রকিবুর রহমানের আট পৃষ্ঠার লিখিত জবানবন্দি

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

চিটাগং সিমেন্টের (বর্তমান হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কেলেঙ্কারির মামলার আসামি আবু তৈয়বের পক্ষে লিখিত ও বুলবুলের পক্ষে একজনের সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল। আজ রবিবার মামলার আসামি মো. রকিবুর রহমানের আট পৃষ্ঠার লিখিত জবানবন্দি শোনেন আদালত। মামলার আরো দু্ই আসামির জবানবন্দি নিতে ১৪ অক্টোবর বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির।

আসামি আবু তৈয়ব অসুস্থ থাকায় আজ আদালতে হাজির হতে পারেননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি জানান, তাঁর নিযুক্ত আইনজীবীর মাধ্যমে ৩৪২ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। জবানবন্দির একটি লিখিত কপি ১৪ অক্টোবর জমার নির্দেশ দিয়েছেন্ সেই সাথে আরেক আসামি বুলবুলের পক্ষে একজনের সাফাই সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করবে আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, আসামিরা ১৯৯৬ সালে চিটাগং সিমেন্টের পরিচালক ছিলেন। ভারতীয় ও ইরানি বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনবে বলে আসামিরা মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে শেয়ারদর প্রভাবিত করেন। এ ব্যাপারে পরবর্তীকালে চিটাগং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি। এরপর কোম্পানির একজন পরিচালক বড় অঙ্কের শেয়ার হস্তান্তরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া বিএসইসির নির্দেশনা থাকা সত্ত্বেও রকিবুর রহমান ও এ এস শহিদুল হক বুলবুল পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি। এটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুসারে অনিয়ম।

কারসাজি তদন্তে ১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে সরকার। তিন মাস পর ১৯৯৭ সালের ২৭ মার্চ তদন্ত কমিটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। আর এই প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৭ সালের ৪ মে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করে বিএসইসি।

মামলাটি পরবর্তীকালে বিচারের জন্য প্রথম অতিরিক্ত দায়রা আদালত ঢাকায় বদলি করা হয়। এই আদালতে থাকাকালে মামলাটির বাদীর সাক্ষ্য শেষ হয়। পরবর্তীকালে মামলার আদালত পরিবর্তনের নির্দেশ এলে বাদীপক্ষের সম্মতিতে নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিত আদেশ দেন উচ্চ আদালত। এরপর বিএসইসির ট্রাইব্যুনাল গঠনের পর মামলাটি এই আদালতে স্থানান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জহির/বিএ

আইপিওতে আসতে চায় এডিএন টেলিকম

adn-telecom-logo-transনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে আসার উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি (আইটি) ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম। এ জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এরই মধ্যে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

এডিএন টেলিকম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১ কোটি ৭২ লাখ শেয়ার বাজারে ছেড়ে ৫১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য চাওয়া হয়েছে ৩০ টাকা।

এডিএন টেলিকমের বর্তমান পরিশোধিত মূলধন প্রায় ২১ কোটি টাকা, যা ২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৮৩০ শেয়ারে বিভক্ত। আইপিওতে নতুন করে আরও ১ কোটি ৭২ লাখ শেয়ার ছাড়ার পর এটির পরিশোধিত মূলধনের পরিমাণ বেড়ে হবে প্রায় ৩৮ কোটি টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রতিষ্ঠানটিকে অনাপত্তিপত্রও দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশব্যাপী ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি ইন্টারনেট সেবার জন্য অবকাঠামো তৈরির কাজ করে থাকে এডিএন টেলিকম।

স্টকমার্কেটবিডি.কম/জহির/বিএ

দুই কোম্পানির পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

sellস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের উদ্যোক্তা পরিচালক নিজেদের শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আলহাজ্জ মফিজুর রহমান ও রুবিনা হামিদ নামে সানলাইফ ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক নিজেদের হাতে থাকা যথাক্রমে ৮০ হাজার ও ৫০ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রি সম্পন্ন করেছেন।

অন্যদিকে, মাজহারুল হক নামে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের উদ্যোক্তা নিজের হাতে থাকা ৭ লাখ ২৬ হাজার ৯১৩টি
শেয়ার চলমান বাজার দরে বিক্রি সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

চার উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্থান্তর সম্পন্ন

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চারজন উদ্যোক্তা পরিচালক নিজেদের শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ নিজের ১১ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার তার সহধর্মিণী মমতাজ বেগমের নিকট হস্তান্তর সম্পন্ন করেছেন।

পরিচালক মো: আলমগীর কবির নিজের ৭০ লাখ ১ হাজার ৬০০ শেয়ারের মধ্য থেকে ১০ লাখ শেয়ার তার কন্যা রাইসা কবিরের নিকট হস্তান্তর সম্পন্ন করেছেন।

পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান নিজের কাছে থাকা মোট ৪৮ লাখ ৫১ হাজার শেয়ারের মধ্য থেকে ১১ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার তার স্ত্রী আমেনা খানম রনির নিকট হস্তান্তর সম্পন্ন করেছেন।

পরিচালক মো: আব্দুল আহাদ নিজের কাছে থাকা মোট ৩৮ লাখ ৮০ হাজার ৮০০ শেয়ারের মধ্য থেকে ৮ লাখ ৮৭ হাজার ৪০ শেয়ার তার স্ত্রী ইশরাত জাহান নাজনীনের নিকট হস্তান্তর সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সানলাইফ উদ্যোক্তার শেয়ার বিক্রি

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৩৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আলহাজ্জ মফিজুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক তার হাতে থাকা কোম্পানিটির ১৩ লাখ ৩৩ হাজার ৬৭৯টি শেয়ারের মধ্যে ৩৫ হাজার শেয়ার বিক্রয় করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফারইস্ট ফিন্যান্সের লেনদেন বন্ধ আজ

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আজ ১২ অক্টোবর সোমবার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই দিন বিশেষ সাধারণ সভা (ইজিএম) রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ১০ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে

এ বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিভিও পেট্রো কেমিক্যালের বোর্ড সভা ২৫ অক্টোবর

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে তিনটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। গত বছর কোম্পানিটির মোট সম্পদের মূল্য (ন্যাভ) ছিল ৯.৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথমদিনে সব সূচকের পতন হয়েছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১৮০.৬৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ১০৮.৯৩ পয়েন্ট কমে ৮ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৬৯.৬৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১৪.০৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১৩.৩৪ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। বৃহস্পতিবার হয়েছিল ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ারের লেনদেন। তার আগের দিন বুধবার হয়েছিল ৩৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে মোজাফ্ফর স্পিনিং ও লাফার্জ সুরমা।

সিএসইতে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৮টির দাম বেড়েছে, কমেছে ১৭৮ টির আর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে লেনদেন ৩৩৮ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সহ অন্যান্য সূচকের পতন হয়েছে। আজ সহ তিন দিন সূচকের পতন হলো ।  এই দিন অধিকাংশ শেয়ারের দর কমেছে এবং লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১৩.৯৩ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩২.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবস বৃহস্পতিবার ৩৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা। তার আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। টাকার অংকে বৃহস্পতিবারের চেয়ে আজ রবিবারের লেনদেন ২২ কোটি ১৯ লাখ ৩ হাজার টকা কম।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০ টির দাম বেড়েছে, কমেছে ২৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, মোজাফ্ফর স্পিনিং, গ্রামীনফোন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ারটেক, আইডিএলসি ও বিএসআরএম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে এ্যাপোলো ইস্পাত

appoloস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত লিমিটেড আগামী ১২ ও ১৩ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১২ অক্টোবর সোমবার ও ১৩ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১৪ অক্টোবর মঙ্গলবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ