স্পট মার্কেটে যাচ্ছে পেনিনসুলা চিটাগং

peninস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেড আগামী ২৬ ও ২৭ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৬ অক্টোবর সোমবার ও ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২৮ অক্টোবর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিনগুলোতে শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায়।

দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পাওয়ার গ্রিডের বোর্ড সভা ২ নভেম্বর

powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ২ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ২ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বোর্ড সভা অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

গ্ল্যাক্স্যোস্মিথক্লাইনের ইপিএস কমেছে

glaxo-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি গত (জুলাই, ১৫ – সেপ্টেম্বর,১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১৩ টাকা ৮ পয়সা। সে হিসেবে ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৪ টাকা ১২ পয়সা।

আবার, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৯ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় করেছিল ৪৭ টাকা ১৬ পয়সা। ৯ মাসে কোম্পানিটির আয় কমেছে ৭ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি ’১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৫৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪৬ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ১৮৩.১৬ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০১৪ ছিল ১৯২.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

কোহিনূর ক্যামিকেলের বোর্ড সভা দিন নির্ধারণ

kohiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর ক্যামিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ৩১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় বোর্ড সভা অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

কোহিনূর ক্যামিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম দিনে সূচকের মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। তবে আজ সিএসইতে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর তবে কমেছে লেনদেন। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স .৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৫১.৯২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ১.০৬ পয়েন্ট বেড়ে ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট
গতকার্যদিবস বুধবারে হয়েছিল ৩০ কোটি ৬৩ লাখ টাকা মঙ্গলবারে হয়েছিল ২৯ কোটি ৮৯ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে বেঙ্গল উইন্ডসর ও কেডিএস।

সিএসইতে ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের দোদুল্যমাণ অবস্থা

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের মাঝে শেয়ার ক্রয় বিক্রয়ে দোদুল্যমাণ অবস্থা বিরাজ করছে। এতে করে আজ দিন শেষে সূচক ও লেনদেনের মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। প্রধান সূচকসহ ডিএসইএস বেড়েছে আর কমেছে ডিএস৩০ সূচক । গতদিনের চেয়ে আজ লেনদেন কমেছে তবে শেয়ারের দর কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৩.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪.৩০ পয়েন্ট কমে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।

আজ দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গত কার্যদিবস বুধবার হয়েছিল ৩৫৬ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মঙ্গলবার হয়েছিল ৩৩৯ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকা। টাকার অংকে বুধবারের চেয়ে আজ রবিবারের লেনদেন ৩০ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা কম।

ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮ টির দাম বেড়েছে, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, কেডিএস, বেক্স ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিএন্ডএ টেক্সটাইলস্‌, শাহজিবাজার, ইফাদ অটোস্‌ ও বিএসআরএম স্ট্রিলস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. আমান ফিড
  2. সিভিও পেট্রোকেমিক্যাল
  3. কেডিএস
  4. বেক্স ফার্মা
  5. ইউনাইটেড এয়ারওয়েজ
  6. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  7. সিএন্ডএ টেক্সটাইলস্‌
  8. শাহজিবাজার
  9. ইফাদ অটোস্‌
  10. বিএসআরএম স্ট্রিলস।

স্পট মার্কেটে যাচ্ছে বীচ হ্যাচারি

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড আগামী ২৬ ও ২৭ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৬ অক্টোবর সোমবার ও ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২৮ অক্টোবরবুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর কোম্পানিটির বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিচ হ্যাচারি লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তৃতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে

uttaea-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ব্যাংকটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটি গত (জুলাই, ১৫ – সেপ্টেম্বর,১৫) ৩ মাসে শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৫৯ পয়সা। সে হিসেবে ৩ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় বেড়েছে ২৭ পয়সা।

আবার, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ২ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৩৯ পয়সা। ৯ মাসে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড আয় বেড়েছে ৫২ পয়সা।

প্রতিষ্ঠানটির ৯ মাসে (জানুয়ারি ’১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ১৩ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪ টাকা ৬৪ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ৩২.৮৯ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০১৪ ছিল ৩০.৫৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রভাতী ইন্সুরেন্সের আয় কমেছে

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটি গত (জুলাই, ১৫ – সেপ্টেম্বর,১৫) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৬৫ পয়সা। সে হিসেবে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় কমেছে ৪ পয়সা।

উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩২ পয়সা। ৯ মাসে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড আয় কমেছে ৪০ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মোট সম্পদের মূল্য (এনএভি) ১৫.৭২ টাকা। গত ৩১ ডিসেম্বর ২০১৪ ছিল ১৪.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ