সম্পদের ৭০% শেয়ারবাজারে বিনিয়োগ করবে জীবন বিমা

imagesনিজস্ব প্রতিবেদক :

স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৭০ শতাংশই শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রেখে জীবন বিমা কোম্পানির সম্পদ বিনিয়োগ নীতিমালা করা হচ্ছে। কিছু শর্তসাপেক্ষে বন্ড, ডিবেঞ্চার বা সিকিউরিটিজ, অগ্রধিকার বা সাধারণ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে এ সম্পদ বিনিয়োগ করা যাবে।

সম্প্রতি ‘লাইফ বিমাকারীর সম্পদ বিনিয়োগ’ শিরোনামে প্রবিধানমালার খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিমা নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বর্তমানে চূড়ান্ত খসড়াটি গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়াধীন।

নীতিমালায় জীবন বিমা কোম্পানির সম্পদের ৩০ শতাংশ অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। বাকি অর্থ শর্তসাপেক্ষে পুঁজিবাজার, স্থায়ী সম্পদ, ব্যাংকে আমানত ও সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। এছাড়া আইডিআরএ’র অনুমোদন নিয়ে অন্যান্য সম্পদেও বিনিয়োগ করা যাবে।

এ বিষয়ে চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, জীবন বিমা কোম্পানি তার সম্পদের সর্বোচ্চ ২৫ শতাংশ সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার অথবা উভয় প্রকারের পুঞ্জিভূত বিনিয়োগ করতে পারবে।

এ বিনিয়োগ হতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে। তবে কমপক্ষে তিন বছর (বিনিয়োগের তারিখের অব্যবহিত আগের ৩ বছর) ধরে যেসব কোম্পানি ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিচ্ছে শুধু সেই সব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে।

আর একক কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ এবং জীবন বিমা কোম্পানিটির সম্পদের ৫ শতাংশের বেশি বিনিয়োগ করা যাবে না।

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের বিষয়ে বলা হয়েছে, বিএসইসি অনুমোদিত বা নিয়ন্ত্রিত মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডে সম্পদের সর্বোচ্চ ২০ শতাংশ বিনিয়োগ করা যাবে।

ডিবেঞ্চার বা সিকিউরিটিজের বিষয়ে বলা হয়েছে, বিএসইসি অনুমোদিত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির ডিবেঞ্চারে সম্পদের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে জীবন বিমা কোম্পানি।

বন্ডের বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের গ্যারান্টিযুক্ত ভৌত অবকাঠামো উন্নয়নে ইস্যু করা বন্ড ও বাংলাদেশে অনুমোদিত রেটিং সংস্থা থেকে ‘এএ’ বা তার উপরের রেটিং মান পাওয়া বন্ডে সম্পদের ১৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

এছাড়া সাবসিডিয়ারি কোম্পানিতে সম্পদের ২০ শতাংশ এবং আইডিআরএ’র অনুমোদন নিয়ে অন্য সম্পদে ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে জীবন বিমা কোম্পানির সম্পদ বিনিয়োগ সংক্রান্ত প্রবিধানমালার চূড়ান্ত খসড়ায়।

সুহৃদ ইন্ডাস্ট্রিজের রেকর্ড ডেট পরিবর্তন

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালতের রায়ের প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের পূর্বঘোষিত ১৫ শতাংশ বোনাস লভ্যাংশই বিনিয়োগকারীদের জন্য সুপারিশ করেছে এবং নতুন করে আগামী ২৯ অক্টোবর সোয়া ১১টায় গাজীপুরের কোনাবাড়িতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১৩ অক্টোবর।

আজ পরিবর্তন হয়ে ১৩ অক্টোবরের পরিবর্তে এ তারিখ আগামিকাল ১৪ অক্টোবর এই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

গ্রামীণফোন লিমিটেডের বোর্ড সভা রবিবার

grameenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা আড়াই টায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার প্রাপ্তি

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের এক উদ্যোক্তা অন্য উদ্যোক্তার শেয়ার গ্রহণ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা খন্দকার জাকারিয়া মাহমুদ ৩ লাখ ৫ হাজার ৮৫০টি শেয়ার অন্য উদ্যোক্তা তার সহধর্মীনি ইয়াসমিন জেড মাহমুদ এর কাছ থেকে ১ লাখ ৫ হাজার ৪২১টি এবং তার ছেলে ফরসাদ মাহমুদ এর কাছ থেকে ২ লাখ ৪২৯টি শেয়ার গ্রহণ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ম্যারিকোর বোর্ড সভা ১৭ অক্টোবর

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী বেলা বারটায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান  এনসিসি ব্যাংক লিমিটেড উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, খন্দকার জাকারিয়া মাহমুদ নামে এনসিসি ব্যাংকয়ের উদ্যোক্তা ৭৩ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রিমিয়ার লিজিং উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

premier-leasing-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড  উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মিজানুর রহমান চৌধুরী নামে প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা ২ লাখ ২১ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ