1. কেডিএস এক্সেসরিজ
  2. লাফার্জ সুরমা
  3. বেক্স ফার্মা
  4. গ্রামীণফোন
  5. ইউনাইটেড এয়ারওয়েজ
  6. আমান ফিড
  7. সিভিও পেট্রোকেমিক্যাল
  8. ব্র্যাক ব্যাংক
  9. এমারেল্ড অয়েল
  10. সিটি ব্যাংক।

ব্রড ইনডেক্সে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ

olimpic-...smbd_-300x219স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত হচ্ছে বাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ। কোম্পানিটি ১৮ অক্টোবর থেকে এই সূচকে লেনদেন হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

ডিএসই জানায়, ডিএসই’র ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা অর্জন করেছে অলিম্পিক এক্সেসরিজ। অন্তবর্তীকালীন আইপিও অন্তর্ভুক্তিতে এ মাসে একমাত্র যোগ্য কোম্পানি হিসেবে অলিম্পিক এক্সেসরিজ অন্তর্ভুক্ত হচ্ছে।

জানা যায়, ডিএসই বাংলাদেশ ইনডেক্স মেথডোলজি অনুযায়ি অন্তর্ভুক্তির এ প্রক্রিয়া পরিচালনা করা হয়। এই প্রক্রিয়াটি ডিএসই’র ইনডেক্স কমিটির সার্বিক তত্বাবধায়নে পরিচালনা করা হয়।

দেশের দুই শেয়ারবাজারে গত ২৫ জুন প্রকৌশল খাতের অলিম্পিক এক্সেসরিজের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সানলাইফের ৭ উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাত জন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির কাছে থাকা নিজ নিজ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ৭ (সাত) জন উদ্যোক্তা পরিচালক তাদের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয় করবেন। এসব উদ্যোক্তা পরিচালকেরা হলেন, রুবিনা হামিদ ২১ লাখ ৪১ হাজার ৩৮২টি শেয়ারের মধ্যে ৭৪ হাজার ৬২২টি শেয়ার, চিত্ত রঞ্জন মজুমদার ৭ লাখ ৫২ হাজার ৮৯১টি শেয়ারের মধ্যে ৩৯ হাজার শেয়ার, সিনথিয়া মালেক ১৮ লাখ ৩৭ হাজার ৮৮৬টি শেয়ারের মধ্যে ১ লাখ ৪ হাজার ৩৮৬টি শেয়ার, জাহিদ মালেক ৩২ লাখ ২৭ হাজার ৭০০টি শেয়ারের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৭০০টি শেয়ার, রাহাত মালেক ৩২ লাখ ২১ হাজার ৮৭০টি শেয়ারের মধ্যে ২ লাখ ২১ হাজার ৮৭০টি শেয়ার, সাব্বির হোসেন ৬ লাখ ২৫ হাজার ৪০০টি শেয়ারের মধ্যে ৩৫ হাজার ৪০০টি শেয়ার ও ফৌজিয়া মালেক ১২ লাখ ৭২ হাজার শেয়ারের মধ্যে ৭২ হাজার শেয়ার বিক্রয় করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভার দিন নির্ধারণ

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের বোর্ড সভা দিন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৫ অক্টোবর রবিবার বেলা ৪টায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড গত বছর ২০১৪ সালে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষদিনে সূচকের পতন হয়েছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে তবে লেনদেন গতদিনের চেয়ে বেশী হয়েছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১২৪.২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭৭.০৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৪৮.৪২ পয়েন্ট কমে ১২ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১১.৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১২.৫৮ পয়েন্ট কমে ৯৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ টাকা। ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
মঙ্গলবার হয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে কেডিএস ও লাফার্জ সুরমা

সিএসইতে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডিএসইতে সূচকের পতন অব্যাহত

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচকের পতন অব্যাহত রয়েছে। আজ সূচক পতনের সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১২.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২১.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান, শরিয়া সূচক ডিএসইএস ১৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করেছিল।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট
গত কার্যদিবস বুধবার ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার। মঙ্গলবার হয়েছিল ৪৪৯ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকার। টাকার অংকে বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবারের লেনদেন ৯৫ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার টাকা বেশী।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮ টির দাম বেড়েছে, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেডিএস, লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল ও সিটি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মিউচ্যুয়াল ট্রাস্টের উদ্যোক্তার শেয়ার বিক্রয়

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো. অলিউর রহমান নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির ৮ লাখ ৭০টি শেয়ারের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় করবেন।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ারগুলো বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কেডিএস এক্সেসরিজের লেনদেন শুরু

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

গত সোমবার কোম্পানিটির আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে। এই কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

গাজীপুরে তসরিফার জমি ক্রয়ের সিদ্ধান্ত

Tosrifa-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকার বাইরে গাজীপুরে জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি গাজীপুর জেলার শ্রীপুরের কাউরা নামক স্থানে ৪০.৮৭ ডেসিমল জমি কিনবে। জমি দর প্রতি ডেসিমল ১ লাখ ৯৮ হাজার ৩৩৬ টাকা ১৮ পয়সা করে ৮১ লাখ ৬ হাজার টাকা। সরকারি দর হিসাবে এই জমির রেজিস্ট্রেসন করা হবে।

কোম্পানি থেকে আরো জানা যায়, নর্দান নিট লিমিটেডের সাথে ২৫ বছরের জন্য ২৪.৮০ বিঘা জমি লীজ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই জমিটি লীজ নিতে কোম্পানিটির মোট খরচ হবে বাজার দরে আনুমানিক ১৪ লাখ ৮৫ হাজার ৫২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনসিসি ব্যাংকের বোর্ড সভা আহ্বান

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৬ অক্টোবর সোমবার বেলা ২টা ৪০ মিনিটে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ