিনশেষে গ্রামীণফোনের শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৬০ টাকায়।

দরপতনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বলেন, রবি ও এয়ারটেলের একত্রিত হওয়ার খবরে বিনিয়োগকারীরা কিছুটা ভয় পেয়েছে।

সম্প্রতি ব্যবসা একীভূত করতে রবি ও এয়ারটেলের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৫০০ কোটি টাকা তুলে নেয় গ্রামীণফোন; যার প্রায় ৫৬ শতাংশ শেয়ার রয়েছে নরওয়েভিত্তিক টেলিনর এর কাছে।

২০১৩ সালের নভেম্বরে ১৮০ টাকা দাম ছিল কোম্পানিটির শেয়ারের। পরের বছর অক্টোবরে ১২২ শতাংশ বা ২২২ টাকা বেড়ে শেয়ারের দাম হয় ৪০০ টাকা।

এরপরের ডিসেম্বর থেকে গত ৮ সেপ্টেম্বর নাগাদ ৩৬০ থেকে ৩২০ টাকায় ওঠানামা করে গ্রামীণফোনের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে এগিয়ে বেক্স-ফার্মা

beximco‍‍‍‌‌স্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৪২ শতাংশ ছিল রসায়ন খাতের কোম্পানি বেক্স-ফার্মা লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইতে গত সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ১৩৯টি শেয়ারের লেনদেন হয; যার বাজারদর ছিল ১০২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকা।

লেনদেনের শীর্ষে ১০ কোম্পানির নামে তালিকায় প্রথম ছিল বেক্স-ফার্মা লিমিটেড। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, গ্রামীনফোন লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল, আইডিএলসি ফাইন্যান্স ও আমান ফিড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ৮.২৮% বৃদ্ধি

dse‍‍‍‌‌নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের মূল্য সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৯৪ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৮৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৪৯ কোটি ৮১ লাখ ৩ হাজার ৪২৪ টাকার শেয়ার। এই হিসেবে গত ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর পর্যন্ত লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে ৮.২৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির। আর দর কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৩১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৩ দশমিক ০৯ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৩ দশমিক ৭০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৮৯ শতাংশ।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক দশমিক ১.৫৬ শতাংশ বা ৭৫ পয়েন্ট কমে গত ৮ অক্টোবর অবস্থান করছে ৪৭৮১ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম