দুই কোম্পানির সাধারণ সভা ১৫ অক্টোবর

egm-agm-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এবং মডার্ণ ডায়িংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের এই সভাটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজধানীর গুলশান স্পেট্টা কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত হবে মডার্ণ ডায়িংয়ের এই সভাটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মডার্ণ ডায়িং বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৮ সেপ্টেম্বর।।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২০ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বাংলাদেশ সাবমেরিনের এজিএম ১৮ অক্টোবর

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৮ অক্টোবর রবিবার কক্সবাজারে সায়মান বীচ রির্সোটে এই সভাটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৫ সালের ৩০ এপ্রিল সমাপ্ত চলতি হিসাব বছরের বার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২৯ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

গত সপ্তাহে ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে শেয়ার বাজারে দুই কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। তালিকাভূক্ত কোম্পানিগুলো ফার কেমিক্যাল এবং পেনিনসুলা হোটেল বিনিয়োগকারিদের জন্য এই লভ্যাংশের ঘোষণা দেয়। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে ৬ অক্টোবর রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেডের বোর্ড সভা অনষ্ঠিত হয়। বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২৫ লভ্যাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২ নভেম্বর।

একই দিন ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডের বোর্ড সভা অনষ্ঠিত হয়। উক্ত
সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করে। তার মধ্যে নগদ ১০ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায়।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

দর কমার তালিকায় “এ” ক্যাটাগরির কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৯টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ৬ষ্ঠ স্থানে রয়েছে “এন” ক্যাটাগরির কোম্পানি আমান ফিড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে লুজারের তালিকার শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময় ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির দর কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন লেনদেন করে ১১ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার। সপ্তাহজুড়ে কোম্পানিটি লেনদেন করে মোট ৫৯ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার।

লুজারে দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এ সময় ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির দর কমেছে ১৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ৫৯ লাখ ৯৫ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ জুড়ে কোম্পানিটি মোট ২ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ফুডস। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। এ সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ৭৩ লাখ ২৪ হাজার ৮০০ টাকার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে মোট লেনদেন হয় ৩ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার টাকার শেয়ার।

এছাড়া লুজারে থাকা ‘এ’ ক্যাটাগরির অপর কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারীর ১১ দশমিক ৫৬ শতাংশ, লিবরা ইনফুশন লিমিটেডের ১১ দশমিক ৪৫ শতাংশ, দ্যা পেনিনসুলা চিটাগাংয়ের ৯ দশমিক ২৬ শতাংশ, গ্রামীনফোনের ৮ দশমিক ৯৯ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৮ দশমিক ৮২ শতাংশ এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডান্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া লুজারে ৬ষ্ঠ স্থানে থাকা “এন” ক্যাটাগরির কোম্পানি আমান ফিডের গত সপ্তাহে দর কমেছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

 

দর বৃদ্ধিতে এগিয়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

dseস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির ৭টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে গেইনারের তালিকার শীর্ষে রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। এ সময় ফান্ডটির দর বেড়েছ ২১ দশমিক ২৮ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন লেনদেন করে ৯২ লাখ ৮৫ হাজার ২০০ টাকার। সপ্তাহজুড়ে ফান্ডটি লেনদেন করে মোট ৪ কোটি ৬৪ লাখ ২৬ হাজার টাকার।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এ সময় ফান্ডটির দর বেড়েছে ১২ দশমিক ৬৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটি লেনদেন করেছে ৯ কোটি ২৮ লাখ ১১ হাজার। সপ্তাহজুড়ে ফান্ডটি মোট লেনদেন করেছে ৪৬ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকার।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে ‘ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সমাপ্ত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ১২ দশমিক ২৪ শতাংশ। এ সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন করে ৪৭ লাখ ৮৪ হাজার ৪০০ টাকার টাকার শেয়ার। আর সপ্তাহজুড়ে ফান্ডটি মোট লেনদেন করে ২ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার।

এছাড়া গেইনারে থা্কা অপর ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ দশমিক ৭১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৯ দশমিক ৭৭ শতাংশ, এলআর গ্লোবাল বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান ৮ দশমিক ৯৩ শতাংশ এবং প্রথম এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ৭ দশমিক ১৪ শতাংশ। এ ছাড়া ৪র্থ ৫ম এবং ৭ম স্থানে যথাক্রমে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি আনোয়ার গ্লাভাইজিং ১১ দশমিক ৩১ শতাংশ, লিগ্যাসী ফুটওয়ার ১১ দশমিক ৪ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্স ১০ দশমিক ৩২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ